নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই, তবু কাব্যেই আমার বিচরণ। S.s.Sunny

sunny09

হাতে রয়েছে বিশ্ব, যদিও আমি নিঃস্ব।

sunny09 › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন রইল...

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

একবার মোল্লা নাসিরুদ্দিন কাজীর ( বিচারকের ) দায়িত্ব পালন করছিলেন ।
বাদি তার বক্তব্য বলল । বক্তব্য শুনে মোল্লা নাসিরুদ্দিন বললেন "ঠিক , তোমার কথা ঠিক ।"
আসামীও তার বক্তব্য বলল। বক্তব্য শুনে মোল্লা নাসিরুদ্দিন বললেন "ঠিক , তোমার কথা ঠিক ।"
সাক্ষী বলল , "হুজুর একসাথে তো দুইজনের কথা ঠিক হতে পারে না ।"
মোল্লা নাসিরুদ্দিন বললেন , " ঠিক , তোমার কথাও ঠিক "

কৌতুকটির কথা মনে পড়ে TV তে টকশো দেখতে গিয়ে -
আওয়ামীলিগের প্রার্থী যখন বক্তব্য রাখেন তখন মনে হয় উনি ঠিক বলছেন, (ধরে নিলাম)
বিএনপি প্রার্থী যখন বক্তব্য রাখেন তখন মনে হয়ওনার কথাও ঠিক । (ধরে নিলাম)
আবার যখন সুশীল সমাজের প্রতিনিধির কথা শুনি তখনও মনে হয় উনিও ঠিকই বলছেন ।(ধরে নিলাম)

মাননীয় রাজনীতিবিদ আর চিন্তাবিদরা আপনারা সবসময় ঠিকই বলেন , কিন্তু সঠিক কাজটি করেন কি ?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৫

নতুন বলেছেন: আপনার লেখাটিও ঠিক.. ;)

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩০

sunny09 বলেছেন: বুঝছি, আপনার মন্তব্যও ঠিক :(

২| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:

ওরা কেহ ঠিক বলেনা, আপনি নিজেই মোল্লা নাসির হয়ে গেচএণ।

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

sunny09 বলেছেন: (ধরে নিলাম) অংশটুকু মনে হয় আপনার চোখ এড়িয়ে গেছে :D

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০০

সুলতানা রহমান বলেছেন: আমি হইলে প্রশ্ন করতাম, তাহলে বেঠিক কি আমি? সবকিছু বেঠিক দেখি

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

sunny09 বলেছেন: আপনার মাথায়ও দেখি আমার মত প্রশ্নরা উকিঝুকি মারে :D

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

গেম চেঞ্জার বলেছেন: আমি তো দেখছি আপনার লেখার মুল কথা ঠিক, যে প্রশ্নটি রেখেছেন সেটিও ঠিক। এমনকি আমি যে কথা লিখলাম এগুলোও ঠিক। B-))

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

sunny09 বলেছেন: কথা সত্য B:-/

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪

আরণ্যক রাখাল বলেছেন: ঠিক লিখেছেন

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

sunny09 বলেছেন: হতে পারে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.