নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

নভেম্বর রেইন

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

অনেকদিন পাখিরা নেই। ঝিমধরা সবুজ দুপুর নেই।
আঙুলের ছোঁয়াতে পিয়ানোতে সুর তোলেনা কেউ।
এমন রোদ ছুটি দিন এ ইচ্ছেরা পাখি হয়ে ওড়ে।

পশ্চিম থেকে ছুটে আসা ট্রেনে কেউ আসেনা কোনদিন আর।
চোখের কাঁপনে শুধু মেহগনী বিকালের রঙ ছুয়ে থাকে।
কথাহীন সংলাপে, শীতকাল ঘুমিয়ে থাকে নিজস্ব ডাকবাক্সে।

সাইকেলের টুংটাং বেল বাজিয়ে চলে গেছে ডাকপিয়ন, সেই কবে!
এখন রবীঠাকুরের " ডাকঘর" নিয়ে বসে থাকি।
অমল এর প্রার্থনা ছিল ডাকহরকরা হবার।
আর আমি হতে চেয়েছিলাম শেষ বিকেলের চিঠি।

অদ্ভুত নীল ময়ূরের জন্য মন কেমন করে আজো !
শুধু একবার দেখেছিলাম তাকে এক শিরীষের বনে!

ধূপকাঠি জ্বলছে না কোন,অথচ ধোঁয়ায় ভরে গেছে চারিদিক।
মন মাতালদের এই এক সুখ!
অহেতুক অকারণ এ তাদের চোখের ভিতর জেগে ওঠে বর্ষাকাল!

(এই কবিতার কোন নাম দেইনি এখনো।
"নভেম্বর রেইন" নাম এ একটা বই বের করার ইচ্ছা সামনে।
সেখান থেকেই এই কবিতা)

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কবিতা প্রথম পড়লাম। রূপকল্পগুলো খুব সুন্দর হয়েছে। পড়তে গিয়েও কোথাও হোঁচট খেতে হয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত বেশ সাবলীল। অনেক ভালো লাগল। এই কবিতা কোনো বইয়ের অংশ হলে সেই বইটাও দুর্দান্ত হওয়ার কথা।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমার প্রথম কবিতা বৃষ্টিতে ,এখানে পোস্ট করেছিলাম ১১ বছর আগে। পড়বেন।
হ্যা সেই বিখ্যাত গান নভেম্বর রেইন এর নাম এর পরের বই বের করার ইচ্ছা।
শুভেচ্ছা সম্রাট।
দেখা হবে কবিতায়

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন মাতালদের এই এক সুখ!
অহেতুক অকারণ এ তাদের চোখের ভিতর জেগে ওঠে বর্ষাকাল!

....................................................................................
মাঝে মাঝে কান্না করা ভালো, স্বাস্হ্যর উপকার হবে ।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

সুলতানা শিরীন সাজি বলেছেন: :) মাঝে মাঝে কান্না করা ভালো ?
মা বলতেন কাঁদলে হার্ট ভালো থাকে।
ডাক্তাররা বলেন হাসলে।
যার যা ভালোলাগে তাই করা উচিত।
শুভেচ্ছা।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: মনে হলো যেন অনুবাদ কবিতা পড়লাম।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
তারমানে এর ইংরেজী করলে ভালো লাগবে?

শুভেচ্ছা রাজীব

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

নজসু বলেছেন:




কবিতা পাঠে মনের পিপাসা মিটলো।
কতো কবিতায় নানা কথা বলি।
আপনার কবিতায় কিছু বলার খুঁজে পাইনা।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর কমেন্ট পেলে চোখের কোলে জেগে ওঠে বর্ষাকাল।
শুভেচ্ছা রইলো।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:




অহেতুক কিছুর প্রতি মানুষের মায়া জন্মে যায় হঠাৎ। হৃদয় হতে চায় সেই অনুভূতির রক্ষক!

