![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্নালিজম পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কাজ করছি সময় টিভিতে। দেশের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। লেখালেখির চেষ্টা করি। প্রথম উপন্যাস "অনুভবে তুমি" ২০০৪ সালের একুশে বইমেলায়, প্রথম গল্পগ্রন্থ "কষ্ট দহন" ২০০৬ সালের সেপ্টেম্বরে এবং প্রথম কাব্যগ্রন্থ "না প্রেম না দ্রোহ" ২০০৮ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়। ই-মেইল: [email protected]
কষ্টরা যে এমন করে কাঁদতে পারে
জানা ছিলো না
তোমার ভালোবাসার আদর আমাকে যখন
পাগল করে তোলে
সুখগুলো যখন সঙ্গোপনে সুরসুরি দেয়
আমার বিবেককে
ঠিক তখনই কষ্টগুলো অভিমান করে
অভিশাপ দেয় আমাকে
আর জানালার ওপাশ থেকে ভেসে আসে
একরাশ সুকরুণ কান্নার ধ্বনি।
২| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৪
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ভেবে দেখা দরকার@ আমি কে
ধন্যবাদ আপনাকে।
৩| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: ভালো হয়েছে ।
মাগার- - -
"একরাশ সুকরুণ কান্নার কর্কশ ধ্বনি।"
বুঝলাম না ! কান্নার শব্দ একই সাথে করুন এবং কর্কশ কিভাবে হল !
অবশ্য আমি এমনিতেই কম বুঝি ।
৪| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৭
বিষাক্ত মানুষ বলেছেন: যতটুকু বুঝছি সেটুকুর জন্যই ৫
৫| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০০
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: বিষাক্ত মানুষ,
ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাজেশন মনে হয় বুঝতে পেরেছি। আর সেটি মানছি। ওই লাইনটা এডিট করছি।
৬| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০২
প্রচেত্য বলেছেন: আমার আজ দরকার, "কষ্টের অভিশাপ"
৭| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৩
হমপগ্র বলেছেন: সুন্দর! ৫
৮| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৭
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: আন্তরিক ধন্যবাদ@হমপগ্র।
সুখ যে বেশিদিন সঙ্গে থাকে না, কষ্টের অভিশাপ নেয়ার আর কি দরকার @ প্রচেত্য।
৯| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: হায় হায় !! আমার মত নাদানের কথায় নিজের কবিতার লাইন চেন্জ করলেন ! কাজটা কি ঠিক হল ?
১০| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৮
তানজিলা হক বলেছেন: খুব ভালো হয়েছে...........৫
১১| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:২৫
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: বিষাক্ত মানুষ,
যুক্তি-সঙ্গত হলে যে কারো সাজেশন আমি মেনে চলার চেষ্টা করি। আর আপনি আমাকে যুক্তিযুক্ত সাজেশনই দিয়েছেন।
অশেষ ধন্যবাদ@ তানজিলা হক।
১২| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:২৯
আহমেদ শারফুদ্দীন বলেছেন: ঈদ মোবারক, সুমু। ঈদ কেমন করলা ??
নয় কোন নতুন জীবনের খোঁজে
নয় কোন সুখের ছোঁয়া পেতে ---
আমি কষ্ট পেতে ভালবাসি
তাই তোমার কাছে ছুটে আসি -------- ৫
১৩| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪০
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: খুব ভালো কেটেছে দোস্ত। এবারের ঈদটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আনন্দের তোমাকে মেইল করে জানাবো।
তা দোস্ত তোমার কেন কাটলো ঈদ???
জানাইয়ো কিন্তু!!!!!!
১৪| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৩
ফজল বলেছেন: চমৎকার হয়েছে। ৫
১৫| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৮
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ফজল ভাই,
আপনাদের অশেষ অনুপ্রেরণা আমার পাথেয়।
১৬| ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:২৬
রাশেদ বলেছেন: ৫
১৭| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২২
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: রাশেদ ভাই,
ঈদ কেমন কাটলো?
১৮| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৫
বিহঙ্গ বলেছেন: "ঠিক তখনই কষ্টগুলো অভিমান করে
অভিশাপ দেয় আমাকে
আর জানালার ওপাশ থেকে ভেসে আসে
একরাশ সুকরুণ কান্নার ধ্বনি।"
সহজ ,সরল এবং সুন্দর।৫
১৯| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৭
কালপুরুষ বলেছেন: কষ্টেরা সব পারে-
বাগে পেলে চড় মারে;
লাই পেলে ওঠে ঘাড়ে,
অকারনে চিমটি মারে,
মনের যত সুখ কাড়ে।
কষ্টেরা সব পারে-
কষ্ট পেলে নাচতে থাকে,
মন খারাপ করতে ডাকে;
কথা বলতে নিষেধ করে,
একলা ঘরে চেপে ধরে।
কষ্টেরা সব পারে-
তোমার থেকে দূরে সরায়,
নেশা, গাঁজা হাতে ধরায়;
বিষন্নতায় মনটা ভরায়,
কানের কাছে বলতে থাকে, "থাকিসনা আর এই ধরায়"।
২০| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৯
মুনিয়া বলেছেন: ভালো লেগেছে অনেক...
৫
২১| ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৫
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ধন্যবাদ@ বিহংগ
কালপুরুষ দা,
দারুণ লিখেছেন। সত্যিই দারুণ!!
মুনিয়া,
অশেষ ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৬
আমি কে বলেছেন: মাইয়া মানুষের লাইগা কান্দন ভালা না!