![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-"আশরাফ ভাই কেমন আছেন ?
অনেক দিন পর দেখা । অনেক দিন পর দেশে ফিরলেন বুঝি ? "
চিন্তায় পড়ে যান আশরাফ আবীর । অনেক ভেবেও জয়াকে চিনতে পারে না । চিনবেই বা কিভাবে জয়া তখন সেভেনে পড়ে যখন আশরাফ পাড়ি জমিয়েছিল UK তে । যাবার আগে শেষবার আশরাফ যখন জয়াদের বাড়ি এসেছিল , তখন জয়ার মা দুই কাপ চা বানিয়ে বলল "যা লুবনাদের দিয়ে আস" । আশরাফ তার বড় বোন লুবনার ক্লাসমেট ।হেব্বি তুই তাই সম্পর্ক তাদের । সেই সম্পর্কের লেজ ধরে লুবনার বোন জয়ার হাত থেকে চায়ের কাপটা হাতে নিতে নিতে জয়াকে দুস্টামির ছলে বলেছিল, " এক কাপ চায়ে আমি তোমাকে চাই "
লুবনা বলেছিল," তুই ওর সাথে ফাইজলামি করিস না । ও লজ্জায় মরে যাবে ।"
না লজ্জায় মারা যায় নাই জয়া ।
কিন্ত ঐ একটা লাইন -"এক কাপ চায়ে আমি তোমাকে চাই " জয়ার জীবনে আমূল পরিবর্তন আনে।সে প্রতিনিয়ত স্বপ্নে আশরাফ কে দেখে । মজার ব্যাপার সেইসব স্বপ্নে মাঝে মাঝে আশরাফ থাকে তার স্বামী । আর পাক্কা গৃহিণী জয়া শাড়ির আচল কোমরে বেধে আশরাফকে বলে "এই নাও তোমার চা । এবার আমাকে ধন্য কর। "এসব কথা জয়া কখন কাউকে বলে নাই । মাঝে মাঝে জয়া শুধু শুধু চা বানাত । নিজেও খেত না , কাউকে দিতও না।
আশরাফ অপ্রস্তুত ভাব কাটাতে কাটাতে বলে , "ভাল আছি" যদিও জয়াকে সে এখনও চিনতে পারে নাই ।
জয়া বলল "চলেন পাশের দোকানে বসে চা খেতে খেতে আপনার গল্প শুনব "
আশরাফের জরুরী কিছু কাজ আছে , তারপরও চায়ের দোকানের দিকে পা বাড়ায় । জয়াকে না চিনলেও অষ্টাদশী সুন্দরী তরুনীর প্রস্তাব উপেক্ষা করার সাধ্য তার নাই ।
©somewhere in net ltd.