![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
যে শূন্যতার কথা বলে মানুষ।
তা কি শুধু শূন্যই আসলে?
দু'চোখের অবসাদ জাগে সকালের স্বপ্ন।
এক একটা রাতের স্বপ্নে গল্প থাকে।
কোন রাতে নদী।
কোন রাতে পাহাড়।
এক রাতে নক্ষত্রের বৃষ্টি দেখেছিলাম ।
ছুটে যাওয়া তারার দিকে তাকিয়ে
বলতে হয় সংগোপন ইচ্ছে।
তাই হাতজুড়ে প্রার্থনায় সাজাই ইচ্ছেদের।
ছেলেবেলায় এক বাঁশের ঝাঁপিতে জমাতাম পুরানো কলম।
আর চুইংগামের বাহারী কাগজ।
শুকনো পাতারা আমার ডাইরীর পাতায়
ঘুমিয়ে থাকতো।
ওদের শিরায় শিরায়
কত দুঃখ।
কত সুখ জমা থাকতো!
যেখানে লেবুপাতা ছিলো
একটা কালো কাঠবিড়ালী এঁকেছিলাম সেখানে ।
তখনো আমি কোন কাঠবিড়ালী দেখিনি নিজের চোখে!
একবার ময়ূর আঁকতে গিয়ে
এঁকেছিলাম চিল।
উড়তে উড়তে সেই চিল চলে গিয়েছিলো নৈনিতাল!
যেই কাঠের ব্রীজটার উপর দাঁড়িয়ে
হিমালয়ের চূড়া দেখা।
সেখান থেকেই মনে মনে উড়তে শেখা।
বলাইদার দোকানে যেতাম কাঠির লজেন্স আর হজমীদানার লোভে।
ঘুরতে ঘুরতে পৌছে যেতাম
পরিত্যক্ত পুরাতন গির্জার সেলাই ঘর।
মরিয়মের কোলে যীশুর ছবির সামনে গিয়ে রেখে এসেছি
কত ঘাসফুল। আর যীশুর জন্য কাঠি লজেন্স।
কালীবাড়িতে পূজাতে ফ্রকের পকেট ভারী হলে
চলে যেতাম হাসপাতালের মাঠে!
সেখানে বন্ধুদের সাথে হতো বাতাসা ভাগাভাগির দুপুর।
এভাবেই শূন্য
পূর্ণ হয়ে যেতো। আজো হয়।
মা বলেন,"দূর বলে কিছু নেই।
সবটাই কাছের।"
দুচোখ বুঁজে তাই অনায়াসে ঘুরে আসি প্রিয় সব জায়গায়
আর ছুঁয়ে আসি প্রিয় মানুষদের।
নিজের অভ্যাসে!
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সবাই তাই হয় মনেহয়।
শুভকামনা রাজসোহান........
২| ১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪৯
শ।মসীর বলেছেন: শুন্য বলে আসলে কিছু নেই, পৃথিবী শুন্যতা ভালবাসেনা, কিছু না পেলে শেষে বিষাদ-বিষন্নতা শুন্যতাকে ভরিয়ে তোলে !!!
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শূন্য বলে কিছু নেই আসলে.......ভাবার্থে।
অংকের কথা আলাদা........
খুব সুন্দর ছবিটা শামসীর যাযাবর.....।
অনেক শুভকামনা।
৩| ১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫৪
আশাবাদী মানুষ বলেছেন: আপনার শৈশব খুবই আনন্দের ছিল। চমৎকার পরিপূর্ণ ।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক শুভকামনা আশাবাদী মানুষ!
৪| ১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫৯
শ।মসীর বলেছেন: দুচোখ বুঁজে তাই অনায়াসে ঘুরে আসি প্রিয় সব জায়গায়
আর ছুঁয়ে আসি প্রিয় মানুষদের।
নিজের অভ্যাসে ..........................আমার খুব প্রিয় একটা কাজ :
)
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মিলে গেলো তাহলে কারো সাথে।
ভালো থেকো।
৫| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০২
জামিনদার বলেছেন: চমৎকার ভাল লাগল।
দুটি কবিতার মাঝখানের শূন্যতা আরেকটু কমালে পাঠক উপকৃত হয়।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ........
কবিতার মাঝে শূন্যতাটুকু দরকার ছিলো...
তবু ভাববো পরে।যদি কমানো যায়......
শুভেচ্ছা।
৬| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৪
আহসান জামান বলেছেন: ভালো লাগলো, ভালো থাকবেন।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপনিও ভালো থাকবেন আহসান....শুভেচ্ছা ।
৭| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৯
মুখ ও মুখোশ বলেছেন: যে শূন্যতার কথা বলে মানুষ।
তা কি শুধু শূন্যই আসলে?
