নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব..

সুনীল সমুদ্র

[email protected]

সুনীল সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

তোমার স্বতঃস্ফূর্ততা অবরুদ্ধ হয়েছে বলেই...

০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২৬

তোমার স্বতঃস্ফূর্ততা অবরুদ্ধ হয়েছে বলেই

জানতে পারলে 'ভালোবাসা'

এমন তীব্র ছড়িয়ে আছে-তোমার জানালার চারপাশে।



তোমার অপেক্ষায় কেউ প্রতিদিন

বারবার দৃষ্টি মেলে- আকাশের দিকে-



কখন বৃষ্টি নামবে আবার, তোমার কলম থেকে অপরূপ

কখন আবার তোমার মুখ- দেখা যাবে প্রিয় জানালায়- ভেবে ভেবে

কেউ একজন, নির্দ্বিধায়

তোমার বেদনাকে করেছে তার অনুপম সঙ্গী, কবিতার



এতোটা জানার পরেও কি

বিষন্ন থাকতে পারে, অভিমানে, আপ্লুত- তোমার সকাল?



তুমিতো দেখেছো-ই কী প্রবল একাত্মতায়

কলম-উৎসারিত প্রেম-

তোমাকে ভাসিয়ে তুললো আবার, জোয়ারের টানে

আমাদের উন্মুক্ত উঠোনে, তোমার জন্য মমতায়

বিছিয়ে দেয়া হলো অনিঃশেষ

লেখার কাগজ-

তোমার শব্দমালা চেয়ে-কলমের কালিও হলো অবারিত নীল-

বাধাহীণ, সুবিশাল, সমুদ্রের শীতলতায়।



তুমিতো দেখেছো-ই কেউ কেউ, তোমার জন্য, কী প্রবল বিসর্জনে

ফিরিয়ে দিয়েছে সব খ্যাতি-

সব প্রশংসিত, সন্তানসম, শব্দমালা তাঁদের..।



তবুও কি পারবে না ভুলে যেতে-একটি ভুলের আঁচড়ে আঁকা

বিবেচনাহীণ, রূঢ় সেই

সাময়িক শব্দ-বিরতি?



তোমার নিথর করে রাখা মুখ, অভিমানে, বেদনায়

একটি কথাও আর বলবেনা- জেনেও দেখো

ঘুরে ফিরে তোমার দিকেই যায়

শুভকামনায় পল্লবিত- স্বতঃস্ফূর্ত পদাবলী।



কয়েকদিন এ পথে আসবেনা বলেই

তোমার পথ সাজানো হয়েছে আজ, আরো বেশী মমতার ঘ্রাণে।



কয়েকদিন তোমার লেখার টেবিল, শূন্য থাকবে বলেই

তোমার টেবিল ভরে গেছে, শুভেচ্ছার ফুলে ফুলে।



কেমন মায়ার টানে আজ, তুলে নিলো সবাই তোমাকে-

কেমন শব্দহীণ তুমিই নিঃশব্দে হয়ে গেলে প্রবল চীৎকার-

আমাদের স্তব্ধ বিবেকের !



কেবল কয়েকদিন দেখা হবে না বলে-তাই

আকাশের আর কোন আক্ষেপ নেই-



কেবল কয়েকদিন তুমি আসবেনা বলে-

প্রবাহী নদীর কোন থেমে থাকা নেই



একটি জানালা বন্ধের সাময়িক শব্দে

খুলে গেছে, মমতার, সহস্র জানালা চারিদিকে।



অবরুদ্ধ হয়েছো বলেই জেনে গেলে-ভুলে নয়-

তোমার জানালা থেকে তুমি, যথার্থ ব্যাখ্যা ভরেই

পাঠিয়েছিলে এক গোলাপ-



সীমাবদ্ধ ক্ষমতার মানুষ,

পারেনি সুঘ্রাণ তার, চৈতন্যে, টেনে নিতে।

মন্তব্য ২৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩৩

সারওয়ারচৌধুরী বলেছেন:
ভালোবাসাবোধে ভিজিয়ে দিলেন একেবারে !!!

