নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

কবিদের অভিমান ,সমুদ্র জানেনা!

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

পাঁজরে চিৎকার করে কে ডাকে আয় ?
চোখের ভিতরে চোখ ডাকে, অন্তরের গহীনের অন্তর ডাকে!

হাসনাহেনা ফুটেছে কি কোনখানে?

আত্মার সঙ্গী চলে গেছে বলে ,কে যেনো চলে যায় বালিয়াড়ি পথে!
সমুদ্র নেয়নি তাকে।
কবিদের অভিমান ,সমুদ্র জানেনা!

কবিরা মেহেকানন্দানদীতীরে হেঁটে বেড়ায় রেশম গুটির মত,
পৃথিবীর কারো সাধ্যি সেই শোকের মাতম করে!

জলোচ্ছাসের মত,দাবানলের মত
দানবের মত প্রচন্ড হা থেকে পালাতে থাকে ওরা

মঙ্গলম।
শুনতে পাচ্ছেন?
মঙ্গলম

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: অনেক ভালো লাগলো।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ।শুভেচ্ছা রইলো

২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আমি রোবট বলেছেন: ভালো ছিলো.।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভেচ্ছা ।ভালো থাকবেন

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিদের নিয়ে সুন্দর ভাবনা।।। কাব্যময় কবিতা

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: কবিরা ভালো থাক ওপারে।
শুভেচ্ছা

৪| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে লাভ কি- বাজারে জিনিস পত্রের দাম তো কমে না।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতা আর লিখবোনা?
জিনিস্পতের দাম তাও কমুক।
শুভেচ্ছা রাজীব

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

হাবিব বলেছেন: রাজীব নুর বলেছেন: কবিতা লিখে লাভ কি- বাজারে জিনিস পত্রের দাম তো কমে না।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আচ্ছা দেখি কি করা যায়। শুভেচ্ছা

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

নতুন নকিব বলেছেন:



মঙ্গলম।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
মঙ্গল
ভালো থাক কবিরা।

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০০

সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভেচ্ছা রইলো।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

মলাসইলমুইনা বলেছেন: মেহেকানন্দা কাব্যের কবিকে কবিতায় মনে করেছেন দেখে ভালো লাগলো । উনার কিছু লেখা পড়েছিলাম ব্লগেই ।গিওর্গে আব্বাস সম্পর্কে অবশ্য জানতাম না একদমই । সব চলে যাওয়াই মন খারাপ করা কিন্তু মুনিরা চৌধুরীর মৃত্যুর খবরটা পরে সত্যি খুব খারাপ লেগেছিলো ।খুব শক্তিশালী কবিতার হাত ছিল উনার। এপারে যেমন ছিলেন তার চেয়েও যেন ওপারে ভালো থাকেন তারা সেই দোয়া করছি ।আপনাকেও ধন্যবাদ অনেক অনেক এই দুজন ব্লগের কবিকে নিয়ে লিখবার জন্য।মন খারাপ করা কবিতায় অনেক ভালোলাগা জানালাম মন খারাপ তবুও ।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন খুব খারাপ হয়ে আছে । ব্লগে দেলোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে লেখাটা দিলাম আর এর পরেই মনিরা চৌধুরীর চলে যাবার খবর। এত কষ্টে আছি।
প্রার্থনা তাদের জন্য।
তাদের কবিতা সবাই পড়ুক ।
ভালো থাকবেন ।শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.