শূন্যতা শুধুই শূন্যতা নয়, শূন্যতার উপর ভিত্তি করেই তৈরী সব.......সবকিছু কিন্তু একক ভাবে প্রকাশ হয়না এর ভেল্যয়েশান, অন্যের উপস্হিতিতেই আসে শূন্যতার পূর্ণতা...............
অপুর্ব, খুব সুন্দর। ভাল লাগল বরাবরের মতই।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
হয়তো তোমার কথা ঠিক......
মনটা মাঝে মাঝে কেমন ধূ ধূ মরুভূমির মতন হয়ে যায়।
লিখতে পারিনা।পড়তে পারিনা।
তখন শূন্যতার কথা মনে হয়........
আর তখুনি
মার কথা ভাবি...............মায়ের বলা কথাগুলো ম্যাজিক ঘটায়।
অনেক শুভকামনা.......
সবসময় এমন করে ভালো করে দেখতে পারাটা দারুণ ব্যাপার।
৮| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৪
পানকৌড়ি বলেছেন: +++++++
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর........পানকৌড়ি......
দেখে ভালো লাগলো.......
শুভকামনা।
৯| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৫
মুন্না_৯৭ বলেছেন: কবিতা ভালো লেগেছে.....
আপনাকে আন্তরিক ভাবে ২টা মাইনাচ দেওয়া হইলো (-X-)..
ভালো থাকবেন...
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালোলাগাটুকু সুখি করে.............
মাইনাস ভালো লাগেনা..........কোনকিছুতেই।
এখানেও........মন খারাপ হয়ে যায়।
ভালো থাকবেন।
শুভকামনা।
১০| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২২
দুখী মানব বলেছেন: প্রকৃতি শূন্যতা পছন্দ করে না....
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মানুষ ও!
................আমিও।
এবং মনে হয়
সবাই...............
শুভেচ্ছা।
১১| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৩
মেহেদী ইকবাল রমি বলেছেন: নষ্টালজিয়া...।
খুব ভালো লাগলো। কেমন আছেন সাজি।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নষ্টালজিয়া..........
.....................পিছু ছাড়েনা।
কেমন আছেন রমি?
অনেকদিন পর।
আমি আছি ........ভালো থাকার প্রার্থনায়।
১২| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: সাজি পুরানো স্মৃতি শুধু ভাবায়। ভিতরে রক্তক্ষরণ
কবিতা পড়ে আর বলার কিছু নেই। কেমন আছো?
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমি আছি চিটি ,যেমন থাকি।
পুরানো দিন নিয়ে একটা উপন্যাস লেখার পরিকল্পনা করছি।কি বলো ?
কেমন হয়?
বুঝলে কেমন করে যেনো সবকিছু মনে পড়ে যায়.....সব।
বাসার বারান্দায় একটা বড় চেয়ার ছিলো।যেখানে গুটি শুটি মেরে কত দুপুরের ঘুম।
সেই চেয়ারটা মনে পড়ে............
আরো কত কি!
আর মানুষগুলো..........কি করে লিখি চিটি?
চোখ ভেসে যায়......
আব্বাকে খুব খুব মনে পড়ে।
ভালো থেকো।
শুভেচ্ছা।
(কাল আমার বন্ধুটা আসছে আমার এখানে।তোমার শহর থেকে।
থাকবে বেশ কদিন।ফোন করো।)
১৩| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৭
অন্ধ আগন্তুক বলেছেন: এভাবেই শূন্য
পূর্ণ হয়ে যেতো। আজো হয়।
হয়তো ...... !
চমৎকার কবিতা সাজি।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
হয়তো!
ঠিক বলেছেন আগন্তুক!
হয়তো !
সম্ভাবনাটুকুই সব............
ভালো থাকবেন।শুভকামনা।
১৪| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৮
জামিনদার বলেছেন: এক একটা রাতের স্বপ্নে গল্প থাকে।
কোন রাতে নদী।
কোন রাতে পাহাড়।
এক রাতে নক্ষত্রের বৃষ্টি দেখেছিলাম ।
ছুটে যাওয়া তারার দিকে তাকিয়ে
বলতে হয় সংগোপন ইচ্ছে।
So Nice.........
খুবই ভালো লাগলো
এগিয়ে যান আপনার সুন্দর লেখা নিয়ে।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ আবার পড়ার জন্য........
ভালো থাকবেন
১৫| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ছেলেবেলায় এক বাঁশের ঝাঁপিতে জমাতাম পুরানো কলম।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এবং কত শুকনো পাতা.......
