নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

তেহরান ছবি ব্লগ !!

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮



তেহরান এর সবচেয়ে উচু ভবন (চলন্ত গাড়ি থেকে তোলা)





মিলাদ টাওয়ার (বিশ্বের ৬ষ্ট উচ্চতম টাওয়ার, ১৪২৭ ফুট), রাতে সুন্দর লাগে দেখতে, আমার বাসা থেকে চুড়াটা দেখা যায়।





রাতের মিলাদ টাওয়ার (ছবিঃ ইন্টারনেট থেকে)









সাই পার্ক, এদের পার্ক গুলো বেশ সুন্দর হয়। বাচ্চাদের খেলাধুলা, ব্যায়াম করার সামগ্রীর ব্যবস্থা থাকে। লোকজন পরিবার পরিজন নিয়ে এসে পার্কে ঘুমিয়ে থাকে, খাওয়া দাওয়া করে।





রাস্তাঘাট বেশ ভাল, পরিস্কার পরিচ্ছন আর ভাংগাচুরা নাই।





মহাসড়ক।





শহরের এক প্রান্তে দারবান্দ নামে পাহাড়ের গায়ে একটি জায়গা আছে। গরমের দিনেও জায়গাটা বেশ ঠান্ডাই থাকে। অনেক লোকজন বেড়াতে যায়, তাই প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে। উপরে ছবিতে এই খাবারগুলো কাবাব হবার অপেক্ষায় আছে।







দারবান্দের রেস্টুরেন্ট।





আচারের দোকান।





গত রমযানে বন্ধু হামিদের বাসায় ইফতারের আয়োজন, এখানকার কনফেকশনারি আইটেম বেশ মজার হয়।





অফিসের এক ইফটার পার্টিতে, এদের ইফতারে প্রচুর ঘাস পাতার উপস্থিতি থাকে।





ইফতারে এই (বাম দিক থেকে) খেজুর, জুলবিয়া আর বোমিয়া আমার খুব পছন্দ।





হোমা হোটেলের ১৭ তলা থেকে তেহরান শহর, সামনের বড় ভবনটি MCCI (Mobile Communication Company of Iran) এর প্রধান কার্যালয়।





হোমা হোটেল থেকে, পাহাড়ের ওপাশে সূর্য ডুব দিচ্ছে।





শহরের এক প্রান্তে, তোচাল নামক পাহাড়ের উপর থেকে তেহরান শহর।





আরজান্তিন স্কয়ার, আমার অফিসের কাছেই।





ছোট ভাই রুপম গতমাসে বৌদিকে নিয়ে ইরান এসেছিল ২০ দিনের জন্য। আমরা যে ক'জন আছি তাদের জন্য বৌদির আয়োজন। এত আইটেম এই হোটেলে বসে উনি করেছেন, সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম !!





তেহরান মেট্রো, ছবি তোলার পর বুঝতে পেরেছিলাম এখানে ছবি তোলা নিষেধ ! :P





তার্কিশ বাকলাভা ! আমার জীবনে খাওয়া সেরা ডেজার্ট আইটেম (বাংলাদেশ সর্বপ্রথম খেয়েছিলাম, ইস্তাম্বুলের হাজি বাবা দোকানের বাকলাভা)। আমাদের এক তার্কিশ সহকর্মী তার এলাকার দোকান থেকে এনেছিলেন, বেশ মজার ছিল।





তান্দিস শপিং মল থেকে তোলা ছবি। এই মলে একটা তার্কিশ বাকলাভা প্রতিষ্ঠানের শাখা আছে (তৈরী হয় ইরানেই)। মান বেশ ভাল, বর্তমানের এটিই আমার বাকলাভা'র জন্য একমাত্র ভরসা !





বিয়ের পোশাকের দোকান। একেবারে ওয়েস্টার্ণ স্টাইলের পোষাকেই এরা বিয়ে করে মনে হচ্ছে !





মূলতঃ যা খেয়ে বেচে থাকি... :)



আগের ব্লগে অনেকেই এখানকার রুটি বা "সাংগাক" তৈরীর দোকান দেখতে চেয়েছিলেন। তাদের জন্য...



