![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন, আমি কচি, আমি ঝড়ে নিঃসংশয়ে টলি। বেশি কিছু জানতে ফেসবুকে [email protected] এ ঘুরে আসুন।
আজ হতে অনেক দিন আগে,
অনেক বার হারানোর অনেক আগে;
ভালবেসে ছুঁয়েছিলাম,
ছুঁয়েছিলাম কাঁশফুলের পাঁপড়ির মতন।
ঘাড়ে মাথা রেখে শুনবো ভেবে
জমিয়ে রেখেছিলাম কবির সুমনের অপ্রকাশিত গান,
রবি ঠাকুরের অলিখিত কবিতার পান্ডুলিপি,
আর অভিধানের বাইরের কিছু শব্দগুচ্ছ;
যা তুমি এবং শুধুই তুমিই পড়তে পারতে।
আমার খসখসে হাত তোকে ধরতে চেয়েছিল তোমায়,
হয়তো হাতের রেখা তোমার বিপরীতে নিয়েছে আমায়,
হয়তো ভালবাসার দেবতা আফ্রোডাইট তার তীর ধনুক বগলদাবা করে পালিয়েছে,
আমাদের জীবন থেকে।
হয়তো মহাপ্রয়াণের অন্তে দাঁড়িয়ে থাকবো
তোমার জন্য,
ভালবাসার অভিশাপে।
২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতার কথা ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৪৬
মাস্টার দ্য গ্রেট বলেছেন: ধন্যবাদ আপনাদের, উৎসাহিত করার জন্যে
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৪৭
মাস্টার দ্য গ্রেট বলেছেন: ধন্যবাদ আপনাদের, উৎসাহিত করার জন্যে
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা জুড়ে আক্ষেপ। মন ছুঁয়ে গেল।