১৬| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: যেখানে লেবুপাতা ছিলো
একটা কালো কাঠবিড়ালী এঁকেছিলাম সেখানে ।
তখনো আমি কোন কাঠবিড়ালী দেখিনি নিজের চোখে!
একবার ময়ূর আঁকতে গিয়ে
এঁকেছিলাম চিল।
উড়তে উড়তে সেই চিল চলে গিয়েছিলো নৈনিতাল!
১৭| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: অদ্ভুত সুন্দর।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কখনো কাঠবিড়ালীর ছবি একেছেন নৈঃশব্দ্য?
শুভেচ্ছা............
১৮| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৯
শিরীষ বলেছেন: আপনার কবিতায় যে মসৃণতার উদ্ভাস, সহজিয়া বোলচাল, নস্টালজিয়ার সুগোপন ডাক, আন্তরিকতা, সততা আর ইনোসেন্স ধরা দেয় তা যেন পুরোপুরি আপনাকেই প্রকাশ করে। কী অদ্ভুত কবিতা এটি! শুভ দুপুর সাজি।
১৫ ই জুলাই, ২০১০ রাত ৮:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
একদম শিরীষীয় মন্তব্য...........
একসময় পড়ার কারনে কবিতা পড়ে কবিকে নিয়ে লিখতাম।
আমি খুব ঋণী এত সুন্দর সব মন্তব্য পেয়ে...........আপনারাই আমার লেখার শক্তি.........
............
কবিতাটা লিখেছি ব্লগে বসেই।
একটু অতৃপ্তি আছে.....আমি খাতার কাগজে প্রথম লিখি।
নাহলে স্বস্তি হয়না।
আপনার লেখাটা পড়েছি......
আসছি।
অনেক শুভকামনা।
শুভ রাত্রি.....নিরন্তর শুভেচ্ছা।
১৯| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৮
বীনা বলেছেন: ................ দুর থেকে দেখা বিস্তীর্ণ ধূসর দিগন্ত............... আদি-অন্ত কেবল এক মর্মগ্রাহী শুণ্যতা............. একজোড়া চোখে অনেক না পাওয়া একটি হৃদয়ের নীরব বেদনায় তৃষ্ণার অনুভূমি..................... কোথায় পূর্ণতার সৌধচূড়া.................... একদিন উঠে দাঁড়াব বলে কি আজ এই শূণ্যতার বিজয়ী গান?.......................
মুগ্ধ-মগ্ন ভাললাগা আপনার জন্য......... ভাল থাকবেন।
১৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
বীনা,কেমন আছেন?
এত সুন্দর করে দেখতে পারা..........খুব সুন্দর।
ভালো থাকবেন.....
শুভেচ্ছা।
২০| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৫
অমিত চক্রবর্তী বলেছেন: কিছু কবিতা তৃষ্ণা কমায় না, আরো বাড়িয়ে দেয় ভয়ঙ্কর ভাবে।
অসাধারণ!
১৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অমিত ঋণী শব্দটাই মনে আসছে আজ............
শুভকামনা।
২১| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৫
রেজোওয়ানা বলেছেন: কি স্নিগ্ধ, সুন্দর.........
১৫ ই জুলাই, ২০১০ রাত ৯:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
রেজোওয়ানা................
অনেক শুভকামনা রইলো।
২২| ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৬
হাসান মাহবুব বলেছেন: মায়া মায়া নস্টালজিয়া। খুব ভালো লাগলো সাজি আপা।
১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মায়া শব্দটাতেই যাদু আছে............
অনেক ভালো থেকো হাসান...........
শুভকামনা
২৩| ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভালো লাগলো। +
১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক শুভকামনা.......
২৪| ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৪
সুরঞ্জনা বলেছেন: এমনি করেই আমার অব্যাক্ত কথাগুলো তুমি বলে ফেলো বলেইতো আজো কিছুই আমার লেখা হলোনা। পুরনো দিনের উপন্যাসটা লিখা শুরু করো সাজিমনি মাঝে মাঝে স্মৃতিগুলো কে উসকে দিবো নাহয়। অনেক করে ভালো থেকো।
১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপু তুমি কত সুন্দর করে লিখছো .........লিখতে থাকো।
হ্যা একটা লেখা শুরু করার ভাবনা মাথায় ঘুরছে।
দোয়া কোর।
অনেক ভালো থেকো।
অনেক।
২৫| ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫৭
চতুষ্কোণ বলেছেন: দুচোখ বুঁজে তাই অনায়াসে ঘুরে আসি প্রিয় সব জায়গায়
আর ছুঁয়ে আসি প্রিয় মানুষদের।
নিজের অভ্যাসে!
