![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
SSC Result চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে মাইলফলক সৃষ্টি হয়েছে। এর আগে এত ভালো ফল কখনো হয়নি। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ছিল ৮৬ দশমিক ৩২ শতাংশ। ২০১১ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ১৬ শতাংশ।
গতবারের চেয়ে এবার সেরা মেধাবীর সংখ্যা, অর্থাত্ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার ২২৬ জন। ২০১২ সালে জিপিএ-৫ পেয়েছে ৬৫ হাজার ২৫২ জন। ২০১১ সালে পেয়েছিল ৬২ হাজার ৭৮৮ জন।
আজ বেলা দুইটায় সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ ফল প্রকাশ করা হবে। এর আগে বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে ফলাফলের তথ্য তুলে ধরা হবে। এবারও আগের মতো পাঁচটি সূচকের ভিত্তিতে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করা হবে।
জানা গেছে, চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক শূন্য ৩ শতাংশ, চট্টগ্রামে ৮৮ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৮৮ দশমিক ৯৬ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৪১ শতাংশ, যশোরে ৯২ দশমিক ৬২ শতাংশ, দিনাজপুরে ৯০ দশমিক ৬০ শতাংশ, বরিশালে ৮৮ দশমিক ৬৩ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮১ দশমিক ১৩ শতাংশ।
২| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৪৭
বিডি আমিনুর বলেছেন: মাইলফলক ধুইয়া পানি খাইতে হবে ।
৩| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৪৯
ভ্রমন কারী বলেছেন: সঠিক ভাবে পরিক্ষা নিলে এবং খাতা দেখলে পাশের হার ৪০% হতো কিনা সন্দেহ !!
বর্তমান অবস্থায় পরিক্ষা দিলে আমার কুত্তাটাও মনে হয় পাশ করতো
আমরা পাশের হার বারানো নয়, সুশিক্ষিত ছাত্র-ছাত্রী চাই।
৪| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:০৮
খেয়া ঘাট বলেছেন: রোল নাম্বার দিয়ে সার্স করলে বলে- রেজাল্ট নট পাবলিশড ইয়েট।
৫| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:০৯
খেয়া ঘাট বলেছেন: SSC/Equivalent result 2013 will be published at 2.00 PM on 09 May 2013
৬| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:১৮
লিঙ্কনহুসাইন বলেছেন: পাসের হাড় যদি ৫০% হইতো তাহলে ও সমালোচকরা সমালোচনা করতো , আর এখন ৮৯% হওয়াতেও সমালোচনা করতেছে , আসলে তারা হইলো সমালোচক তাদের কথায় কান দিয়া লাভ নাই ।
একজন বলেছেন মাইলফলক ধুইয়া পানি খাইতে হবে , আরেকজন বলেছেন বর্তমান অবস্থায় পরিক্ষা দিলে আমার কুত্তাটাও মনে হয় পাশ করতো আসলে যারা পরীক্ষা দিয়েছে তারাই জানে কত টুকু কষ্ট তাদের করতে হয়েছে এই ফলাফলের জন্য । পরীক্ষায় ফেইস করেছে ১১% ছাত্র ছাত্রী , তাহলে এরা ভ্রমন কারী কুত্তার চাইতেও অধম !!!!! মানুষ কে কুত্তার সাথে তুলনা করে , এরা কি মানুষ !!!
৭| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:২৩
লিন্কিন পার্ক বলেছেন:
সাল দেয়ার দরকার নাই তাহলেই রেজাল্ট আসবে
৮| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:২৯
ভ্রমন কারী বলেছেন: রেজাল্টতো অলরেডি দেখতেছি সকাল থাইকা । শুধু ইয়ার সিলেক্ট করার দরকার নাই।
http://archive.educationboard.gov.bd/index.php
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৩০
শফিক১৯৪৮ বলেছেন: রেজাল্ট ভাল হতে পারে মানে তারা জ্ঞানী হয়েছে তা মনে করার কোন কারন নেই্ ! শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্ত্রনালয সবাই নিজেদের অযোগ্যতাকে ঢাকতে প্রশ্ন করা খাতা দেখা পরীক্ষা নেয়া সব জায়গাতেই অন্যরকম এটিচুড নিয়ে থাকে। ১০০ টা জিপিএ ৫ পাওয়া ছাত্রকে একটু ভাল বাংলা টু ইংরেজী ট্রানস্লেশন জিজ্ঞেস করে দেখবেন ৮০ জনই পারবেনা!