![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
কালবেলার জন্মদিন.......।
এক সময় কালবেলার কিছু অবসরে মাঝে মাঝে লেখা দিয়ে যেতো এই ব্লগে। এখন ও দেয় তবে খুবই কম। ওর জন্মদিনে অনেক অনেক শুভকামনা । ওর দিন গুলো চাওয়ার মত সুন্দর কাটুক।
(অনেক ভালো থাকিস। দিন গুলো কাটুক তোর ইচ্ছেতে সাজিয়ে।
মনে আছে আমার জন্মদিনে তুই একটা পোষ্ট দিয়েছিলি বারোটা বাজার ঠিক এক মিনিট আগে।আমি প্রায় ৩৫ মিনিট আগে পোষ্ট করলাম। দেখতে পাচ্ছি তুই অন লাইনে। যদি চলে যাস তাই। )
জন্মদিন প্রত্যুৎপন্নমতিত্ব'র ও.....।যার লেখা," আমার মায়ের সাতটি মিথ্যা কথা" সবার মনে আছে। টুটুলকে বলছি, লেখা গুলোতে আমাদের ও অধিকার ছিলো। অনেক শুভেচ্ছা থাকলো টুটুল।
কালবেলার লেখা আমার একটা খুব প্রিয় কবিতা দিলাম।
বাড়ির নাম ‘কালবেলা’
২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৩
মনের মাধুরি মিশিয়ে
চোখের সাধ্ মিটিয়ে
বুকের কাব্য জড়িয়ে
মেঘের বৃষ্টি ঝরিয়ে
শিউলির গন্ধ ছড়িয়ে
স্মৃতির নুপুর পড়িয়ে
আমি বানাবো সে বাড়ি।
আসবে কখনও?
সহসা চিনবে না জানি।
তোমার ইদানীংকালের চেনাজানা হাটা পথেই পড়বে বাড়িটা
বিনে পয়সায় পেয়েগেছি জায়গাটা।
অনেকেই এসে বসত করছে সেখানে
না না ঘর হয়ত বাঁধছে না
তবে থেকে যাচ্ছে বা রেখে যাচ্ছে একটা বাংলো বাগান বাড়ি
মাঝে মাঝে এসে হাফ ছেড়ে যায়।
আমি সেখানেই আছি
এসব জায়গায় যদি কোনদিন এসেই পড়
যদি কোন দিন ঢুকেই পড় সেই বাড়িতে
অবাক হবে তুমি !
দেখবে কত কি দিয়ে সাজিয়েছি আমি!
না বলে দিলেও
ড্রয়িং রুমে দেখতে পাবে সেই গাছটা
আজো অমলিন
যার নিচে বসা তোমার আমার ছবি তুলে দিয়েছিল রাখাল ছেলেটা?
কোন দিন ক্যামেরা ধরেনি
ডিজিটাল ক্যামেরাটা ধরতে তার কত আপত্তি!!
তবুও ছবিটা কত মিষ্টি উঠেছিল না?
ঐ দেখ, ঐ দিকে দেখ-
না না এক্যুরিয়াম নয়
ওটা সেই নদীটা
দুজন নৌকা ভ্রমন? হা…হা……মাঝিটাও বেস রসিক ছিল।
নদীতে যে পানি দেখছ- ওগুলো তোমার কান্না,
হুঁ হুঁ গত পাঁচটা বছর ধরে ঘুরে ঘুরে কুড়িয়ে এনেছি!
এদিকে এসো , দেখো-বুক শেলফ জুড়ে
তোমার অভিমানগুলো,
তোমার আদরগুলো
তোমার ভালোবাসাগুলো
তোমার অপেক্ষাগুলো
তোমার বিনীদ্র প্রহরগুলো
তোমার চিঠিগুলো
তোমার হাসিগুলো
তোমার ছোঁয়াগুলো
তোমার আব্দারগুলো
তোমার বাক্যগুলো,শব্দগুলো
সময়গুলো,বকুনিগুলো…………আরো কত কি!
উপরে তাকাও- না না ফ্যান নয়
ওগুলো তোমার ওড়না নয়ত আঁচল
যে ঘরে যেটা ম্যাচ করেছে আর কি!
যাই হোক, কেমন হচ্ছে বলো ?
সবটা নিজে নিজে ঘুরে ঘুরে দেখো কিন্তু।যদিও এখনো অনেক কিছুই বাকি।
এখনো ইলেক্ট্রিসিটি নেই নি
বলবে চলছি কি দিয়ে?