সরল আর মায়াময় কবিতা! অনেক অনেক ভালোলাগা....
১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ভালো থেকো......
ব্লগে বসা হচ্ছে না তেমন....তোমাদের অনেক বাড়িতে লেখা জমে আছে .......।
আসবো সময় করে।
শুভকামনা।
২৬| ১৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৪
স্বদেশ হাসনাইন বলেছেন:
রাজি, আপনার এই কবিতাট অসাধারণ হয়েছে। ডিটেইলিং মুগ্ধ করেছে। পড়তে পড়তে নিজের হয়ে গেছে। স্মৃতি নিয়ে অবশ্যই আরো উপন্যাসটা লিখতে থাকবেন।
কখনো আমার মনে হয়েছে, স্মৃতিটা যেন একমুখী রেলগাড়ি। শূন্যতা সেই রেলগাড়ির চাকা। শূন্যতাকে ভালবেসে দেখেছিলাম। বর্তুলের মত প্রতিসম মনে হতো। না বুঝে অন্ধকারে তাকে পত্র লিখেছিলাম।
কিন্তু শূন্যতা নিরপেক্ষতা হারিয়েছিল বেশ আগেই।অনন্ত নদীর স্রোতে কাগজের কিস্তিটা ভেসে যাচ্ছিল, শিশুটা তখন চিৎকার করেছে, কিস্তিটার সঙ্গে তার খেলা শেষ হয়নি। বাস্তবতার পাহাড়ে, ভালবাসার সুড়ঙ্গে নদীটা ঢুকে গেলে সেই শিশুটা হয়ে গেল আজকের কলমপেষা চাকুরে। শূন্যতা বরাবরই দেখেছে, যেন হাতগুটানো "ভক্তিখোর" ঈশ্বর।
---
স্মৃতিতে ফিরে গিয়েছিলাম / অনেক মিল পেলাম
Click This Link
১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
স্মৃতিটা আসলেই রেলগাড়ি।
.........আপনার কমেন্ট টা এত সুন্দর।একটা লেখা শুরু হতে পারে এভাবেই....
শিশুটাকে অনুভব করলাম।
মানুষের অন্তরের শিশুটা সারাজীবন একই রয়ে যায়......তাই যতবার সুযোগ পায়,ফিরে যায় শৈশবে ,কৈশোরের স্মৃতিতে........
আর সত্যি যদি ফিরে পাওয়া যেতো আমরা সবাই ফিরে পেতে চাইতাম ..........আমাদের সোনালী ছেলেবেলার দিন।
আপনার লেখাটা পড়ে এসেছি।
খুব খুব ভালো হয়েছে..
শুভকামনা।
২৭| ১৫ ই জুলাই, ২০১০ রাত ৮:০৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
নষ্টালজিয়া!!
অপুর্ব!! খুব ভাল লাগলো!!
১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভকামনা ফাহাদ.........
নষ্টালজিয়া!
ঠিক.......
২৮| ১৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৫২
নৈশচারী বলেছেন: এক একটা রাতের স্বপ্নে গল্প থাকে।
কোন রাতে নদী।
কোন রাতে পাহাড়।
এক রাতে নক্ষত্রের বৃষ্টি দেখেছিলাম ।
ছুটে যাওয়া তারার দিকে তাকিয়ে
বলতে হয় সংগোপন ইচ্ছে।
তাই হাতজুড়ে প্রার্থনায় সাজাই ইচ্ছেদের।
কি অদ্ভুত সুন্দর একটা কবিতা! রঙিন স্মৃতির জলছবি! অসাধারণ........
১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
স্মৃতিরা সাদাকালো হয় কারো কারো কাছে.....।
আমার কাছে চির রঙিন।
শুভেচ্ছা নৈশচারী।
২৯| ১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:১১
ভালো মেয়ে বলেছেন: দারুন লিখেছেন...+++
১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ ভালো মেয়ে।
ছবিটা খুব সুন্দর................
৩০| ১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:৪১
শূণ্য উপত্যকা বলেছেন: শূণ্যতায় শূণ্য উপত্যকা এসে পরেছে।
লেখাপাঠে মুগ্ধ+++++
১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:১১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তাইতো আনন্দ.........
শুভকামনা শূণ্য.........
৩১| ১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:৪৯
বনছায়া বলেছেন: কবিতা ভাল লাগলো। নতুনের বনছায়াতে স্বাগতম।
১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আসবো বনছায়াতে........
শুভকামনা।
৩২| ১৫ ই জুলাই, ২০১০ রাত ১০:৫৮
রোবোট বলেছেন: কপ্রকের কার্যক্রম শুরু করতে হবে।
১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:১৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভাবছি রোবোটদের নিয়ে কবিতা লিখতে হবে ..........(ঘুষ)
তবু যদি প্রতিবাদ প্রতিরোধ কমে........