কবিতা ভাল লেগেছে। আপনার বই বের করা সাফল্যমন্ডিত হোক। শুভ কামনা রইলো।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: পাঠে ভালোলাগা। সুন্দর বলেছেন,অহেতুক কিছুর প্রতি মানুষের মায়া জন্মে যায় হঠাৎ। হৃদয় হতে চায় সেই অনুভূতির রক্ষক!

বই এর জন্য কবিতা লেখা চলবে পুরো শীতকাল।

ধন্যবাদ আপনাকে। শুভকামনা

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

Ikarass বলেছেন: এটা Guns n Roses কে পাঠিয়ে দিন।ইংরেজি অনুবাদ কর কভার করেও ফেলতে পারে

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
:) ইচ্ছেডানায় মেলে পাঠিয়ে দিলাম।

আমার কবিতা আমি অনুবাদ করছি ,আমার ছেলেদের জন্য। ওরা বাংলা বলতে পারে। পড়তে পারেনা।
শুভেচ্ছা রইলো

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

মনিরা সুলতানা বলেছেন: কী দারুণ অনুভূতি !
মায়ার আবেশ ছড়ায়, বিষণ্ণতার চাদর বুলায়;

বই এর জন্য শুভ কামনা আপু! ভালোবাসা।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ মনিরা।
ভালো লাগে এই কথা বলে যাওয়া।

বই এবার বেড়িয়েছে বইমেলায়। "রানুর আকাশ" আর "ভালোবাসার ফুলঝুরি"
পূর্বা প্রকাশনী থেকে।
আগামীমেলায় যাবো কিনা এখনো জানিনা। যদি যাই ,হতে পারে । আর নাহলে হবে কখনো।
শুভেচ্ছা রইলো

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

বলেছেন: অসাধারন ভাবনার ফসল --------

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ। কবিতার পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকে।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

সনেট কবি বলেছেন: অবশেষে আপনাকে নিয়ে একটা পোষ্ট দিলাম। সময় পেলে দেখে নিবেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।ভালো থাকবেন।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৭

রাফা বলেছেন: কবিতার নাম দিলাম “নিঝুম দুপুর“ ।
দুপুরে পড়লাম বলেই মনে হলো সময়টা মনে হয় সেখানেই আটকে আছে।

ধন্যবাদ,সু.শি.সাজি।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: বাহ সুন্দর নামতো। ঠিকাছে ভেবে দেখবো।
আসলে শীত এলে এখানে দিনগুলো এত ছোট হয়ে যায়। দুপুরটা হারিয়ে যায় বিকালে। পুরো শীতকাল যায় দীর্ঘ রাত ভ্রমনে।
সবুজের অপেক্ষায় থাকে চোখ।

শুভকামনা রাফা।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:০০

কাওসার চৌধুরী বলেছেন:



খুব সুন্দর এক অনুভূতির কাব্যিক প্রকাশ। ++++

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ আপনাকে। পাঠে ভালোলাগা।

শুভেচ্ছা।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫০

মিথী_মারজান বলেছেন: মন্ত্রমুগ্ধের মত পড়লাম আপু।
আপনার লেখায় এক ধরনের আচ্ছন্নতা থাকে, যেটা আমার কাছে খুবই ভালোলাগে।
খুব সুন্দর!
'নভেম্বর রেইন' বইটার জন্য অগ্রিম শুভেচ্ছা।:)

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
থ্যাঙ্কস মিথী।
কি ভালো লাগে এত সুন্দর করে বললে।

বইটার চিন্তা মাথায় এসেছে। দেখি কি করি!

শুভেচ্ছা মিথী। ভালো থাকা হোক ।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত নীল ময়ূরের নাচ দেখতে ইচ্ছে করছে।

ধূপকাঠির গন্ধ নিতে মন চাইছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমারো ।
যখন যা ইচ্ছে করে লেখাতে সাজাই।
কে জানে যদি ইচ্ছে ছুঁইয়ে সত্যিরা আসে!

ভালো থেকো হামা।লেখার কমেন্টে , তোমার মত আবার সবাইকে পেতে ইচ্ছে করে ।
কত চেনা সেই নামগুলো।
ব্লগের সেই দিনগুলি মিস করি ।

ভালো থেকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.