সুন্দর লিখেছেন
+



'দূর রেহকে পাস রেহনে কি আদত হ্যায়
ইয়াদ বানকে আঁসু সে বেহনে কি আদত হ্যায়'

০৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

সুনীল সমুদ্র বলেছেন:
ধন্যবাদ।

২| ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ২:০৫

কাল্‌বেলা বলেছেন:
সুনীল সমুদ্র,
আপনি এত সুন্দর কি করে যে লিখেন!! বিধাতার নিজ হাতে দেয়া বর ছাড়া বিশ্বাস করি এ অসম্ভব। আপনার এই কবিতাটি দেখে আর মন্ত্যব্য করার লোভ টা সামলাতে পারলাম না। কবিতার প্রতিটি স্তবকে স্তবকে ছড়িয়ে আছে কি সুন্দর সুন্দর সব অনুভব!! আমি যেন ঠিক কোন ভাষা খুঁজে পাচ্ছি না।

[ ...কবির কবিতার অনেক অনেক অর্থই থাকতে পারে। তবে এমূহুর্তে কেন জানি মনে হচ্ছিল এই কবিতাটা রাশেদ এবং এস্কিমো'র জন্য খুব মানিয়ে যায়......। যাক কোন কিছুর সাথে জড়িয়ে দিয়ে কবির কবিতাকে সীমায়িত করতে চাই না......]

আবারো বলি কবিতাটা এতই সুন্দর যা আমাকে...এই কলম বিরতির মাঝেও লগ ইন করতে বাধ্য করল।


১৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১০

সুনীল সমুদ্র বলেছেন:


অনেকদিন পর আপনার এ মন্তব্যের জবাব লিখছি।

"...কবির কবিতার অনেক অনেক অর্থই থাকতে পারে। তবে এমূহুর্তে কেন জানি মনে হচ্ছিল এই কবিতাটা রাশেদ এবং এস্কিমো'র জন্য খুব মানিয়ে যায়......। যাক কোন কিছুর সাথে জড়িয়ে দিয়ে কবির কবিতাকে সীমায়িত করতে চাই না-"

আপনার এ চমৎকার উপলব্ধির জন্য প্রশংসা না করে পারছিনা।

একটি বিশেষ সময়ে সাধারণ ব্লগারদের ভালবাসা ঝরে পড়তে দেখেছি রাশেদকে কেন্দ্র করে।

মানুষের জন্য মানুষের ভালবাসার অদ্ভুত সব প্রকাশ- চিরকালই আকৃষ্ট করেছে আমাকে।

মানুষের জন্য মানুষের ভালবাসার সেই অসামান্য প্রকাশ আর অনুভূতিকে মর্যাদা দিতেই রচিত হয়েছে এ কবিতা।

আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৩| ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ২:২২

চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি মুগ্ধ!!!!!!!!!!!!!!
এত সুন্দর কবিতা


অবরুদ্ধ হয়েছো বলেই জেনে গেলে-ভুলে নয়-
তোমার জানালা থেকে তুমি, যথার্থ ব্যাখ্যা ভরেই
পাঠিয়েছিলে এক গোলাপ- ...................চমৎকার প্রকাশ

শুভেচ্ছা জানিয়ে গেলাম ।

০৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৪

সুনীল সমুদ্র বলেছেন:

ধন্যবাদ, চিটি।

৪| ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:২২

লুলুপাগলা বলেছেন: এক কথায় অপূর্ব সুন্দর কবিতার জন্য শুভেচ্ছা। লেখা দিতে এত দেরী করেন কেন? আরো লেখা চাই দ্রুততম সময়ে।

০৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

সুনীল সমুদ্র বলেছেন:

আপনাকেও শুভেচ্ছা।

ঠিকই বলেছেন। চেষ্টা করি দ্রুত লেখা দিতে।
কিন্তু নানাদিকে ব্যস্ততার জন্য হয়ে ওঠেনা।
কিভাবে কেমন করে যেন...কেবলই দেরী হয়ে যায়।

৫| ০৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:০৬

পথিক!!!!!!! বলেছেন: ভাল লাগল , বেশ ভাল

৬| ০৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:০৬

পথিক!!!!!!! বলেছেন: ভাল লাগল , বেশ ভাল

৭| ০৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৯

িলমন বলেছেন: অসাধারন

৮| ০৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:২৯

আবু সালেহ বলেছেন: সুনীল ভাই

কি করে যে লিখনে এত ধার নিয়ে আসেন সেটাই বুঝিনা...
আমি তো পারি না তার একাংশও লিখতে...

