নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ সৃষ্টি সুখের উল্লাসে...

নীল সঞ্চিতা

নীল সঞ্চিতা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কবি ও কবিতারা - ১

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১১

কবিতা পড়ার অভ্যাসটা খুব বেশিদিনের না। শৈশব, কৈশোর কেটেছে গল্প, উপন্যাসে ডুবে থেকে। কবিতায় কি মজা সেটা আবিস্কার করেছিলাম কলেজের শেষ দিকে এসে। কবিতা পড়াটা একরকমের নেশার মত হয়ে গিয়েছিল। প্রথম কবিতার বই কিনেছিলাম ভার্সিটিতে ঢোকার এক বছর পরে। ছাত্রাবস্থায় যখন তখন কবিতার বই কিনে ফেলাটা এক ধরনের বিলাসিতার মতই ছিল।

প্রথম কবিতার বই কেনার অভিজ্ঞতাটাও একটু মজার। যেহেতু আমি একাউন্টিং ডিপার্টমেন্ট এর ছাত্রী ছিলাম তাই পড়ার সুবিধার্থে আমার ‘ ইন্টারন্যাশানাল একাউন্টিং স্ট্যান্ডার্ডস্‌ (আইএএস)’ এর বই কেনাটা খুব জরুরী ছিল তখন। কিন্তু দামটা একটু বেশি থাকায় কিনতে পারছিলাম না। তাই প্রতি মাসের হাত খরচের টাকা থেকে জমাচ্ছিলাম কিনব বলে। এর মাঝেই একদিন আজিজ মার্কেটে গেলাম এক বন্ধুর সাথে ঘুরতে। বই এর দোকানে ঢুকেতো আমার মাথা খারাপ অবস্থা। যাই দেখি তাই কিনতে ইচ্ছে হয়। কিন্তু মানিব্যাগ তো আর সায় দেয়ার অবস্থায় নাই। ব্যাগে আছে আমার আইএএস এর বই কেনার টাকা। কয়েকবার বই এর দোকানে ঢুকলাম আর বের হলাম। কিনব কি কিনব না সেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না। দোকানের লোক গুলোও আমার দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। শেষ পর্যন্ত নিজের এই দোটানায় বিরক্ত হয়ে ভাবলাম ‘ধুর!, বেঁচে থাকলে পাঠ্য পুস্তক বহু কেনা যাবে। কিন্তু আমার এখন বই কিনতে পারার যে আনন্দ সেটা তো আর পাওয়া যাবে না।’ এই ভেবেই এতদিনের জমানো টাকা দিয়ে কিনে ফেললাম অনেকগুলো বই। তার মধ্যে ‘অনুপ্রাস’ নামে একটা কবিতা সংকলনের বই ছিল। সেই আমার প্রথম কবিতার বই। মনে আছে ঐ বই পড়তে পড়তে ত্যাক্ত বিরক্ত হয়ে গিয়েছিলাম।

প্রথম কেনা কবিতার বই এ অনেক কবিতাই নাড়া দিয়েছিল। তার মধ্যে একটা কবিতা ছিল সুবোধ সরকারের “শাড়ি”। যতবার পড়ি ততবার শরীর ঠান্ডা হয়ে যায়, চোখ ছলছল করে। এত অসাধারন কবিতা কিভাবে লিখে মানুষ আমি পড়তাম আর তাই ভাবতাম।

বিখ্যাত কবিতা অনেকেই পড়েছেন জানি। তবুও আমি কবিতাটা শেয়ার করবো, এই পোস্ট হল আমার প্রিয় কবিতা শেয়ার করার পোস্ট। তাহলে চলুন কবিতাটা পড়ি –

‘শাড়ি’
কবি- সুবোধ সরকার

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
এতো শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি।

আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের
হালকা নীল একটা কে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ
দ্বিতীয় থাকে রাখল সব গোলাপীদের
একটা গোলাপীকে জড়িয়ে সে বলল, ‘ তোর নাম অভিমান’
তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ
তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ ।
সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল
এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে ?

কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা
সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে, চাইনিজ খেতে ।
কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো
স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি
ওপর থেকে নীচে। নীচে নেমে ডান দিকে ।
যাকে বলে এল ।
পড়ে রইলো খাবার, চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উড়ছে ।
-এর নাম রাজনীতি, -বলেছিল পাড়ার লোকেরা ।

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে, সমস্ত শাড়ি বের করে
ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নীচের পৃথিবীতে ।
শাশুড়ি পড়িয়ে দিয়েছেন তাকে সাদা থান
উনিশ বছরের একটা মেয়ে সে একা ।

কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন, পাড়ার মোড়ে
একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, ‘বাঁচাও’
পেছনে তিনজন, সে কি উল্লাস, নির্বাক পাড়ার লোকেরা ।

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা….”