এদিকে এস্,ঐ যে দেখ
তোমার ফেলে আসা চোখ দুটো
কুড়িয়ে এনেছি,
যখন সূর্য ডুবে নামে সন্ধ্যা
সন্ধ্যা ঘনিয়ে বসে প্রহর
প্রহর পেরিয়ে চলে সুব্হেসা’দেক ,
অথবা অমাবস্যার ঘুটঘুট্টি অন্ধকার
ঘন দেয়া বরষায় চারিদিক ছাই
শৈত্য প্রাবাহের সূর্যহীন দিন
অনাবিল
ঐ দুটো চোখ,
আমায় আলো দিয়ে যায়
নিরন্তর………।বাড়ির নাম ‘কালবেলা’।
(পুনশ্চঃ মিলটন আর ইমন জন্মদিনের পোষ্ট গুলো দিয়ে কি যে দারুণ একটা কাজ করে আসছে। আজ আমি দিলাম । এই দুই জন আসে না তাই শুভেচ্ছা জানাতে ইচ্ছা করলো। )
২| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩২
চাঁদ বলেছেন: দুইজনকে জন্মদিনের শুভেচ্চা জানাই।
৩| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৩
কাল্বেলা বলেছেন:
হা...হা...ধন্যবাদ সাজি'বু, আমার প্রিয় বুবু। তোমার মনে আছে দেখি।
৪| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৩
চিকনমিয়া বলেছেন: দুইনজরেই হেপি বাড্ডে
৫| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৪
কণা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা কালবেলা ও প্রত্যুৎপন্নমতিত্বকে...
আপনাকেও শুভেচ্ছা আপু... +
৬| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৭
চাচামিঞা বলেছেন: দুইজনকেই জন্ম দিনের শুভেচ্ছা!
৭| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৯
আমি ও আমরা বলেছেন: শুভ জন্মদিন- এই দিন চিরদিন হোক শুভ দিন।
৮| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
কাল্বেলা বলেছেন:
আমার জন্ম যে বছর সেই বছরের এই দিন রাত ২টার সময় ভুমিষ্ট হয়েছিলাম। মায়ের মুখে শোনা। সেই রাত পেরিয়ে পরের দিনই নাকি ছিল ঈদ। এই গল্প শোনার সময় মা'কে বলেছিলাম -" ঈস্ আমি তোমাদের ঈদটাই মাটি করে দিয়েছিলাম না মা"? মা বললেন- " কি বলে গাধা ছেলে । এতো বরং আরো আনন্দের ব্যাপার ছিল। সবার অনেক কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু সবার মুখ হাসি করেই তোর জন্ম হয়েছে"।
শুনেছি, নানু আমাকে প্রথম কোলে নিয়েছিলেন পেপারে (সংবাদপত্র) মুড়ে নিয়ে। হা...হা...। এতে নাকি ছেলে বিদ্যান হবে। আমার নানীর বাড়িতেই আমার জন্ম হয়েছিল।
নানা আমার নাম রাখতে চেয়েছিলেন সাব্বির। সেটা পরে আর রাখা হয়নি।
দাদার দেয়া নামই শেষ পর্যন্ত রাখা হয়েছিল। মোঃ খালেকুজ্জামান সরকার। পরে অবশ্য এই নামও বদলে গেছে। সেই নাম আর নাই বা বললাম। তারও অনেক অনেক পরে নিজের নাম নিজেই নিয়েছি। "কালবেলা"। হা...হা...।
ধন্যবাদ আবারো সাজি'বু কে।
জন্মদিনের শুভেচ্ছা প্রত্যুতপন্নমতিকে ও। আমরা একই দিনে পৃথিবীতে এসেছিলাম, ভাবতে কেমন গা শির শির করে।
৯| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৫
বিবর্তনবাদী বলেছেন: উভয়কে জন্মদিনের শুভেচ্ছা।
১০| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬
আন্ধার রাত বলেছেন:
২জনকে শুভেচ্ছা।
হায় আমার জন্মদিন ৫ই আগস্ট চলে গেল কেউ টু শব্দটি করলোনা, কবিতা তো অনেক পরের ব্যাপার
১১| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬
চিকনমিয়া বলেছেন: আবার শুবেচ্চা
১২| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮
ইউনুস খান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো দুইজনের প্রতিই।
সাজিপুকে ধন্যবাদ আমাদের কে জানানোর জন্য।
১৩| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৬
তামিম ইরফান বলেছেন: কালবেলা ও প্রত্যুতপন্নমতি দু'জনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা.........
১৪| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৭
ফারহান দাউদ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা কালবেলা ও প্রত্যুৎপন্নমতিত্বকে...
১৫| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
রাশেদ বলেছেন: কালবেলা ভাইরে শুভেচ্ছা, উনি তো ডুমুরের ফুল হয়ে গেছেন!
প্রত্যু ভাইকেও শুভেচ্ছা, ভালো থাকুন আপনি।
সবশেষে সাজিপুকেও ধন্যবাদ পোস্টের জন্য।
১৬| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২
চিটি (হামিদা রহমান) বলেছেন: কালবেলা যে!!! জন্মদিনের শুভেচ্ছা
প্রত্যুৎপন্নমতিত্বকেও শুভেচ্ছা ।
আপনাদের সময় অনেক ভালো কাটুক।
১৭| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৪
নুরুন্নবী হাছিব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা কালবেলা এবং প্রত্যুৎপন্নমতিত্ব কে....