লিখে যান...
অসাধারন লিখা...

৯| ০৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৫

সামী মিয়াদাদ বলেছেন:

আপনার কবিতা সবসময় পড়া হয়ে ওঠেনা, সে জন্য নিজের কাছেই খারাপ লাগে। এতো সুন্দর একটি কবিতা বেশ দেরীতে পড়লাম।

তবুও কি পারবে না ভুলে যেতে-একটি ভুলের আঁচড়ে আঁকা
বিবেচনাহীণ, রূঢ় সেই
সাময়িক শব্দ-বিরতি?

এতোটা উদার কি কেউ হতে পারে? আমি হয়তো পারি....হয়তো পারিনা

ভাল থাকবেন কবি।

১০| ০৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৭

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সুনীলদা... ক্যামন আছেন?
কতদিন আপনার কবিতা শুনি না :(
একটা স্বরচিত আবৃতির আসর বসাইলে ক্যারম হয়?

১১| ০৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪০

কৌশিক বলেছেন: এক্সিলেন্ট বস।

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪২

সুনীল সমুদ্র বলেছেন:

অনেকদিন পর আমার ব্লগে কৌশিকদার মন্তব্য পেলাম।
ভালো লাগলো।

১২| ০৯ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: কেমন আছেন সুনীল সমুদ্র...........।অসাধারন লিখেছেন।

"তোমার স্বতঃস্ফূর্ততা অবরুদ্ধ হয়েছে বলেই
জানতে পারলে 'ভালোবাসা'
এমন তীব্র ছড়িয়ে আছে-তোমার জানালার চারপাশে।"

মুগ্ধতা রেখে গেলাম।
শুভেচ্ছা।

১৩| ০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৬

আইরিন সুলতানা বলেছেন: তুমিতো দেখেছো-ই কেউ কেউ, তোমার জন্য, কী প্রবল বিসর্জনে
ফিরিয়ে দিয়েছে সব খ্যাতি-
সব প্রশংসিত, সন্তানসম, শব্দমালা তাঁদের..
----------------------------------------------------------

দারুণ এক অনুভূতি হলো পড়তে গিয়ে...

১৪| ১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:১৪

শেখ জলিল বলেছেন: তুমিতো দেখেছো-ই কেউ কেউ, তোমার জন্য, কী প্রবল বিসর্জনে
ফিরিয়ে দিয়েছে সব খ্যাতি-
সব প্রশংসিত, সন্তানসম, শব্দমালা তাঁদের..।
....মনের কথা। খুব ভালো লাগলো কবিতাটি।

১৫| ১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:১৭

কালপুরুষ বলেছেন: এক কথায় অসাধারণ! মন ছুঁয়ে গেল।

নববর্ষের শুভেচ্ছা।

১৬| ১৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৬

রাশেদ বলেছেন: অসাধারন। ইবুকে আপনার নাম দিতে আমি ভুলে গেছিলাম। :(

শুভ নববর্ষ।

ভালো থাকুন।

১৭| ১৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২২

সুনীল সমুদ্র বলেছেন:


শুভ নববর্ষ রাশেদ।আশাকরি ভাল আছেন।
আপনাকে নিয়ে লেখা একটি কবিতা অনেকদিন পরে হলেও আপনার নজরে এসেছে, সেটি ভালো লাগলো।

ইবুকে নাম দিতে ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। আমি এখনো ঠিক রেগুলার লেখক নই।

আর তাছাড়া, আমি হয়তো একটু আড়ালেই থাকতে চাই।
এইতো, আর ঘন্টাখানেক পরেই পোষ্ট করতে যাচ্ছি আমার পরবর্তী কবিতা-

"আমিতো থাকতে চেয়েছি আড়ালেই..."

