![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন, আমি কচি, আমি ঝড়ে নিঃসংশয়ে টলি। বেশি কিছু জানতে ফেসবুকে [email protected] এ ঘুরে আসুন।
ধরেছ কখনও গাইতি শাবল ?
খুড়েছ এই কঠিন মাটি ?
বুঝবে তবে কেমন করে
কারা আসল দেশের লাঠি ?
মদ গিলছো বাপের টাকায়
উল্লাসে বসবাস ।
হয়নি সময়, নয় কি করার
চরিত্রের চাষাবাস ?
মরছে মানুষ মারছে কারা ?
ছুড়ছে কারা ঢিল ?
তাদের সাথে পাচ্ছি যেন
কাক শকুনের মিল ।
খুলে বস্তা , লিখে সস্তা
গিলছে জনগণ ।
কাব্য ক্ষুধার মিলেনা আহার ,
ভরে না এই মন ।
করছে চুরি, সিনাজুড়ি
ঊড়ে যাচ্ছে জঙ্গি ,
বড়রা আরো হচ্ছে বড়
পড়তে দেবে না নাকি লুঙ্গি ।
বালুর সাথে উড়ছে আলু
কৃষকের কান্না কি আজ কেউ শুনছে ?
ঘুম থেকে উঠে মনে মনে ভাব,
চুল গুলো আজকাল বড্ড বেশি ঝরছে ।
জনগণ নাকি ইনার সাথে,
উনিও বলছেন উনিই রাজা ।
রাজনীতির বেড়াজালে আজ
বুধো পাচ্ছে উধোর সাজা ।
ধুঁকে ধুঁকে যাচ্ছে বুড়ো
লাঠি ক্ষয়ে হচ্ছে শেষ ।
তারই মত হচ্ছে খোঁড়া
আমার সোনার বাংলাদেশ ।
২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৭
মাস্টার দ্য গ্রেট বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪ রাত ১০:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: মরছে মানুষ মারছে কারা ?
ছুড়ছে কারা ঢিল ?
তাদের সাথে পাচ্ছি যেন
কাক শকুনের মিল ।
সুন্দর লেখনী ভাললাগা +