বস্তা ভর্তি আটার স্তুপ।





মেশিনে আটা প্রসেস হচ্ছে।



আমাকে ছবি তুলতে দেখেই ওরা বলল, "বিয়া বিয়া", মানে "আস, আস" ভেতরে এসেই ছবি তোলো !! :)





এই বোর্ডের উপর এক ব্যাক্তি রুটির কাই টা রাখছে। এরপর এর উপর আরেকজন কিছু তিল ছড়িয়ে দেয়।





রুটি চলে যাচ্ছে উনুনের ভেতর, এটা একটা ঘুরন্ত চাকতি।





এই হল সেই রুটি। একেকটি রুটির দাম বাংলাদেশি টাকায় ১৫/১৬ টাকা পড়ে। লোকজন লাইন ধরে অনেকগুলো করে রুটি কেনে।



শেষ হল আজকের তেহরান ছবি ব্লগ। ভাল থাকুন সবাই। :)

মন্তব্য ৫৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫

রাফি বিন তোফা বলেছেন: valo laglo :)

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র... :)

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: ইরানের অবস্হার কি কোনো উন্নতি হইছে? মানে তেহরানের বাইরে চলমান দুর্ভিক্ষ?

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, তেহরানের বাইরে যেসব জায়গায় গিয়েছি, তাতে কোন দুর্ভিক্ষ দেখার সুযোগ হয়নি, যেহেতু খুব কম সময় নিয়ে ঘুরতে গিয়েছি।

প্রত্যন্ত অঞ্চলে দুর্ভিক্ষ আছে কি না জানি না ভাই, এখানে এসে তো আর এ দেশী পত্রিকাও পড়া হয় না...

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০

আমাবর্ষার চাঁদ বলেছেন: রুটি খাইতে মঞ্চায়........... :D :D

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: গরম গরম রুটি কিন্তু খাইতে ভালই, বিশেষ করে কুরবানীর গোশত দিয়া খাইলে সেইরাম লাগবে... :) :D

৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মিলাদ টাওয়ার সত্যিই সুন্দর।

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... :)

৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

শ্যামল জাহির বলেছেন: তেহরান ছবি ব্লগ ভাল লাগলো।

শুভ কামনা।

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। :)

৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জেনে ভাল লাগছে... :)

৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

rafiq buet বলেছেন: +

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র। :)

৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

হেজাজের কাফেলা বলেছেন: মাশাল্লাহ! খুব সুন্দর…

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ! জাজাকাল্লাহ খায়র... :)

৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭

আরমিন বলেছেন: বাহ বাহ চমৎকার ভাইয়া!
ইস্তাম্বুলের হাজি বাবা দোকানের বাকলাভা দুবাই এয়ারপোর্টে Available!
মিলাদ টাওয়ারটার রাতের ছবিটা সুন্দর!
আপনার ফল খাওয়া দেখে হিংসিত :|
রুটিগুলো তো অনেক সস্তা !

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আরমিন, তুমিতো আমারে কোটি টাকার তথ্য দিলা !!! তোমারে বাকলাভা খাওয়াইতে মন চাচ্ছে !!! B-) B-)

তবে আসার সময় দোহা হয়ে এসেছিলাম, এমিরেটসতো একটু ডাকাত টাইপ এয়ারলাইন্স, আর প্লেনের টিকেট নিজের পয়সায় কাটতে হয় !! :| :|

হিংসা করা ভাল না, আমার জায়গায় থাকলে তুমিও ফল খেয়েই থাকতে ! :P :P

হুমম... রুটি এখানে খুব জনপ্রিয়...

আর তোমার "The Phil" পার্ট কি শেষ না এখনো বাকী?? :)

১০| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

চোখাচোখি বলেছেন: যাক্ আপনার বদৌলতে ইরান দেখা হয়ে গেল।
খুব ভাল লাগলো।
এরকম ভ্রমণমূলক ছবি আমার সব সময় দেখতে ভাল লাগে।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাইরে, আমারোতো দেখাতে ভাল লাগে, কিন্তু সময় পাই না...

