নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...
বাংলাদেশে গত বছর ৫৭১,০০০ টন ইলিশ উৎপাদন হয়েছে। বাংলাদেশ সরকার ভারতে ৩০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে যা কিনা মোট উৎপাদনের মাত্র ০.৫%! তাহলে এত ছোট্ট পরিমাণ ইলিশ রপ্তানি নিয়ে এত হৈচৈ কেন?
আমরা কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে নই বরং ভারতের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যারা বাংলাদেশে একটি স্বৈরাচারী সরকার টিকিয়ে রেখেছিল অবৈধভাবে। পূজোর আগে প্রতিবেশীদের সুস্বাদু ইলিশ খেতে না দিলে বাংলাদেশের বা বাংলাদেশের জনগণের আসলে কতটুকু লাভ হবে? মনে রাখবেন, ভারতে হয়ত সরকার পরিবর্তন হবে, কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতের এই জণগন পরিবর্তন হয়ে যাবে না, তাই তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় না রাখার কোন বিকল্প নেই। কথাটা ভারতের জনগনের জন্য বাংলাদেশীদের ক্ষেত্রেও প্রযোজ্য। উদাহরণ, বাংলাদেশীদের ভিসা দেয়া বন্ধ রাখাতে কোলকাতাতে ব্যবসাপাতি লাটে উঠেছে, হাসপাতালগুলোও বাংলাদেশী রোগীর অভাবে কান্নাকাটি শুরু করেছে। (দুর্ভাগ্য, আমাদের দেশের উদ্যোক্তারা ভারতের মানের হাসপাতাল এবং চিকিৎসা সেবা প্রদানে উদ্যোগী হয় না, যেখানে ভারতে ৪৫% ভুয়া ডাক্তার থাকা সত্ত্বেও তারা বাংলাদেশীদের বিশেষভাবে ভাল চিকিৎসা সেবা দিয়ে এই দেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে!)
এই ৩০০০ টন ইলিশ রপ্তানি করলে বাংলাদেশে ইলিশের দাম বেড়ে যাবে?? একদম ভুয়া কথা। রপ্তানির আগেই বাজারে ইলিশের কেজি ১৮০০ টাকা! বাংলাদেশের কয়জন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে? সুতরাং, সরকারের দরকার গোড়ায় হাত দেয়া। কোন ধরনের চাষ করতে হয় না, শুধু নদী/সমুদ্র থেকে ধরতেই এত খরচ কেন? নাকি এখনে বড় একটা অংশ আসলে সিন্ডিকেট খেয়ে নিচ্ছে?? ঐ সমস্যার সমাধান করেন, ৩০০০ কেজি কেন, আরো বেশী করে রপ্তানি করতে পারবেন। আমি মনে করি সেটা করা উচিৎও, কারণ, বাংলাদেশের প্রয়োজন বৈদেশিক মুদ্রা।
ইলিশ রপ্তানি বন্ধ করে যে আপনি এর মূল্য স্থানীয় বাজারে কমাতে পারবেন না তার আরেকটা উদাহরণ দেই। কয় দিন আগে আড়াই লাখ ডিম আমদানি হয়েছে ভারত থেকে। ডিমের দাম কমেছে? উলটো বেড়েছে! পাকিস্তান, মিশর কত দেশ থেকে পেয়াজ আমদানি হল, পেয়াজের দাম কয় টাকা কমেছে?
বাংলাদেশের মূল সমস্যা Governance এ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা প্রচন্ডভাবে দুর্নীতিগ্রস্থ একটা জাতি। পদে পদে দুর্নীতি করতে ভালবাসি, অন্যায়ভাবে অর্থ উপার্যন করে বিদেশে পাচার করতে ভালবাসি। তাই এই গভার্নেন্স ঠিক করতে গেলে যেভাবে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে, সেটার জন্য দরকার সৎ এবং যোগ্য নেতৃত্ব। আল্লাহ আমাদের সেরকম শাসক দান করুন, আমিন।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, ব্লগেই লগ ইন করলাম মনে হয় ৬ মাস পর! অন্য লেখাগুলো পড়ার সুযোগ পাই নাই।
আর আমরাও কিন্তু আপনার বাল-ছাল মন্তব্য পড়ে বিরক্ত! এই দেখেন, এতদিন পরে ব্লগে আসলাম, এসেই আপনার দেখা! কিয়েক্টা অবস্থা!
