![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে অনেক দিন আগের কথা। ঘটনার নায়ক আমার এক বন্ধুর চাচা।
নাম তার মজিদ যিনি মেট্রিক পরীক্ষায় চার চারবার ফেল করেছিলেন।
প্রথমবার ফেল করেছিলেন বাংলায়।
ফেল করেই সব সাবজেক্ট বাদ দিয়ে বেশী বেশী বাংলা পড়তে লাগলেন।
দ্বিতীয়বার পরীক্ষা দিলেন। এবার ফেল করলেন অংকে।
এরপর তিনি সব সাবজেক্ট দিয়ে বেশী বেশী অংক কষতে লাগলেন ।
পরীক্ষায় অংকে ভালই করলেন কিন্তু ফেল করলেন ইংরেজীতে।
চতুর্থবার নাওয়া খাওয়া বাদ দিয়ে রাত দিন শুধু ইংরেজী নিয়ে পড়ে রইলেন
এবং প্রতি বারের মত এবার ভূগোলে ফেল করলেন।
ঘরের সবাই যখন তাকে গালমন্দ করতে লাগলেন।
সবাই বলতে লাগল , " তুই পেয়েছিস কি?
একবার অংকে ফেল করিস , আরেকবার ইংরেজীতে ফেল করিস"
সবার গাল মন্দ শুনতে শুনতে এক পর্যায়ে মজিদ রেগে গিয়ে বলে উঠল-
"এক মজিদ কত দিকে সামলাবে?"
হায়! মজিদ সাহেব যদি এ জমানায় জন্মাতেন তবে
তিনি নিশ্চিন্তে এ-প্লাস পেতেন সাথে একখান বেলা বিস্কুট।
যাই হোক মজিদ সাহেব ৫ম বারে ঠিকই পাস করেছিলেন
এবং জীবন যুদ্ধে সংগ্রাম করে এখন তিনি বিরাট কোটিপতি।
মোরালঃ ফেলিয়র ইজ দা পিলার অফ অল সাকসেস।
২| ০৭ ই মে, ২০১৭ সকাল ১০:৫০
সঞ্জয় নিপু বলেছেন: হা হা ঠিকিই তো বলছে এক মজিদ কত দিকে সামলাবে !
০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০
sunny09 বলেছেন: না সামলিয়ে যাবে কই ?
৩| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১
ধ্রুবক আলো বলেছেন: ঠিকই বলেছেন +
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৭ রাত ৩:০৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেগে থাকতে হয়।