![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ধরে ভাবছি তোমাকে কথা গুলো বলবো কিন্তু বলা হয়ে উঠে নি…আসলে তোমার ছোয়ায় কোথায় যে হারিয়ে যাই আমি তা নিজেই বলতে পারি না…তাই কথা গুলো বলাও হয় না আর যখন মনে পরে তখন চোখ খুলে দেখি তুমি নেই…কেন যেন আজ তোমাকে পেয়েও তোমার অনুভুতির ছোয়ায় হারিয়ে যেতে পারি নি…তাই আজ তোমাকে মন খুলে কথা গুলো বলা হবে…খুব ইচ্ছে করে জড়িয়ে ধরতে তোমাকে কিন্তু পারি না … যতবার চেষ্টা করেছি শুধু তোমাকে স্পর্শ করতে পেরেছি…তোমার অনূভুতি পেয়েছি কিন্তু তোমায় জড়িয়ে ধরতে পারিনি…চেয়েছিলাম তোমাকে জড়িয়ে ধরে চোখের জলের সাথে বুকের কষ্টগুলো ধুয়ে মুছে ফেলবো কিন্তু পারিনি…চোখের পানি ফেলেছি বহুবার কিন্তু তাতে কষ্টগুলো মুছে যায়নি…অনেকভাবে তোমাকে জড়াতে চেয়েছি এই বুকের মাঝে কিন্তু তা হয়নি…জানি হয়তো তা কখনোও সম্ভব নয়…তাও মাঝে মাঝে তোমায় এইভাবে খুজি…কিন্তু হঠাৎ তুমি না বলে কোথায় হারিয়ে যাও…লুকিয়ে যাও কন গহিনে…হাজার খুজেও তোমার খোজ মেলে না…চেয়ে থাকি ওই মেঘহীন আকাশে…হয়নি পাওয়া তোমাকে…মনের আশা শূন্যই রয়ে গেল…শূন্য মন শূন্যই থেকে গেল…
আজকের এই দুপুরের হঠাৎ ঝুম বৃষ্টি দেখে বারান্দার সামনে বসে লিখে ফেললাম…বৃষ্টি তোমায় নিয়ে…
--শূন্য আমি--
©somewhere in net ltd.