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৩
ফেনা বলেছেন: তথ্যবহুল। পোষ্ট ভাল লেগেছে।
আপনার যুক্তিগুলি অনেক সুন্দর এবং বাস্তবমূখি।
ভাল থাকবেন।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল লাগছে যে যা বলতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন। অধিকাংশ মানুষ আবেগে চলছে !
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৪
আরইউ বলেছেন:
মুহাম্মদ,
ইয়ে মানে, এত চিল্লাপাল্লা কেন হইতেসে তার কারণ জামাতের ভাড়প্রাপ্ত আমীর আল্লামা আসিফ নজরুল ষাড় আর আমাদের ইলিশ বিষয়ক এডভাইসরের কাছে জানতে চান। আর আসিফ নজরুল ষাড়ের কাছে ২৬ লাখ ভারতীয়ের হিসাবটাও বুইঝা নিয়েন।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ২০১৭ সালের ভারতীয় পত্রিকার রিপোর্ট অনুসারে বাংলাদেশ ছিল ভারতের ৪র্থ বৈদেশিক আয়ের উৎস যার পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার! এখন কত হতে পারে?? আর অবৈধভাবে (বিজনেস ভিসায় এসে কাজ করা) তো নিশ্চয় আরো যাচ্ছে! তা আপনার এত জ্বলছে কেন? আপনি কি আফসোস লীগ??
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০১
আহরণ বলেছেন: ভাইয়া, সম্পদ বলতে বাংলাদেশের কিছু নেই।
১। যৎকঞ্চিৎ ইলিশ, তাও আবার সাধারণ মানুষের নাগালের বাইরে।
২। সৌদি আরবের দাসদের রেমিটেন্স।
এই যা।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যেটা বোঝাতে চেয়েছি, এই ৩০০০ টন ইলিশ না পাঠিয়ে বাংলাদেশে ইলিশের দাম নিয়ন্ত্রণের রাখা যাবে না। আগে সিন্ডিকেট ভাংগতে হবে। এইটাই মূল কথা।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৯
খাঁজা বাবা বলেছেন: ইলিশ নিয়ে পরিসংখ্যানে ঝামেলা আছে।
প্রকৃত এত পরিমান ইলিশ উৎপাদন হলে মাথা পিছু ইলিশ কতগ্রাম হত?
বাংলাদেশে যারা নিয়মিত ইলিশ খায় তারা কি পরিমান খায়?
আমার মনে হয় প্রকৃত উৎপাদন অনেক কম।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ বিদেশেও রপ্তানি হয়। আর মাথা পিছুর সাথে বাংলাদেশের ইলিশের দামের সম্পর্ক নেই, সম্ভবতঃ বড় অংশ মাঝখানের রাঘব বোয়ালরা খেয়ে নেয়।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
আরইউ বলেছেন:
আপনি যিটা মনে করেন আমি সিটাই। আপনি যদি বলেন আমি আফসোসলীগ, আমি আফসোসলীগ। আপনি যদি মনে করেন আমি গুজবলীগ, আমি গুজবলীগ! আপ্নে কী ভাববেন সিটা আপ্নের বিবেচনা।
আল্লামা আসিফ নজরুল ষাড়রে বইলেন ২৬ লাখ ভারতীয়রে খেদাইয়া সেই চাক্রিটা আম্গো কোমলমতীদের দিতে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দেখেন আপনার পেয়ারা বালের মন্ত্রীরা দেশটারে কি করছে, কিভাবে দেশের টাকা ভারতে পাচারের ব্যবস্থা করে দিসেঃ
সালমান এফ রহমান ও গোয়েন্দা প্রধানের চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০১
নতুন বলেছেন: ভারত বিরোধীতা করে ভারতের রাজনিতির জন্য।
ব্যবসায়ী ভাবনায় আমরা ভারত থেকে জিনিস পাতি ক্রয় করবো কিন্তু সেটা ন্যাজ্যমুল্যে।
আয়ামীলীগের মতন নতজানু নীতি অন্য কোন দলই নেবেনা।
ভারতের জনগনের বড় একটা অংশও মোদীর এই বিভক্তির রাজনিতি নিয়ে বিরক্ত।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০
সোনাগাজী বলেছেন:
ইলিশ নিয়ে ১০'টারও পোষ্ট এসেছে, আমরা বিরক্ত হয়ে গেছি; আপনি কি লেখার মতো নতুন ও দরকারী কিছু পেলেন না?