১৮| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
রাতমজুর বলেছেন: কালবেলা আর প্রত্যুৎপন্নমতিত্বকে শুভেচ্ছা।
১৯| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা কালবেলা ও প্রত্যুৎপন্নমতিত্বকে।
প্রত্যুৎপন্নমতিত্বকে মিস করি।
২০| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৪
শফিউল আলম ইমন বলেছেন: কালবেলা ও টুটুল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
সাজিপু কালবেলার লেখা কবিতাটা শেয়ার করার জন্য ধন্যবাদ। চমৎকার সুন্দর কবিতা।
ভালো লাগল।
ভালো থেকো তুমি।
২১| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৫
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
কালবেলা আর প্রত্যুৎপন্নমতিত্ব কে অনেক অনেক শুভেচ্ছা!
২২| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৩
মিলটন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা কালবেলা ও মরহুম প্রত্যুৎপন্নমতিত্বকে
সাজি আপনাকেও ধন্যবাদ।
২৩| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৬
আবু সালেহ বলেছেন:
শুভ জন্মদিন কালবেলা এবং প্রতু ভাই কে......
প্রতু ভাই কই গেলা ???দেখা যায় না কেন??
২৪| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৫
লিপিকার বলেছেন: শুভ জন্মদিন কালবেলা
শুভ জন্মদিন প্রত্যুতপন্নমতিত্ব
...........
নিন কেক খান....
২৫| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: সবাইকে অনেক অনেক ধন্যবাদ.............
কালবেলা আজকে ব্লগে বসে আছে জন্মদিনে।
প্রত্যু মনে হয় মশার কামড় খায়.......
২৬| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:০১
আরিফ জেবতিক বলেছেন: প্রত্যুকে শুভেচ্ছা । কালবেলাকে অভিনন্দন ।
২৭| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:১২
একরামুল হক শামীম বলেছেন:
শুভ জন্মদিন কালবেলা ভাই
শুভ জন্মদিন প্রত্যুতপন্নমতিত্ব ভাই
২৮| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩০
অরুনাভ বলেছেন: শুভ জন্মদিন কালবেলা এবং প্রত্যুতপন্নমতিত্ব ..........
২৯| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভ জন্মদিন কালবেলা এবং প্রত্যুতপন্নমতিত্ব ..........
শুভেচ্ছা আপনাকেও
৩০| ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৯
উত্তরাধিকার বলেছেন:
সাজি আপু,
ম্যালা ধন্যবাদ তোমায়।
ওস্তাদ এই কারনেই আজ সেজে গুজে ব্লগে বসে ছিল।
এমন খুশীর দিনে কি ভয়ংকর একটা কবিতা লিখছে দেখেছো।
ওকে সময় সময়ে বুঝিয়ে দিও।
আজকের শুভদিনের অপর নায়ক প্রতু' দা কেও অনেক অনেক শুভেচ্ছা।
৩১| ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৭
অদ্ভুত আঁধার এক বলেছেন: কালবেলা আর প্রত্যুৎপন্নমতিত্ব কে অনেক অনেক শুভেচ্ছা!
৩২| ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ঠিক বলছো উত্তরাধিকার...........।পোষ্ট টা না দিলে বন্দুকের নলা কপালে ছিলো মনে হয়।...........।কি বলো?
সাজ গোজ মানে সাজ গোজ?
আর প্রত্যুর কথা কি বলি........ফোন বিজি।বিজি।(কত কথা বলে রে)
সবার জন্য শুভেচ্ছা আবার।
৩৩| ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৩
কুম্ভকর্ণ বলেছেন: অনেক শুভেচ্ছা দুজনকেই।
৩৪| ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৫১
চাঙ্কু বলেছেন: দুইজনকেই জন্মদিনের শুভেচ্চা
৩৫| ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৪
তারার হাসি বলেছেন: শুভ জন্মদিন, আপনাদের জীবনে কাটুক আনন্দে।
৩৬| ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৬
বুলবুল আহমেদ পান্না বলেছেন: দুইডারেই শুভেচ্ছা............
৩৭| ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৭
কাল্বেলা বলেছেন:
এখানে যাঁরা আমাকে এবং প্রতু কে শুভ কামনা জানালেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা।
৩৮| ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৩
~টক্স~ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল দু'জনের জন্যই।
৩৯| ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
শেখ রহিম বলেছেন:
জন্মদিনে
কালবেলা আর প্রত্যুৎপন্নমতিত্বকে শুভেচ্ছা। হাজার বছর বেঁচে থাকুন সবাই।
শুভেচ্ছা আপনাকেও সাজি'পু।
৪০| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৪
দূরন্ত বলেছেন: কালবেলা আর প্রত্যুৎপন্নমতিত্বকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা....
সেই সঙ্গে সাজিআপুকেও ধন্যবাদ।
৪১| ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:১১
দোলাহাসান বলেছেন: কাল্বেলা ও প্রত্যুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
খবরটা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল বলে আন্তরিক ভাবে দুঃখিত
ভাল থাকুন
৪২| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বেবাক্তেরে অশেষ অশেষ ধইন্নাপাতা... পুরা ক্ষেত দিলাম... যার যা লাগে তুইল্লা লন..
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩০
বিবেক সত্যি বলেছেন: দুইজনের জন্যই রইলো অনেক শুভেচ্ছা... আগামী সময়গুলো ভালো কাটুক...