নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই, তবু কাব্যেই আমার বিচরণ। S.s.Sunny

sunny09

হাতে রয়েছে বিশ্ব, যদিও আমি নিঃস্ব।

sunny09 › বিস্তারিত পোস্টঃ

দীক্ষা

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০০


বালিকা বলিল, "কবি হইবারে চাহি গুরু, দীক্ষা দিন।"
গুরু কহিলেন, "এসো তবে ওষ্ঠ চুম্বন কর।
এই ওষ্ঠ হতে অনর্গল নির্বাহিত হয় যত জাগতিক কবিতা।
এসো, আরও কাছে, আলিংগন কর। স্পর্শ নাও এই বুকের।
এধারেই লুকায়িত আছে অফুরন্ত ভালবাসা।
গ্রহণ কর এবং ছড়িয়ে দাও পংতি মালায়।
তবেই হবে কবিতা ,কবি মনের সুখ।
ভালবাস, কস্ট পাও,ঘৃণা কর তবেই তুমি কবি।
মনে রেখো, কবিরা সার্থক হয়,
সার্থক মানষেরা কখনো কবি হইতে পারে না''

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে, আপনি সত্য বলেছেন। প্রায় ৫ হাজার কবিতা লেখার পর মনে হলো আমিতো কবি হতে চাই না।


এখন নাতনিদের সাথে আমি হাসি এবং খেলি।

কষ্ট এবং ঘৃণা আমি একদম পছন্দ করি না।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬

sunny09 বলেছেন: ৫০০০ কবিতা ? সেতো সংখ্যায় অনেক। কবিকে অভিনন্দন।

২| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৬

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪

sunny09 বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: sunny09 ,




বেশ ভালো লেখা, ভাবে ও বাক্য সজ্জায় ।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫

sunny09 বলেছেন: :)

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে বাড়াবাড়ি করে মহোপন্যাস শেষ করেছি এবার পণ করেছি, সব কবিতা টাইপ করব।

বিশ্বাস করি আপনাকে পাশে পাব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.