ধনব্যাদ ঘুরে যাবার জন্য... :)

১১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চোখাচোখি বলেছেন: যাক্ আপনার বদৌলতে ইরান দেখা হয়ে গেল।
খুব ভাল লাগলো।
এরকম ভ্রমণমূলক ছবি আমার সব সময় দেখতে ভাল লাগে।
++++++++++++++++

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কপি পেস্ট মন্তব্যে প্লাস... ;) ;)

দেশে থাকলে আপনাদের কোরবানীর গরুর মাংস খেতে যাওয়া যেত... অনেক আদরের গরু ছিল... :)

১২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

নূর আদনান বলেছেন: দারুন একটা পোষ্ট, খুব ভাল লাগল। অবশ্যই প্লাস +++

ধন্যবাদ জানবেন

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র... :)

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

সুজন দেহলভী বলেছেন: ইদ কোথায় করলেন?

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঈদ তেহরানের করেছি, বাসায় বসে ইন্টারনেট ব্রাউজ করে, একা একা... :|

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার পোস্ট!!! দারুন ভ্রমণ হলো ..... :) :) :)

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমারো ভাল লাগল ভাই... :)

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

এম ই জাভেদ বলেছেন: রুটি এত লম্বা ক্যান?

টার্কিশ বাক্লাভা কিনেছিলাম ইস্তাম্বুল থেকে। অনেক দাম রেখেছে ইসরাইলি দোকানদার। খেতে ওত ভাল লাগেনি। মনে হয় মিষ্টি পেটিস খাচ্ছি।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: রুটি এত লম্বা কেন সেটাতো ভাই আমি বলতে পারব না ! পারস্য দেশের ইতিহাসবিদরা বলতে পারবে !! :P :P

আর তার্কিশ বাকলাভা'র ব্যাপারটা আমাদের দেশের কুমিল্লার রস মালাই এর মত। কুমিল্লা গেলে দেখবেন, চারিদিকে "মাতৃভান্ডার" !!

আমি যতদূর জানি, "হাজি বাবা" , "গুল্লো ওলো" এইগুলা হল বিখ্যাত দোকান। কেজি প্রতি দাম বাংলাদশী টাকায় ১৫০০ থেকে ২০০০ এর মত !! জিনিসটা আসলেই দামীই !

যদি ধরে নেই, আপনি সেরা দোকান থেকেই খেয়েছেন, তারপরে যে কথাটা থাকে, মিষ্টি জাতীয় জিনিস খাবার সামর্থ্য কতটুকু আপনার ! অনেকেই মিষ্টি জাতীয় খাবার বেশী একটা খেতে পারেন না। আমি আবার এই ব্যাপারে ওস্তাদ! আমার কাছে জীবনে প্রথম খাওয়া "হাজি বাবা" 'র বাকলাভা এখনো এজীবনে খাওয়া সেরা মিষ্টি দ্রব্য মনে হয় ! সুতরাং, ব্যাপারটা অনেকটাই আপেক্ষিক। :)

তেহরানে আমাদের এক বাংলাদেশী ছোট ভাই ছিল, সে সব মাছ খায় কিন্তু ইলিশ মাছ তার ভাল লাগে না, কখনোই খায় না !! অথচ আমার মনে হয়, বাংলদেশের অধিকাংশ মানুষের কাছেই ইলিশ মাছ একটি অত্যন্ত সুস্বাদু মাছ !!

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

বশর সিদ্দিকী বলেছেন: অসাধারন। ইরান সবসময়ই আমার কাছে ভাল লাগে। আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম।

আমি ইরানের সাথে কিছু ব্যবসা করতে চাচ্ছিলাম। ইরান এম্বাসিতে কথাবার্তা বলে কিছুদুর আগাইছি। কিন্তু ইরান থেকে কোন সাপোর্ট পাচ্ছিনা। যদি হেল্প করতে পারেন খুব উপকার হয় ভাই।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আপনি [email protected] এই ঠিকানায় আমাকে মেইল করেন।

যদি কোন উপকার করতে পারি, অবশ্যই করব। :)

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৮

রমিত বলেছেন: চমৎকার একটি পোস্ট দিয়েছেন ভাই। ছবিগুলোও খুব সুন্দর হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩২

