নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুরাইয়া বীথি ব্লগ

সুরাইয়া বীথি

খুব অভিমানী, রাগী আর বন্ধু প্রিয় !!

সুরাইয়া বীথি › বিস্তারিত পোস্টঃ

ঘুম নেই !!

১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৮

কথায় আছে রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে !! কিন্তু সেই রাতই যদি শেষ না হয় তাহলে প্রভাত আসবে কি করে ?? চারিদিক ঘুটঘুটে অন্ধকার,, কয়েকটা মশা এসে খুব জ্বালাতন করছে !! এই মশা গুলোর সত্যিই কোন কাজ নেই,,, জীবনটা একদম জ্বালিয়ে খেলো !! রাত যত গভীর হয়, মানুষের দু চোখের ঘুম আরো গভীর হয় !! তবে আমার কেন এমনটা হয় ?? সারাদিন এত্ত ব্যস্ত থাকা সত্ত্বেও রাতে যে একটু শান্তিতে ঘুমাব তাও পারি নাহ !! আগে আমার সাথে কখনোই এমনটা হত না !! যখন ভাল লাগে না তখন এফএম শুনি, গান শুনি,, তবু ও যেন নিঝুম রাতের শেষ হয় না,, দু চোখের পাতা বুজে অঘোরে ঘুম আসে নাহ,, অথচ সারা দেশটাই এখন এক নিস্তব্ধতায় ছেঁয়ে আছে,, চারিদিকটা কি শুনশান নীরবতায় ঢেকে আছে !! তবে খুব একটা খারাপ লাগে নাহ যখন একা একা অন্ধকার রাতে বিছানায় শুয়ে থেকে ঐ বাঁকা চাঁদের স্নিগ্ধ আলোর ছটা গায়ে এসে ছড়িয়ে পড়ে !! কিন্তু আজ কেন জানি চাঁদটাকে ও দেখা যাচ্ছে না,, হঠাৎ কেন জানি খুব ইচ্ছে হচ্ছে এই নিঝুম রাতে যদি সাগর পাড়ের বালুকা বেলায় পায়ের পাতা ভিজিয়ে ঝিরিঝিরি বাতাসে হাঁটতে পারতাম ?? যদি সেই প্রিয় মানুষটা আমার হাতটা ধরত শক্ত করে আর ঝিঁঝিঁ পোকারা এসে কানে কানে শুনিয়ে দিয়ে যেত জানা অজানা কোন গল্পকথা ?? জোনাকির আলোতে সাগর পাড়ের চারিদিকটা যদি হয়ে উঠত আলোকময় ?? তবেই হয়ত তন্দ্রাহীন এই নিঝুম রাতের যথার্থতা খুঁজে পেতাম !! আজ এই দু চোখে নেই ঘুম, আছে শুধুই স্বপ্নাপলুত কল্পনাবিলাসী ব্যাকুলতা ! !

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৯

মহা সমন্বয় বলেছেন: কথায় আছে রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে !! কিন্তু সেই রাতই যদি শেষ না হয় তাহলে প্রভাত আসবে কি করে ?
এ তো বড়ই চিন্তার বিষয়। #:-S

১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৮

সুরাইয়া বীথি বলেছেন: হুম আসলেই খুব চিন্তার বিষয় ! জীবনটা চিন্তা করতে করতেই কেটে গেল !

২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৫০

সাগর মাঝি বলেছেন: আজ এই দু চোখে নেই ঘুম, আছে শুধুই স্বপ্নাপলুত কল্পনাবিলাসী ব্যাকুলতা!!

সত্যিই রাতের বেলা এখন আর ঘুম আসেনা।
ভাবনায় বসে থেকে রাতটা কাটিয়ে দেই।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:০০

সুরাইয়া বীথি বলেছেন: হুম এখন তো ভাবতে ভাবতে যদি সময় পাই তাহলে ঘুমাই, ঘুমানোর ফাঁকে ফাঁকে ভাবা হয়ে ওঠে নাহ !

৩| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৯

সাগর মাঝি বলেছেন: ঠিক তাই

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১০

সুরাইয়া বীথি বলেছেন: হুম সেটাই !

৪| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৯

সুরাইয়া বীথি বলেছেন: হুম

৫| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৪

নুর আমিন লেবু বলেছেন: আপুনি ঘুম আসে না।।। সেইম আমারও।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৮

সুরাইয়া বীথি বলেছেন: হাহা দাদা সব এক গোয়ালের কাউ !

৬| ১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০১

Dr. ABIR বলেছেন: ভাল লিখেছেন

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৯

সুরাইয়া বীথি বলেছেন: ধন্যবাদ !

৭| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৩

বিজন রয় বলেছেন: অনেক কল্পনার সমাহার।
++++

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৬

সুরাইয়া বীথি বলেছেন: হুম কথা সত্য ! তবুও কল্পনাই জীবন ! বাঁচার প্রেরণা !

৮| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮

অন্তঃপুরবাসিনী বলেছেন: আমার ও মাঝে মাঝে রাতে ঘুম আসে না। :(

শুভ ব্লগিং আপু ! !:#P

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৪

সুরাইয়া বীথি বলেছেন: ধন্যবাদ আপুনি ! ভাল থেকো

৯| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৭

আহমেদ রাতুল বলেছেন: ঘুম নেই, রাত যত গভীর হয়, একটার পর একটা সিগারেট নিঃশেষ হয়। প্রভাত তত নিকটে আসে। আবার শুরু হয় হতাসার দিন।

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

সুরাইয়া বীথি বলেছেন: তবে ভাইয়া সিগারেটের দুনিয়া থেকে নিজেকে মুক্ত করতে পারলে আশা করি হতাশা থেকে মুক্তি পাবেন ! ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.