নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই, জানাতে চাই।

http://www.sometimeinblog.com/

সুমাইয়া আক্তার+

http://todaysbd.com/

সুমাইয়া আক্তার+ › বিস্তারিত পোস্টঃ

'গুগল কোড-জ্যাম' প্রতিযোগিতা- জিতে নিতে পারেন ১৫ হাজার ডলার

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে প্রতি বছর গুগল আয়োজন করে আসছে 'গুগল কোড-জ্যাম' নামের প্রোগ্রামিং প্রতিযোগিতা। বিজয়ীরা গাণিতিক ধাঁচের প্রোগ্রামিং কোড সমাধান করে প্রায় ঘরে বসেই জিতে নিতে পারে ১৫ হাজার ডলার। গত বছর গুগলের আহ্বানে সাড়া দিয়ে অংশ নিয়েছিল প্রায় ৩৫ হাজার প্রতিযোগী। ধারণা করা হচ্ছে, এবারের 'গুগল কোড-জ্যাম ২০১৩' অংশগ্রহণকারীদের দিক থেকে ছাপিয়ে গেল বছরকে।

আবেদনের যোগ্যতা :১৮ কিংবা তদূর্ধ্ব যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারে। চাইলে ১৮ বছরের নিচেও আবেদন করে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেওয়া যায়। তবে এ ক্ষেত্রে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে চূড়ান্ত পর্বে মনোনীত প্রতিযোগীদের ফাইনাল রাউন্ডে লড়াই করার জন্য লন্ডন যাওয়ার প্রস্তুতি [পাসপোর্ট] থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে : প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন জিমেইল ঠিকানা থেকে নিবন্ধন করতে হবে। শুরুতেই আপনার জিমেইল আইডিতে লগইন করে নিন। এবার google code jam লিংকে গিয়ে Participate আইকনে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ চালু হবে। এখানে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে প্রবেশ করিয়ে নিবন্ধন পর্বটি সেরে নেওয়া যাবে। ১২ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার নিবন্ধন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

যেভাবে আসবে সেরার মুকুট :নিবন্ধনের পর শুরু হবে প্রাথমিক পরীক্ষা [কোয়ালিফিকেশন রাউন্ড] উত্তরণের পালা। ১৪ এপ্রিল নিবন্ধিত ই-মেইল আইডিতে চলে আসবে একগুচ্ছ সমস্যা। ই-মেইল বার্তায় উলি্লখিত ওয়েবসাইটে গিয়ে লগইন করলেই শুরু হয়ে যাবে কোয়ালিফিকেশন রাউন্ড। সমস্যাগুলো সমাধানের জন্য সময় বরাদ্দ থাকবে ২৫ ঘণ্টা। সঠিক সমাধানকারীদের নিয়ে এরপর ২৭ এপ্রিল থেকে ১২ মার্চ সময়ের মধ্যে তিন দফায় আরেকবার যাচাই করে নেওয়ার জন্য 'প্রথম অনলাইন রাউন্ড' নামে আড়াই ঘণ্টার পরীক্ষার আয়োজন করা হবে। এ পরীক্ষায় যারা প্রথম তিন হাজার জনের মধ্যে থাকবেন তারা চলে যাবেন 'দ্বিতীয় অনলাইন রাউন্ডে'। ১ জুন, আড়াই ঘণ্টার পরীক্ষায় যারা সেরা ৫০০ জনের মধ্যে থাকবেন তারা ১৫ জুন লড়বেন 'তৃতীয় অনলাইন রাউন্ডে'। ১৫০ মিনিটের পরীক্ষার সম্মুখীন হতে হবে। সবশেষ ধাপ 'অনসাইট ফাইল' রাউন্ড। তৃতীয় অনলাইন রাউন্ড বিজয়ী সেরা ২৫ জন ১৬ আগস্টের ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর ফাইনাল অুনষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে উপস্থিত বিচারকদের সামনে শেষবারের জন্য অংশ নিতে হবে ১৫০ মিনিটের পরীক্ষায়। প্রতিযোগিতায় কী ধরনের সমস্যার সমাধান দিতে হবে সে সম্পর্কে ধারণা পেতে terms লিংকে ভিজিট করতে হবে।

এবং পুরস্কারের :গুগল কোড-জ্যাম বিজয়ী সেরা সমাধানকারী পাবেন ১৫ হাজার ডলার। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য থাকবে ২ হাজার এবং ১ হাজার ডলার। আর ফাইনালে আসা সব প্রতিযোগী বোনাস হিসেবে পাবেন ১০০ ডলার। আর দ্বিতীয় পর্বের স্থান পাওয়া সবার জন্য থাকবে গুগলের ডিজাইন করা বিশেষ টি-শার্ট।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০

কোলাহল নির্জনে বলেছেন: ধন্যবাদ আপনি এটা দেখতে পারেন http://www.somewhereinblog.net/blog/aminuraust/29801460
:) :) :)

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ প্রতিযোগিতা

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

কোলাহল নির্জনে বলেছেন: চ্যালেঞ্জের নাম গুগল কোড-জ্যাম

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২

টানিম বলেছেন: এখানে ভালো করা পোলা মাইয়ারা গুগোল এ জব করে । এটা উল্লেখ করা উচিৎ ছিল ।

৫| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১

সিদ্ধার্থ. বলেছেন: আমি এটাই যোগ দিব । B-) B-) লেখিকা কে ধন্যবাদ ব্যাপার টা নজরে আনবার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.