১৮| ১৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৫

রাশেদ বলেছেন: হু, আপনার লেখা আগেও চোখে পড়ছে। কিন্তু ইবুক করার সময়ে আপনার নাম যে কেম্নে ভুলে গেলাম। আমি নোটপ্যাডে কিছু নাম লিখে রেখেছিলাম। আপ্নিও ছিলেন তাদের মাঝে, কিন্তু পরে ভুলে গেছি। :(

আসলে খুব সময় পাওয়া যায় নাই এইবার। পরের বার যদি হয় আপনি অবশ্যই আছেন। আর অনেকেই বারবার বলা সত্বেও অনুমতি দেন নাই। :(

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪১

সুনীল সমুদ্র বলেছেন:
রাশেদ,


বি চিয়ার্স ব্রাদার।
কোন অসুবিধা নেই।
ই বুকে একজন অনিয়মিত ব্লগারের লেখা বাদ পড়াটা এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়।

আপনাদের উদ্যোগটি ভীষণ ভাল ছিল।
আমি বরাবর এরকম ভাল উদ্যোগের স্বপক্ষে।
আপনাদের সংকলন অনেকেরই হৃদয় ছুয়ে গেছে।

একটু আগে দেখলাম মুকুল তার অনুভূতি, তার ভাল লাগার কথা জানিয়ে পোষ্ট দিয়েছে।
প্রথমদিন প্রত্যুতপন্নমতি-ও তার বিশেষ অনুভুতির কথা লিখেছিল কোন এক মন্তব্যে।

আমি যে কোন বিষয়কেই 'টোটাল ইফেক্ট' দিয়ে বিচার করি।
যখন দেখেছি রাশেদের ব্যান হওয়ার বিপক্ষে ছিল ব্লগারদের টোটাল অনুভূতি-তখনই রাশেদ আমার কবিতায় চলে এসেছে স্বতঃস্ফূর্তভাবেই।

আপনাদের ই-বুক নিয়ে ব্লগের টোটাল ইফেক্ট খুবই পজিটিভ।
আমি আসলে সবার সম্মিলিত এই ভাললাগা বোধটাকেই মর্যাদা বা গুরুত্ব দিতে চাই।

ভালবাসা ও ভাললাগার মধ্য দিয়ে ব্লগারদের মধ্যে আত্মিক বন্ধন ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাক, আমার প্রত্যাশা এটাই।

আপনার জন্য শুভকামনা।



১৯| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৫

জ্বিনের বাদশা বলেছেন: অসাধারণ হয়েছে @ সুনীল সমুদ্র ... যেকোন প্রিয় ব্লগারকেই উৎসর্গ করার মতো

আপনার মতো ধীমান ব্লগারের দেখা এত দেরীতে পেলাম সেটা আমার লজ্জা ... :(
আপনারও দোষ আছে ;), খুব কম লিখেন, তাইনা?

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৮

সুনীল সমুদ্র বলেছেন:
ধন্যবাদ জ্বিনের বাদশা।
আমার ২০০৬, ২০০৭ এর লেখাগুলোতে আপনার মন্তব্য ছিল্।

হ্যাঁ, খুব কম লিখি।

মাঝখানে বিরতি ছিল অনেক।
তবে চেষ্টা করছি একটু রেগুলার হতে।

২০| ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৪

মুকুল বলেছেন: অসাধারণ!!! ধন্যবাদ কবি :)
*****

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫০

সুনীল সমুদ্র বলেছেন:

ধন্যবাদ মুকুল।
কেমন আছেন আপনি?

২১| ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৭

মুকুল বলেছেন: ভালো আছি। আপনার কবিতা অনেক দেরিতে পাই। অবশ্য ভালো জিনিস দেরিতে পেলেও সমস্যা নাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.