আর কবিতা যে ভালোবাসেন না........তার কিছু কারন তো থাকা চাই।
ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো।
৩৩| ১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:১৮
সায়েম মুন বলেছেন: a jeno proshantir kabbo!!
(Bangla aslona )
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আজকাল কত কি যে হচ্ছে।
বাংলা না আসলে ,সাইন আউট করে আবার সাইন ইন করলে কাজ হয়।
ভালো থেকো সায়েম।
৩৪| ১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৬
রোবোট বলেছেন: কবিতা ভালোবাসি না কে বললো, কবিতা বুঝি না।
পারলে একবার আমার শেষ পোস্টে যাবেন।
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপনার পোষ্ট ঘুরে এসেছি........
আশাকরি কিছু করার চেস্টা করবো।
ভালো থাকবেন।
আসবেন............আমাদের জীবনে কবিতা,গল্প সবি দরকার আছে।
কবিতা না থাকলে গান হবে কি করে?
আর গান তো আমাদের জীবনে খুব বড় এক অংশ জুড়ে আছে।
শুভাকামনা........
৩৫| ১৬ ই জুলাই, ২০১০ রাত ২:৫৬
আকাশ অম্বর বলেছেন: নস্টালজিয়া। পরিপূর্ণ শূন্যতা।
শুভরাত্রি।
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নষ্টালজিয়া........
শুভরাত্রি.........আকাশ।
৩৬| ১৬ ই জুলাই, ২০১০ রাত ৩:২২
সবাক বলেছেন:
যেই কাঠের ব্রীজটার উপর দাঁড়িয়ে
হিমালয়ের চূড়া দেখা।
সেখান থেকেই মনে মনে উড়তে শেখা
এ কথাগুলো অনেক সুন্দর।
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি খবর রে?
কেমন চলছে জীবন?
কবিতা লেখালেখি?
এবং বৃষ্টি?
সব ভালো তো?
মংগল কামনায়।
৩৭| ১৬ ই জুলাই, ২০১০ রাত ৩:৩১
আকাশদেখি বলেছেন: নস্টালজিয়........।কোথায় যেন নিয়ে যায়
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আকাশ দেখে যারা তাদের আর হারাবার কিছু নেই..............
শুভকামনা..............।
৩৮| ১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:২০
সবাক বলেছেন:
বৃষ্টি নেই
কবিতা আছে
আমি আছি
বৃষ্টিরা এখন আর থাকে না
আগের বৃষ্টিরা থাকতো
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কষ্টর কোন কথা শুনতে চাইনা.......
জীবন হোক আশাবাদীতার.......ভালো থাকিস সব কিছু ছাপিয়ে।
দুখু মিয়ার কবিতা চাই।
অনেক।
শুভাশীষ।
৩৯| ১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:৪১
সবাক বলেছেন:
আমি বরাবরই ভালো থাকি।
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভেরী গুড।
৪০| ১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:৪২
সবাক বলেছেন:
১.
জানালা, দরজা, লজ্জাস্থানের পর্দা থেকে বলেতে গেলে
হঠাৎই ছায়া খসে পড়ছে; চলছে, যাচ্ছে পরিমিত রুমালে
হ্যাঁচকা টানে সরে যাচ্ছে শিশুর ভবিষ্যত। সময়মতো ঘুরছে
শহরের সবগুলো দেয়াল ঘড়ি আর চোখ আর স্কুলগামী বালিকা
সরে যায় বিপন্ন মিথ্যার পাশে, অন্যমনস্ক সম্মতি কোলে কোলে
মুছি বাতাসের রেনু, জানালার অন্তর্বাসে লেগে থাকে।
তারপর পর্দা, তারপর আমি, তারপর শিশুর ভবিষ্যত
সময়মতো পুড়ছে ঘড়ি, চশমা আর যুবতীর চুল।
২.
সময়মতো পুড়ছে ঘড়ি, চশমা আর বৃদ্ধার চোখ
তারপর পর্দা, তারপর জানালা, তারপর ফসিলের বাস।
কোলে কোলে আফিমের ঘুম, বিপন্ন মিথ্যার পাশ ঘেঁষে
রিকশা এবং বালিকা এবং শহরের ঘর এবং বিকেল তিনটা।
হ্যাঁচকা টান বাড়ে, সময়মতো ঘুরছে, উড়ছে লজ্জাস্থানের সুখ
এবং মেঝে এবং আমাদের শরীর।
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো থাকিস।
অনেক ........
