নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অঅকৃত্রিম কাঠপেন্সিল

অঅকৃত্রিম কাঠপেন্সিল › বিস্তারিত পোস্টঃ

জীবন ও জীবিকা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

“এ গল্পে জয়-পরাজয় থাকবে কি থাকবেনা সেটা ভাবার বিষয়!”
১. স্থান, কাল ও পাত্র ভেদে জীবনের সংজ্ঞা ভিন্ন হয়ে থাকে। কারো কাছে জীবন মানে কেবল নিরন্তর উপভোগের বিষয় আবার কারো কাছে জীবন মানে নি:স্বার্থে ও অকাতরে নিজেকে বিলিয়ে দেওয়া। অথবা কারো কাছে ভোগ ত্যাগ দুই ই জীবন। জীবন কি শুধু সংশয় নাকি শুধুই অপচয়? সেটা ভাবার বিষয়।
২. সাধারণ অর্থে জীবন ধারণের পন্থা/ উপায় ই জীবিকা বলে গণ্য। কেউ জীবীকার জন্য দেশান্তরী হন কেউ বা দেশে। প্রতিটি মানুষই প্রতি নিয়ত সামিল হন জীবীকার যুদ্ধে। কেউ সস্তায় নিজেকে আবার কেউ চরা দামে নিজের মাথাকে বিক্রি করছেন প্রতিদিন। একজন পতিতা রাতে নিজেকে সস্তায় যার কাছে বিক্রি হন সেই ক্রেতাই আলোর ফোটার সাথে সাথে আধারের পাপ প্রর্থণালয়ে জমা রেখে রাতে সুখ দানকারী সস্তা পতিতাকে গালি দিয়ে দিন শুরু করেন। কিন্তু একজন রক্ষিতা? এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, একজন উচ্চবৃত্ত নারীর ছেলে বন্ধুর সংখ্যা, স্থায়ীত্ব এবং ঘণিষ্ঠতা কতটুকু হলে একজন উচ্চবিত্ত নারী থেকে রক্ষিতায় উন্নীত হবেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.