![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আল্লাহর বান্দা, আমি বিশ্বাস করি আল্লাহ এক এবং একক ক্ষমতার মালিক। তিনি-ই আমার একমাত্র স্রষ্টা ও বিধানদাতা। আমি একমাত্র তাঁর কাছে সাহায্য চাঁই এবং তার-ই ইবাদত করি। বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা: আমাদের নবী ও রাসুল। মহানবী আদর্শ একমাত্র অনুসরণীয় আদর্শ। বিশ্বনবী সা: এর আদর্শে-ই রয়েছে শান্তি ও মুক্তি। আমি বিশ্বাস করি যে, মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি হলো ইসলাম। কুরআন-ই হলো মানবজাতির একমাত্র সংবিধান। হাদীস হলো কুরআনের ব্যাখ্যা। কুরআন-সুন্নাহর আলোকে জীববন গঠন করা প্রতিটি মানুষের দায়িত্ব।
আজ থেকে ক'মাস আগে বাংলাদেশের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী (আসলে আব্দুল লাত কাজ্জাবী হবে) ইসলামের অন্যতম ফরয বিধান হজ্ব নিয়ে এবং পুরো ধর্ম নিয়ে যে জঘন্যতম ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছে, এ জন্য লতিফের দৃস্টান্তমুলক কোঠর বিচার হয়া প্রয়োজন। মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আওয়ামী লীগ থেকে দ্রুত বহিষ্কার ও মন্ত্রিত্ব থেকে অপসারণ করে একটি চমক দেখিয়েছিলেন এবং তাকে জেলে পাঠিয়েছিলেন। এটা শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়।
কিন্তু, এখন তাকে শাস্তি না দিয়ে জামিন দেয়া চরম পরিণতি ডেকে আনতে পারে। যা কারো জন্য মঙ্গলজনক হবেনা। লতিফ সিদ্দিকীকে শাস্তি না দিলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাবে। তাতে দেশের শান্তি শৃংখলা বিঘ্নিত হবে নিশ্চয়। আন্দোলন হবে, রাজপথ রক্তে রঞ্জিত হবে। দেশের ক্ষতি হবে।
ধর্ম নিয়ে কেউ আঘাত করলে রাষ্ট্র যদি এর সঠিক বিচার না করে, এ জন্য যে ভয়াবহ পরিস্থিতি হবে, তার জন্য সরকার-ই দায়ী বলে গন্য হবে।
©somewhere in net ltd.