নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মানবীয় গুণাবলী বিকশিত হোক, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের সম্মান নিয়ে বেচে থাকুক। বাঘ, ভাল্লুক, জন্তু-জানোয়ারের বিশেষণে যেন আর বিশেষায়িত না হয়। এ উদ্দেশ্যে আমার মিশন \"চরিত্র গঠন আন্দোলন\"।

অজয় শীল

অজয় শীল › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র দেশাত্মবোধই আপনাকে অনন্য মানুষে পরিণত করতে পারে

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৭



প্রাত্যহিক জীবনে বাধ্যতামূলক কিছু কাজের বাইরে আমরা সচরাচর যে কাজ গুলি করি তার ৮০% নিজের আত্মতৃপ্তির জন্য করে থাকি। এই যে ধরুন একটা ভাল রেস্টুরেন্টে নিজের ভাল লাগার আইটেম খাওয়া, রিকশায় ঘুরেবেড়ানো, ঘুরে ঘুরে মজার মজার খাবার কিনে খাওয়া, স্প্যাশাল কিছু আইটেম নিজের হাতে রান্না করে খাওয়া, নিজের পছন্দের জায়গায় সময় কাটানো, নিজের ভাল লাগা কিছু মুভি দেখা, নিজের পছন্দের বই পড়া ইত্যাদি ইত্যাদি। নিজের পরিবারের জন্য করলেও নিজের জন্য করা বুঝায়। তাই আলাদা করে উল্লেখ করলাম না। এসবই তো করি।

জীবনের আর ইম্প্রুভমেন্ট আসবে কোত্থেকে। যা করছি তাতো টাইম পাস। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। একজন মানুষ যে আরেক জনের কাজে আসতে পারে তা আমরা সব সময় স্মরণে রাখতে পারি না। স্মরণ রাখি না তাই স্মরণীয় হতে পারি না। আজ ৫ বৎসর একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি, আগামীতে আরো ৫ বৎসর অন্য একটা প্রতিষ্ঠানে কর্মরত থাকব, তারপর আরেকটা…… এভাবেই চলে যাচ্ছে। যে প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছি কিছুদিনের মধ্যে সব স্মৃতি বিলীন হয়ে যাচ্ছে। নিজের মন থেকেও যাচ্ছে, প্রাক্তণ সহকর্মীদের থেকেও যাচ্ছে। কেউ কাউকে মনে রাখার প্রয়োজনীয়তা বোধ করছে না।

জন্মালাম, পড়ালেখা করে বড় হলাম, চাকরি করলাম, সংসার করলাম তারপর মরে গেলাম। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলাম। চিরায়ত নিয়মঃ- “জীবের জন্ম হয় মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার জন্য”। আমরা জীবই রয়ে গেলাম “আশরাফুল মাখলুকাত” হতে পারলাম না। সব কিছু করলাম, কিন্তু মনের মধ্যে দেশপ্রেম জাগাতে পারলাম না, “স্বদেশ প্রেম” আজকাল স্কুল-কলেজের রচনার মধ্যে সীমাবদ্ধ। আর রয়েছে বিশেষ দিবস গুলোতে উদযাপনের মাঝে, ফেইস বুকের পোষ্টে, একজন থেকে অপরজনে শেয়ারের মাঝে।

দেশপ্রেমে উদ্ভুদ্ধ হলে আপনি কখনো দেশের ক্ষতি করবেন না, দেশের সাধারণ জনগণের ক্ষতি হোক তা চাইবেন না, মানবিক মূল্যবোধ আপনার মাঝে জাগ্রত হবে। শুধু আত্মকেন্দ্রিক লোকগুলো সমাজের জন্য, দেশের জন্য, জনসাধারণের জন্য ক্ষতিকর। সবাইকে সমান দৃষ্টিতে দেখার যোগ্যতা না থাকলে কেউ কখনো সঠিক দিকনির্দেশনা দিতে পারে না। কারণ তাদের দৃষ্টিসীমানা তখন অনেক সংক্ষিপ্ত হয়ে পড়ে। বিচারবোধ-শক্তি হারিয়ে ফেলে। একমাত্র দেশপ্রেমই আপনাকে উদার করবে, আপনার সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।

আসুন দেশকে ভালবাসি, দেশের জন্য কাজ করি। দেশ কারো বাপদাদার সম্পত্তি নয়, দেশকে ভালবাসতে কোন রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই। কোন কিছু পরোয়া না করে, নির্দ্বিধায় দেশকে ভালবাসবেন। এরই নাম স্বাধীনতা।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সহমত।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১০

অজয় শীল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটি পোষ্ট।
আমার খুব পছন্দ হয়েছে।
পোষ্টে আপনি সব আমার মনের কথা গুলো লিখেছেন।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

অজয় শীল বলেছেন: "গ্রেড ম্যান থিঙ্কস এ লাইক"। আপনি আর আমি এক তাই মনের কথাগুলোও একই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.