৪১| ১৬ ই জুলাই, ২০১০ ভোর ৫:১২
মিলটনরহমান বলেছেন: কে হায় স্মৃতি খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে।
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৫:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
বেদনা মধুর হয়ে যায় মাঝে মাঝে.......
অনেকদিন পর মিলটন......দেখে ভালো লাগলো।
শুভেচ্ছা নেবেন
৪২| ১৬ ই জুলাই, ২০১০ ভোর ৫:১৭
নিমা বলেছেন: ভালোলাগা
১৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৪৩| ১৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:১৬
জুন বলেছেন: অপুর্ব সুন্দর।
১৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ জুন.............
ভালো লাগলো আপনাকে দেখে।
৪৪| ১৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৩
আবদুল ওয়াহিদ বলেছেন:
"দূর বলে কিছু নেই। সবটাই কাছের।"
"দূর বলে কিছু নেই। সবটাই কাছের।"
...............................................................................
১৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মায়ের সাথে কথা বলছি ফোনে ওয়াহিদ..............
আসলেই দুর বলে কিছু নেই।
সবটাই কাছের............................
অনেক ভালো থেকো। লিখছো না অনেকদিন।
৪৫| ১৬ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৫
পাপতাড়ুয়া বলেছেন: একবার ময়ূর আঁকতে গিয়ে
এঁকেছিলাম চিল।
উড়তে উড়তে সেই চিল চলে গিয়েছিলো নৈনিতাল!
তোমার লেখার স্বাদ টাই আলাদা।
আমরা সবাই বোধহয় একটা সময় ফিরতে চাই যখন কেবলি শুন্যতায়....
১৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কিরে পাপতাড়ুয়া........খবর কি?
পাপতাড়ুয়া নামটা পছন্দ হইছে.....
অনেক শুভকামনা রইলো............
৪৬| ১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আহ! কোথায় শূণ্যতা? এইত কবিতাটা পরে ভাললাগার পূর্নতা পেলাম
১৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবির ছায়া.........
অনেক শুভকামনা রইলো।
৪৭| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১১:২৮
তাবাসসুম ফেরদৌস বলেছেন: Really liked it, NICE....... You took me from London to Rangpur...!!
You deserve +++++
Take care
১৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
থ্যাংকস........
অনেক ভালো থাকবেন তাবাসসুম।
আপনার ভাবনাগুলো আমার খুব কাছের শহর থেকে ঘুরে এলো........
শুভকামনা
৪৮| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৪২
তারার হাসি বলেছেন:
শূণ্যতা শুধু চোখের জলে...
দূর বলে কিছু নেই, সবটাই কাছের।
১৭ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
হাসি হাসি.....তারার হাসি।
দুর বলে কিছু নেই সবটাই কাছের।
ভালোবাসা।
৪৯| ১৭ ই জুলাই, ২০১০ সকাল ৯:১৩
জুল ভার্ন বলেছেন:
বুবুর জন্যঃ-
স্মৃতি কাতর মন
অজান্তে হেটে বেড়ায় নির্জন
অন্তরের উষ্ণতা
স্মৃতির শিহরণ।
বাহিরে বৃস্টি বাহার
অন্তরে বৃস্টি বিহার
ভেসে যাচ্ছি;
ডুবে যাচ্ছি-
মোহ আর মায়ায়।
১৭ ই জুলাই, ২০১০ রাত ৯:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভাইয়া........
ভেসে যাচ্ছি;
ডুবে যাচ্ছি
মোহ আর মায়ায়......সত্যি তাই।
ভালো থাকবেন।
দোয়া সবসময়............শুভকামনা
৫০| ১৭ ই জুলাই, ২০১০ রাত ৮:৩৯
নস্টালজিক বলেছেন: আমিও এমন ভাবেই পুরোনো অপার্থিব সুন্দর মুহুর্ত গুলোকে স্মৃতির কুঠুরি তে নিয়ে আসি,
মাঝে মাঝেই,
ঘুমিয়ে পড়ি,তারপর........
শুরুটা এত সুন্দর,সাজি!
অপুর্ব!
অভিনন্দন।
১৭ ই জুলাই, ২০১০ রাত ৯:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
স্মৃতির ভারে নুয়ে পড়ি প্রায়ই।
কখনো ঘুমাই,
কখনো
ঘুম আসেনা.........
ছুঁতে চাই সেইসব সোনালী দিন..........
আপনার লেখার মতন.......
আমি ফিরে পেতে চাই।
অনেক ভালো থাকবেন............এবং লেখায়।
শুভেচ্ছা রানা।
৫১| ১৭ ই জুলাই, ২০১০ রাত ৯:৫৮
জেরী বলেছেন: +
১৯ শে জুলাই, ২০১০ রাত ১২:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কেমন আছে জেরীটা.....?