রাতুল রেজা বলেছেন: ইরান যাওয়ার খুব ইচ্ছা আমার। পারসিয়ান সভ্যতা দেখার ইচ্ছা অনেক আগে থেকে। ইরানের খরচপাতি কেমন এবং ভিসা প্রসেস, বিমান ভারা সম্পর্কে যদি একটু ধারনা দিতেন উপকার হত। ছবিগুলর জন্যে ধন্যবাদ

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইরানে খরচাপাতি মিডিয়াম।

বিমান ভাড়া আসা যাওয়া ৮০ হাজার থেকে ১ লাখ এর মত। কুয়েত এয়ায় বা এরায় এরাবিয়াতে আরো কম হবে, কিন্তু এদের ফ্লাইট ফ্রিকোয়েন্সি কম, একটু আগে থেকেই বুকিং দিতে হবে।

ইরান থেকে কাউকে আপনার ভিসা প্রসেস করতে হবে, বলতে পারেন ইনভাইট করতে হবে। এছাড়া বাংলাদেশে ইরান হাই কমিশনে (৭৫ নাম্বার সড়ক, গুলশান -২, ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে যে রাস্তা চলে গিয়েছে) সরাসরি যোগাযোগ করে দেখতে পারেন, অফিসার কনভিনসড হলে ভিসা দিয়েও দিতে পারে। এখান থেকে ভিসা কোড বের করতে গেলে অন্ততঃ ২ সপ্তাহ লাগে প্রসেস করতে।

এখানে তেহরান, সিরাজ, তাবরিজ, হামাদান, চালুস, মাশাদ, ইসফাহান এসব জায়গা দেখতে পারেন। সব মিলিয়ে ২ লাখ টাকার বাজেট করলে মনে হয় হয়ে যাবে। হোটেল বাংলাদেশী টাকায় ৩ হাজার টাকাতেই পেয়ে যাবেন আশা করি, তেহরানে একটু বেশী হতে পারে।

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯

জুন বলেছেন: ঈশ তোমার ছবি দেখে আমার ঈরান যাবার ইচ্ছা বেড়ে গেল। একসময় তো পশ্চিমা দেশীয়দের সাথে পাল্লা দেয়া ইরান কিন্ত এখনো অনেক দেশের চেয়ে উন্নতই মনে হয়। টাওয়ার মনে হয় সব দেশেই একই চেহারা। মিলাদ টাওয়ারতো মনে হলো কুয়ালালাম্পুরের টার মতই ।
বাকালাভা খেতে হবে :P
অনেক ভালোলাগা আর ঈদ শুভেচ্ছা জহির :)

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কথা কম কয়া বিমানে ওঠেন, আসার আগে আমারে জানাইয়েন... ;) ;)

বাকলাভা খাইলে ইস্তাম্বুলের হাজি বাবা/গুল্লোওলো'র বাকলাভা খাইয়েন, তবে মিষ্টি জিনিস খাওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে !! :P :P

আশা করি ঈদ ভাল কেটেছে... :)

২০| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২

আশিকুর রহমান অমিত বলেছেন: চমৎকার ছবি গুলো ভাইয়া :)

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র অমিত... :)

২১| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫

শ্যাডো ডেভিল বলেছেন: আপনার ছবিগুলা আমাকে ২০ বছর আগেকার সময়ে নিয়ে গেলো। বাবার চাকরিসূত্রে প্রায় ১০ বছর ইরানে ছিলাম। সত্যি-ই চমৎকার একটা দেশ এবং ঐ দেশের মানুষগুলো। বিশ্বে যদি একটা মডারেট মুসলিম কান্ট্রি থাকে তো সেটা হলো ইরান, যদিও রাষ্ট্রীয়ভাবে ওরা লেখে Islamic Republic of Iran.

আপনি ওখানে কি ঘুরতে গেছিলেন নাকি চাকরীসূত্রে ইরানে আছেন?? ওদের দেশের মিষ্টিগুলাও কিন্তু অসাধারণ যেগুলা কেক নামে পরিচিত। আবার একবার ইরান যাওয়ার ইচ্ছা আছে।

পোষ্ট ভালো লাগলো। আরো ছবি থাকলে দিয়েন। :)

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমি এখানে চাকরি সূত্রে আছি। হুমম... ঠিক বলেছেন, এদের ডেসার্ট আইটেমগুলো বেশ মজার, আমি আবার মিষ্টি জিনিসের ভক্ত ! :)

ইরান থাকার জন্য বেশ ভাল দেশ, আপনি ঠিকই বলেছেন, চলে আসেন সময় করে একবার...

