![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন, আমি কচি, আমি ঝড়ে নিঃসংশয়ে টলি। বেশি কিছু জানতে ফেসবুকে [email protected] এ ঘুরে আসুন।
তুমি কোনো নেতার বিপক্ষে করা টেন্ডার বাজির মামলা নও যে,
আজীবন যুক্তি দিয়ে বুঝিয়ে যাবো।
তুমি সংসদের সিক্যুরিটি নও যে, সব কথার উত্তর দিয়ে তোমার অন্তরে যাবো।
তুমি টাইটানিকের রৌজের সেই নগ্ন ছবি যা আঁকা আছে আমার মনের খাতায়।
তুমি সে বিজলীর চমকে দেখা নগ্ন উর্বশী,
সেই একবার দেখা তারপর জনমের বিচ্ছেদ।
তুমি গুগলের মত উন্মুক্ত, আবার সচলায়তন ব্লগের মত সিকিউরড।
তোমার একাউন্টে পাসওয়ার্ড কেবল আমার নাম,
তুমি আমার, আমার, আমার।
সকল শর্ত, বিধি, নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভালবাসতাম, ভালবাসি, ভালবাসব।
©somewhere in net ltd.