নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই, তবু কাব্যেই আমার বিচরণ। S.s.Sunny

sunny09

হাতে রয়েছে বিশ্ব, যদিও আমি নিঃস্ব।

sunny09 › বিস্তারিত পোস্টঃ

অন্তত একজনের চেয়ে ভাল আছি

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯

নাম কবির হোসেন । নবম শ্রেণীতে পড়ে । ক্লাসের সব ছেলেমেয়ে তাকে কবির ভাই ডাকে ।
দু- দুবার ফেল করা ছাত্র , তাই সম্মান একটু বেশী ।
কবিরের দুটি বিশেষ গুন হল একটি ক্লাসের অন্যান্যদের চেয়ে সে একটু বেশি পরিপাটি
আর তার হাতের লেখা একশতে একশ পাওয়ার মত সুন্দর ।
সবদিক দিয়ে মোটামুটি ভাল কিন্তু লেখাপড়ার ব্যাপারে এক্কেবারে লবডস্কর ।

নবম শ্রেণীর মীড টার্ম শেষ । রেজাল্ট ঘোষণার একদিন আগে সব সাবজেক্টের টিচাররা
ক্লাশে কাশে প্রত্যেক সাবজেক্টের প্রাপ্ত নম্বর আলাদা আলাদা করে জানিয়ে দেন ।
ইসলাম ধর্ম পরীক্ষায় কবির পরীক্ষার খাতায় প্রশ্ন যা ছিল হুবুহু উত্তরপত্রে তাই লিখে চলে এসেছিল ।
হুজুর মনে হয় পরিস্কার পরিচ্ছন্নতার জন্য কবিরকে ৫০ এর মধ্যে ১ নাম্বার দেয় ।

৫০-এ ১ নাম্বার পাওয়ার পরেও কবির হোসেন দেখা গেল বেস হাসিখুশি ।
সহপাঠীরা জিজ্ঞেস করে, কি ব্যাপার কবির ভাই , ৫০-এ ১ পাওয়ার পরও এত হাসিখুশি কিভাবে ? B:-)
কবির হোসেন বলে, আহাদ ৫০-এ ০ পেয়েছে । অন্তত একজনের চেয়ে ভাল আছি । :)


মোরাল : দশজনের চেয়ে নয় , অন্তত একজনের চেয়ে ভাল অবস্থানে থেকে যে সন্তুষ্ট থাকে সেই প্রকৃত সুখী ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১

িত্রস্তান বলেছেন: আমিও বেশ ভাল আছি।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৫

বর্নিল বলেছেন: ভাল বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.