নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই, তবু কাব্যেই আমার বিচরণ। S.s.Sunny

sunny09

হাতে রয়েছে বিশ্ব, যদিও আমি নিঃস্ব।

sunny09 › বিস্তারিত পোস্টঃ

বিষয়: অভয়মিত্র ঘাট

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩০



ফিরিঙ্গী বাজার নিবাসী রায়বাহাদুর অভয়া চরণ মিত্রের নামের স্মারকরূপে ফিরিঙ্গী বাজারের
নিকটবর্তী কর্ণফুলী নদীর অভয় মিত্রের ঘাটের নামকরণ হয়েছে। তাঁর পৈতৃক নিবাস ছিল
ঢাকা জিলার বিক্রম পরগনার কামার পাড়া গ্রামে। তাঁর পিতা ব্যবসা উপলক্ষে চট্টগ্রামে বসতি
স্থাপন করেন। তিনি ফিরিঙ্গী বাজারস্থ পৈতৃক বাস ভবনে জন্মগ্রহণ করেন। অভয়াচরণ মিত্র
১৮৯২ খ্রিস্টাব্দে লুসাই যুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে খাদ্য সরবরাহ করে প্রভুত অর্থ উপার্জন করেন।
(তথ্যসূত্র : বন্দর শহর চট্টগ্রাম : আহমেদ আমিন চৌধুর)

বর্তমান সময়ে এখন প্রচুর মানুষের আনাঘোনা হয় এই অভয়মিত্র ঘাটে।
কেউ একে বলে নেভাল ২ কেউবা চট্টগ্রামের হাতিরঝিল।
নাম যাই হোক, মনোরম এই স্থানকে ভালভাবে রক্ষণাবেক্ষণ করলে
এই স্থানটি একটি ভালমানের পর্যটন শিল্প হয়ে উঠবে। প্রয়োজন কিছু যথাযত উদ্যেগের।
শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর এইদিকে পড়লেই হয়।

আরো একটা ব্যাপার, অভয়মিত্র ঘাট এবং পাশ্ববর্তী ব্রিজঘাটের সমন্বয়ে যদি কখনও
এর কাঙ্ক্ষিত সংস্কার হয়ও তখন যেন এইস্থানের নামটা অন্তত পরিবর্তন করা হয়।
মাস্টারদা সূর্যসেনের মত মানুষদের ভুলে গিয়ে কোন রায়বাহাদুরের নামের স্তাবকতা করার পক্ষপাতি আমি নই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

রক বেনন বলেছেন: পোস্টে আরও কিছু সুন্দর ছবি যোগ করলে ভালো হত!

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

sunny09 বলেছেন: পরবর্তীতে অভয়মিত্রের ঘাটে গেলে ভাল কিছু ছবি তুলে রাখব। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: পোষ্ট ভালো লেগেছে+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.