অনেক ভালো থাকো।
৫২| ১৮ ই জুলাই, ২০১০ সকাল ৯:০৯
_তানজীর_ বলেছেন: শূন্য মানেই কিছুর অনুপস্থিতি- শূন্যতা তাই অস্বীকার করা সবকিছুকে। স্মৃতিরা হয়তো কখনও শূন্য হয়না- কিন্তু কিছু স্মৃতির চেয়ে কখনও কখনও শূন্যতা ভালো। কখনও সেসব স্মৃতি ভুলে গিয়ে- কখনও ভুলতে চেয়ে। বাকিগুলো সবই মধুর
আপু ভালো থাকবেন! শুভেচ্ছা রইল।
১৯ শে জুলাই, ২০১০ রাত ১২:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কতদিন পর তানজীর.....
এত কাছে থাকো........দেখাই হলোনা।
আশাকরি ভালো আছো।
অনেক শুভকামনা।
৫৩| ১৮ ই জুলাই, ২০১০ সকাল ৯:৫৪
শূণ্য উপত্যকা বলেছেন: আপা ব্যাস্ত না থাকলে দাওয়াত রেখে গেলাম।
১৯ শে জুলাই, ২০১০ রাত ১২:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আসবো শূণ্য........
অনেক শুভকামনা।
৫৪| ১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩৭
১২৩৪ বলেছেন: সুন্দর সুন্দর স্বপ্ন স্বপ্ন কবিতা....
প্রিয়তে...যখন মুখস্হ জীবনে হাঁপিয়ে উঠবো....নিজেকে মনে করিয়ে দিবো সব সময় জীবন এরকম যান্ত্রিক ছিলোনা...
ভাল থাকুন...
১৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগলো ধারাপাতের মন্তব্য.......
অনেক শুভকামনা।
৫৫| ১৯ শে জুলাই, ২০১০ রাত ১২:২২
সুমিন শাওন বলেছেন: মা বলেন,"দূর বলে কিছু নেই।
সবটাই কাছের।"-----------------
সালাম সাজি'পা,,
১৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৪০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সালাম।
মনে আছে তাহলে?
ভালো থাকো সুমিন........
৫৬| ১৯ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩২
করবি বলেছেন: অপার্থিব সুন্দর স্মৃতিতে ডুবে যাক কাছের দূরের সব শূন্যতা।
স্নিগ্ধ, সরল, সুন্দর লেখা অনেক ভালো লাগলো সাজি'পা।
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন্তব্যটা পড়েছি বেশ আগে.........
শুভেচ্ছা করবি।
৫৭| ২২ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫৭
নীরজন বলেছেন: দুচোখ বুঁজে তাই অনায়াসে ঘুরে আসি প্রিয় সব জায়গায়
আর ছুঁয়ে আসি প্রিয় মানুষদের।
নিজের অভ্যাসে!
.......................................উফ............কি যে ভালো লাগলো...........
কেমন আছেন সাজিপু............
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নীরজন
কেমন আছো?
সব মিলিয়ে ভালো থেকো...
শুভকামনা
৫৮| ২৬ শে জুলাই, ২০১০ সকাল ১১:২৭
হুপফূলফরইভার বলেছেন: "এক একটা রাতের স্বপ্নে গল্প থাকে।
কোন রাতে নদী।
কোন রাতে পাহাড়।
তবুও অসীম শুণ্যতায় চেয়ে রৈ অদুরের বিছানায়!!
যেখানে আকাশ নদী আর পাহারের হাতছানি,
নেই কোন গৃনা, ক্লেশ, অনাহুত বিদ্বেষ!!
চেয়ে থাকি অপলক শূণ্যতার ভীরে!!!
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ.........ভালো থাকবেন সবসময়।
৫৯| ২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৯
সকাল রয় বলেছেন:
নাইস কবিতা
নতুন করে কি আর বলবো
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সকালের কথা হোক.........
শুভেচ্ছা
৬০| ২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৩
মিরাজ is বলেছেন: চমৎকার +++
তবে আমার কাছে জীবনটা শুন্যই মনে হয়, অর্থহীন ।
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অর্থহীন ভাববেন না.........
জীবনের মানে অনেক ব্যপক......
শুভকামনা মিরাজ
৬১| ৩১ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৩
মেহবুবা বলেছেন: শিরোনামটা পাল্টাতে হবে ।
কেন জানো ?