২২| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

টুম্পা মনি বলেছেন: চমৎকার ছবি,

ঈদের শুভেচ্ছা।

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি, আপনাকেও ঈদের শুভেচ্ছা... :)

২৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

শোভন শামস বলেছেন: Nice post, sorry that I am away and cannot write in Bangla now, I did not wait to reach my place of posting.

This is a nice opening regarding Iran

pl do write on your life and days in Iran. We will love to read the information and travelogue on Iran
My son is very much interested to know about Iran.

Best wishes

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শোভন ভাই।

আসলে চাকরি নিয়ে ব্যস্ত থাকি, টেলিকমে জব করি, পরিবার এখনো দেশে, ওরা এখানে এলে ব্যস্ততা আরো বেড়ে যাবে, তাই নিয়মিত কিছু লেখা কষ্টকর। এজন্য অন্ততঃ কোথাও বেড়াতে গেলে সেটা নিয়ে লিখি। আমার আগের পোস্টগুলো দেখতে পারেন, ইরানের তিনটা জায়গায় গিয়েছি, সে সম্পর্কে লেখা হয়েছে। আশা করি ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে।

আপনার পরিবার নিয়ে একবার ঘুরে যান, শুনেছি এখানে অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে... :)

২৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

কাজী মামুনহোসেন বলেছেন: তার্কিশ বাকলাভা ! আমার জীবনে খাওয়া সেরা ডেজার্ট আইটেম (বাংলাদেশ সর্বপ্রথম খেয়েছিলাম, ইস্তাম্বুলের হাজি বাবা দোকানের বাকলাভা)।

ঢাকার কোথায় পাওয়া যাবে, বলতে পারেন ?

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঢাকাতে উত্তরায় জসিম উদ্দিন রাস্তার মোড়ে তার্কিশ পিজা'র একটা দোকান আছে, সেখানে ওরা বাকলাভা তৈরীর চেষ্টা করে (আমি অরিজিনাল যেটা খেয়েছি তার তুলনায় কিছুই না !!)। এদের শেফ কিন্তু তার্কিশ, মালিকানাও তার্কিশ।

এছাড়া গুলশানে "ইস্তানবুল রেস্টুরেন্টে" যেয়ে দেখতে পারেন, ওরা বানায় কিনা ঠিক জানি না। এটা বাংলাদেশ-তুর্কি যৌথ মালিকানার রেস্টুরেন্ট।

এছাড়া বাংলাদেশী বেশ কিছু দোকান যেমন "এরাবিয়ান সুইটস", এরা কিছু বাকলাভা বানানোর চেষ্টা করে, দামটাও চড়া নেয়, ৭/৮'শ টাকা কেজি। এগুলো খেয়ে দুধের সাধ ঘোলে মেটাতে পারেন... :P :P

২৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

সুজন দেহলভী বলেছেন: তাহলে তেহরানের ঈদের উপর একটা লেখা আশা করতেই পারি।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, এখানে যে ঈদ সেটা আপনি বুঝতেই পারবেন না !! আমি ঈদের দিন বাসায় বসে ইন্টারনেট ব্রাউজ করছি... :(

২৬| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর ছবি ব্লগ। আপনি এখন ইরানে শিফট করছেন নাকি ?

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, না ভাই, এখন ইরানে শিফট করাচ্ছি... :)

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

অথৈ সাগর বলেছেন: চমৎকার ছবি ব্লগ । বরাবরের মত অসাধারণ ।

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র অথৈ ভাই, অনুপ্রাণিত। আছেন কেমন?? :)

২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো। পোষ্টে +++++++++

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তনিমা, ভাল থাকবেন... :)

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২

ইন্জিনিয়ার জনি বলেছেন: কবে গেলেন জহির ভাই? :|

কোনো সারা শব্দ না দিয়ে।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কি বলেন ভাই? এত ঢাক ঢোল পিটিয়ে আসলাম, ব্লগেও পেটালাম, আপনি জানলেনই না??!! B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.