নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মানবীয় গুণাবলী বিকশিত হোক, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের সম্মান নিয়ে বেচে থাকুক। বাঘ, ভাল্লুক, জন্তু-জানোয়ারের বিশেষণে যেন আর বিশেষায়িত না হয়। এ উদ্দেশ্যে আমার মিশন \"চরিত্র গঠন আন্দোলন\"।

অজয় শীল

অজয় শীল › বিস্তারিত পোস্টঃ

।। লুকিয়ে লুকিয়ে ভাল কাজ করুন, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে ।।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩




একটু ভাবুন তো, আপনি কখনো মানুষের অগোচরে, লুকিয়ে লুকিয়ে কোন ভাল কাজ করেছেন? যা মানুষের কল্যাণ বয়ে আনবে? আমরা কিন্তু আড়ালে অনেক মন্দ কাজ করি। যেমন সুন্দর কোন জায়গায় কেউ না দেখে মতো থুথু ফেলা, পানের পিক ফেলা, সিগারেটের শেষ অংশ যেখানে সেখানে ফেলা এসব হরহামেশাই আমরা মনের অজান্তেও করে থাকি। কিন্তু লুকিয়ে লুকিয়ে কোন ভাল বা জনকল্যাণ মূলক কাজ আমরা করি না বা খুব কম করি। লুকিয়ে লুকিয়ে ভাল কাজ করা মানে আপনি ভেতরে বাইরে সবখানে একই। এতে করে নিজের মধ্যে পারফেকশান প্রখর হবে, আত্মশ্রদ্ধা বাড়বে।

আমরা সব সময় পরিবেশকে দোষারোপ করি। খারাপ কোন কিছু ঘটতে দেখলে হয় তাকে এড়িয়ে চলি বা তাকে আরও উৎসাহ দেই যতক্ষণ না তা নিজের গায়ের উপর এসে না পড়ে। আর নিজের গায়ের উপর এসে যখন পড়বে তখন তা হয়ে উঠে ক্যান্সার। আর সারাবার অবকাশ থাকে না। থুথু উপরের দিকে ছিটলে নিজের গায়েই পড়ে। যেরূপ আজ একজনের অসম্মান বা অপমানকে আমরা নিজের অপমান মনে না করে সরে পড়ছি কাল সেই অপমানেই নিজেকে অপমানিত হতে হবে। কেউ বাঁচাতে আসবে না।

মন্দ ঘটনার সূত্রপাত যখন হয় তখন তা খুবই দুর্বল থাকে একটু সচেতন হলে অঙ্কুরেই বিনষ্ট করা যায়। কিন্তু আমাদের অবহেলায় মন্দ জিনিষটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে একসময় অপ্রতিরোধ্য হয়ে উঠে। যার জন্য দায়ী আমরা নিজেই।

সুতরাং সচেতন হোন। আপনার সমাজকে কিংবা পরিবারকে যদি কলঙ্কমুক্ত দেখতে চান আপনার চারপাশে ঘটে যাওয়া যত অনিয়ম শুরুতেই আপ্রাণ চেষ্টায় বিনষ্ট করে দিন। আপনার এ প্রচেষ্টায় হয়তো একজনের জীবন বাঁচবে, একজনের জীবন গঠনে সহায়ক হবে। এভাবে তিলতিল করে গড়ে তোলা সমাজ একদিন আপনাকে এক অনন্য অবস্থানে নিয়ে যাবে। কে জানে আপনিই হয়তো হয়ে উঠবেন ভবিষ্যৎ প্রজন্মের কোন এক মাহাতির কিংবা মাদার তেরেসা!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর পোস্ট। অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

অজয় শীল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমিও অনুপ্রাণিত।

২| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: মানুষের প্রতিটি কাজই নিয়তের ওপর নির্ভর করে। ভালো কাজের মূল্যায়ন তখনই পাওয়া যাবে যখন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

অজয় শীল বলেছেন: প্রত্যেক মানুষের উচিৎ ফলের প্রত্যাশা না করে কাজ করে যাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০

মোঃ ইকবাল ২৭ বলেছেন: এই দেশের মানুষ সচেতন হতে আরো ৫০ বছর লাগবে। তাও সন্দেহ আছে। বর্তমানে কারো ভূল কিছুতে বারন করলেও বিপদ ঘটে। যে সমাজে বেশির ভাগ লোকই নিজে অন্যায় করে, অন্যায়কে সমর্থন করে, সেখানে কোন ভাল সচেতন ব্যক্তি কথা বলতে পারবেন না।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

অজয় শীল বলেছেন: বর্তমান বিশ্বপরিস্থিতি মোটেও কল্যাণকর অবস্থানে নেই। আপনার কথা ঠিক আসলে এখন সকলে সবকিছু বুঝে। সকলেই জ্ঞানপাপী, জেনে-শুনে-দেখে-বুজে ভুল কাজটাই বেছে নেয়। এ অবস্থায় অন্যের ভালো চাওয়াটা বোকামী। যাইহোক, আমরা নিজেরাই অন্ততঃ চেষ্টা করি অনুকরণীয় হতে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.