নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই, বিদ্রোহী।

মাস্টার দ্য গ্রেট

আমি নতুন, আমি কচি, আমি ঝড়ে নিঃসংশয়ে টলি। বেশি কিছু জানতে ফেসবুকে [email protected] এ ঘুরে আসুন।

মাস্টার দ্য গ্রেট › বিস্তারিত পোস্টঃ

এমনই হচ্ছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ভীষণ জটিলতার মধ্য দিয়ে কাটছে দিন । বাহ্যিক জটিলতা না , মানসিক জটিলতা । সিদ্ধান্তহীনতায় ভুগছি , " বন্ধুত্ত্ব আর ভালবাসা "।

মেয়েটির সাথে বন্ধুত্ত্ব হয় কাকতালীয় ভাবে । গভীর থেকে গভীরতায় চলে যাচ্ছে বন্ধুত্ত্বের এই সম্পর্ক । বিপদে-আপদে, সুখে-দুঃখে, প্রয়োজনে-অপ্রয়োজনে পাশে থাকার চেষ্টা করি ; কারণ ঐ সময় আমার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশী অনুভব করে সে ।

ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছি , স্যরি ধীরে ধীরে না; যতই ওর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করি ততই মুগ্ধ হই । কিছু কিছু ব্যাপারে ওর গৃহিত সিদ্ধান্তগুলো একদম আমার মায়ের মত ।

এক বন্ধু একবার জিজ্ঞেস করেছিল ,

=> কিরে তুই নাকি সায়ন কে ভালোবাসিস ?????

হুম রে দোস্ত , ভালোবেসে ফেলেছি । অনেক বেশী ভালবাসি । তোর ভাবী সায়ন ই হবে ।

এই ঘটনার কিছুদিন পর সায়নের সাথে দেখা হয় । সে সন্দেহের চোখে জিজ্ঞেস করে ,

=> কিরে ! শুনলাম তুই নাকি আমাকে ভালোবাসিস??

আরে ধুর !! পাগল নাকি ??? মিথ্যা কথা । কে বলছে ??? তার নামটা খালি বল । আজ তার একদিন কি আমার একদিন ।

<==> এমনই হচ্ছে ,

একবার মনে হয় ভালবাসার কথা বলে এতদিনের বন্ধুত্ত্ব নষ্ট করে লাভ কী ??

আবার মনে হয়, এতদিনের সম্পর্ককে আজীবনের করতে দোষ কী?

আবার ভাবি, থাক কী দরকার এই সময়ে জীবনে এত জটিলতা আনার ? যেমন কাটছে দিন ,কাটুক না ।



থাকুক না ভালবাসা; বন্ধুত্ত্বের কাছে পরাজিত হয়েই ।

dedicated to

Sayantika Saha written by Surjasen Saha

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.