এটা পূর্ণতার গল্প অথবা ছবিও হতে পারে । হতে পারে আরো অনেকের শূণ্যতা ঢেকে দেওয়ার কবিতা ।
তোমাকে ব্লগে দেখতে চাই নিয়মিত সাজি ।
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৪০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মেহবুবা......
ব্লগে মাঝে মাঝে একদম বসা হয়না......বসলেও সাইন ইন করা হয়না......
অনেক লেখা আছে লেখার পর মনে হয় কেনো লিখলাম....
এটা তেমন একটা....।
মনের ভাবাবেগ কবিতায় চলে আসে অনেক সময় খুব সরাসরি.....
ভালো থেকো।
অনেক শুভেচ্ছা
৬২| ৩১ শে জুলাই, ২০১০ দুপুর ২:১৩
সায়েম মুন বলেছেন: সাজি আপু আবার ব্যস্ত হয়ে গেছে
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আসছি তা জেনেছো........
কি খবর?
শুভকামনা।
৬৩| ০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৪:০৯
সুরঞ্জনা বলেছেন: কেমন আছো সাজিমনি?
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপু তুমি ভালো থেকো.......
আমি ভালো থাকার প্রার্থনায় আছি........
৬৪| ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১২:৪২
সুনীল সমুদ্র বলেছেন:
এক একটা রাতের স্বপ্নে গল্প থাকে।
কোন রাতে নদী।
কোন রাতে পাহাড়।
এক রাতে নক্ষত্রের বৃষ্টি দেখেছিলাম ।
ছুটে যাওয়া তারার দিকে তাকিয়ে
বলতে হয় সংগোপন ইচ্ছে।
তাই হাতজুড়ে প্রার্থনায় সাজাই ইচ্ছেদের।...
...হঠাৎ করে অনেকদিন পর ব্লগে ঢুকে এরকম এক একটা রাতের স্বপ্ন অথবা নক্ষত্রের বৃষ্টি মাখা কিছু অনবদ্য সাজানো শব্দমালা দেখেই বুঝে ফেলি, এগুলো খুব যত্ন করে সাজিয়েছে সেই 'সাজি'। .... অনন্য অসাধারণ শব্দের শষ্য ভান্ডার -যাঁর কবিতার নিত্য সারথি...।
সাজি যখন বলেন,
"এভাবেই শূন্য
পূর্ণ হয়ে যেতো। আজো হয়।
মা বলেন,"দূর বলে কিছু নেই।
সবটাই কাছের।"...."
.... তখন মনে হয়, কথা বলছে খুব কাছের-ই কেউ। মেঘ, বৃষ্টি আর অপরূপ নিসর্গ প্রেম যাকে ছুয়ে যায় নিরন্তর। যে মনে রাখে পেছনে ফেলে আসা অনন্ত-প্রিয়দের। যে মনে রাখে তাঁর চারিপাশ, তার প্রিয় শব্দমালা, তার প্রিয় সব স্মৃতি!
তার প্রিয় সব কবিতার মতোই, সে মনে রাখে...। মনের মতো করে সাজায়..।
অনেক দূরত্বও তাকে দূরে সরাতে পারেনি আজোবধি। সেজন্যেই আমাদের অপার মুগ্ধতায় ভাসিয়ে দিয়ে সে লেখে-
"দুচোখ বুঁজে তাই অনায়াসে ঘুরে আসি প্রিয় সব জায়গায়
আর ছুঁয়ে আসি প্রিয় মানুষদের।
নিজের অভ্যাসে!"
....এই অভ্যাসটিই বয়ে নিয়ে যাক সাজি-কে বহুদূর ।
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুনীল সমুদ্রর মন্তব্যই একটা কবিতা হয়ে যায়........
ঋণী হই।
এত সুন্দর করে বলবার জন্য ।
শুভেচ্ছা সবসময়কার.............
দেখে খুব ভালো লাগলো।
৬৫| ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১:৩২
স্বদেশ হাসনাইন বলেছেন: নতুন কবিতা কোথায়? লগ ইন করলে ব্লগে ঘুরে যাবেন ।ভাল থাকুন।
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপনার সবগুলো লেখা পড়ছি.....
আসবো কিছু লিখতে।
শুভকামনা
৬৬| ০৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:০২
প্রাকৃত বলেছেন: কেমন আছেন সাজি আপু?
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রাকৃত তোমার খবর কি?
অনেকদিন কিছু লিখছোনা............।
মন ভালো রেখো..................
শুভকামনা
৬৭| ১৩ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩১
শবনম-০৫ বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে দেখি তোমার কবিতা। পড়লাম। ভাল লাগলো খুবই।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪৬
রাজসোহান বলেছেন: আমি শুন্য দিয়ে পূর্ণ হয়েছি !