এই প্রথম সুবোধ সরকারকে পড়া। একে একে এর পর পড়েছি অনেক। শ্রেষ্ঠ কবিতার বইটা সংগ্রহ করতেও ভুল হয়নি। সব কবিতাতো দেয়া যাবে না তাই প্রিয় আরেকটা কবিতা দিয়ে শেষ করি।

‘রূপম’
কবি- সুবোধ সরকার

রূপমকে একটা চাকরি দিন—এম. এ পাস, বাবা নেই
আছে প্রেমিকা সে আর দু’-এক মাস দেখবে, তারপর
নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম
আজ চলি
তোমাকে মনে থাকবে চিরদিন
রূপমকে একটা চাকরি দিন, যে কোন কাজ
পিওনের কাজ হলেও চলবে।

তমালবাবু ফোন তুললেন, ফোনের অন্য প্রান্তে
যারা কথা বলেন
তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্জ্ঞেয়।
তমালবাবু মামাকে বললেন রুপমের একটা চাকরি দরকার
মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে,
জ্যাঠা বললেন
বাতাসকে।
মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে
প্রথমেই ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে
অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে
আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য
নদী এসে আছড়ে পড়ল
উপকূলে, আসমুদ্র হিমাচল বলে উঠল
রূপমকে একটা চাকরি দাও, এম. এ. পাশ করে বসে আছে ছেলেটা।

কয়েক মাস বাদের ঘটনা, আমি বাড়িফিরছিলাম সন্ধেবেলায়
গলির মোড়ে সাত-আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম
জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেডবডি
সারা গায়ে ঘাস, খরকুটো, হাতের মুঠোয়
ধরে থাকা একটা এক টাকার কয়েন।
পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল, রূপম?
ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ।

সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয়, অক্ষর
এম. এ. পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়
সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে।

একটা ছেলেকে কেন আপনারা এম. এ. পড়ান, কোন আহ্লাদে আটখানা
বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন
এই কথাগুলো বলব বলে ফোন তুললাম পবিত্র সরকারের
ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল
২০ বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরো কুড়ি বছর বাজবে।

বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে
নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল :
রূপমকে একটা চাকরি দিন।
কে রূপম?
রূপম আচার্য, বয়স ২৬, এম. এ. পাস
বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

এহসান সাবির বলেছেন: হ্যাপি ব্লগিং।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

নীল সঞ্চিতা বলেছেন: অনেক ধন্যবাদ :)

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! স্বাচ্ছন্দ্যময় হোক এখানে আপনার পদচারণা।
দুটো কবিতাই খুব ভালো লেগেছে, সাথে কবিতার বই কেনার গল্পটিও।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

নীল সঞ্চিতা বলেছেন: ধন্যবাদ জানাই।
শুভ রাত্রি।

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা আমারও খুব প্রিয়।প্রতিনিয়তই পাঠ করি।এ কবিতাগুলোই কবি নির্মম বাস্তবতাকে দারুণ শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছেন।সুবোধ সরকার আমারও প্রিয় কবিদের মাঝে একজন।
কবিতাগুলো মানবমনকে বেশ আলোড়িত করে।অনেক ধন্যবাদ আপনাকে।শুভ ব্লগিং।
ভালো থাকুন অনন্তকাল

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

নীল সঞ্চিতা বলেছেন: হুম। কবিতা গুলো মনকে নাড়া দিয়ে যায়।
ভাল থাকবেন।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

নীলসাধু বলেছেন: কবি সুবোধ সরকারের রুপক কবিতাটি পড়া ছিলনা। আজই পড়লাম।
আহা কবিতা কি কি জীবনের কথা নয়? একেবারেই আলাদা করে তুলে আনা
ভিন্নভাবে দেখার নামই কি কবিতা নয়?
কবিতা এমনই
সহজ করে গভীর কোন কথা বলা।


ভাল থাকবেন নীল সঞ্চিতা। কবিতার প্রতি ভালবাসার কথা জানা হল আরো একবার।


২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

নীল সঞ্চিতা বলেছেন: হুম, কবিতা অল্প কথায় কত কিছু বলে দিতে পারে!
ভাল থাকবেন।
শুভ সন্ধ্যা।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

নীলসাধু বলেছেন: শুভ সন্ধ্যা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.