নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাওয়া না পাওয়ার মাঝে

শূণ্য_আমি

নিরব চেয়ে থাকা

শূণ্য_আমি › বিস্তারিত পোস্টঃ

হাশরের ময়দান

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৪

হাশরের ময়দানে যখন সকল মানুষ তার স্ব-স্ব বিচারের প্রতীক্ষায় অপেক্ষা করতে থাকবে বছরের পর বছর, সেদিনের সেই উম্মুক্ত ময়দানে থাকবে না কোন সামিয়ানা, থাকবে না কোন সাহায্য
কারী , থাকবে না কোন বন্ধু থাকবে শুধু দুনিয়ায় করে যাওয়া সৎ আমল।

হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রসুল (সঃ) বলেছেন, সাত প্রকার লোককে আল্লাহ তা'য়ালা হাশর ময়দানে নিজের আরশের ছায়ায় স্থান দেবেন। যখন সে ছাড়া আর কোন ছায়া থাকবে না। তারা হলেনঃ

(১) মুসলমানদের সুবিচারক ও ইনসাফগার শাসক ও বাদশা।

(২) সেই যুবক যে আল্লাহ তা'য়ালার বন্দেগীতে জীবন অতিবাহিত করেছেন।

(৩) যে ব্যক্তির অন্তর মাসজিদ থেকে বের হওয়ার পর পুনরায় মাসজিদে প্রবেশ না করা পর্যন্ত মাসজিদের সাথেই সংশ্লিষ্ট থাকে। অর্থাৎ তার অন্তর থাকে মাসজিদে, দেহ থাকে বাইরে।

(৪) যে দু'ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন এবং সেই মহব্বতের জন্যই তারা একত্রিত হন। এবং সেই মহব্বতের কথা স্মরণরেখেই পরস্পর থেকে পৃথক হন।

(৫) যে ব্যক্তি নিভৃতে একাকী অবস্থায় আল্লাহর যিকির করে এবং তার ভয়ে নয়ন যুগল হতে অশ্রু প্রবাহিত হয়।

(৬)যে ব্যক্তিকে কোন পরমাসুন্দরী ও অভিজাত শ্রেণীর মহিলা ব্যভিচারের জন্য আহ্বান জানালে সে সুস্পষ্টভাবে এ জওয়াব দেয় যে, আমি আল্লাহ তা'য়ালাকে ভয় করি।

(৭) যে ব্যক্তি এমন সংগোপনে দান করে যে, তার বাম হাত জানেনা তার ডান হাত কি দান করেছে। (বুখারি, মুসলিম)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.