নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আজকাল চাঁদের আলোয় আর জ্যোৎস্না হয় না।

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

আজকাল চাঁদের আলোয় আর জ্যোৎস্না হয় না।
ম্যার ম্যারে হলদেটে আলোয় ভরে থাকে চারিপাশ।
দুজনকে চেনে যায় না ওই আলোয়।
সবই ক্যামন জানি, আলিক লাগ।
এই যে তুমি বসে আছ পাশে,
মনে হচ্ছে, এই তুমি সেই তুমি নয়,
অন্য কেউ, অচেনা কোন জন।
অচেনা কেউ আমার কাঁধে মাথা রেখে
আকাশ দেখছে, মৃত আকাশ।
যে আকাশে কোন এক কালে
তারারা ঝলমল করত, বিজ্ঞানীরা
খুঁজে ফিরতো অচেনা কোন নক্ষত্র।
সেই আকাশে আজ ছেয়ে আছে
দশ মাসের পোয়াতি এক ধুসর মেঘ।
ধুলায় ধূসর এই পৃথিবী, জলের আয়নায়
ধরা দেয় তার অসচ্ছ ক্লান্ত মুখ।
ভারি নিশ্বাসের মত লু হাওয়ায়
আমাদের ঘিরে খেলা কর।
তোমার আঁচল আর হাওয়ায়, ওরে না,
নেতিয়ে পড়ে রয় তোমারি পাশে ।
বিষাক্ত মৃত গোখরো সাপের মতো ।
তোমাকে চাওয়ার ছলে হাত বাড়ালে,
ও হাতে এক রাশ ধুলা এসে জমা হয়।
শিশিরের বদলে ছাই জমে শুঁকনো,
পুড়ে যাওয়া ঘাসের ডগায়।
যে হাসি আমাকে বলগা হরিণের
মত ছুটিয়ে নিয়ে যেত,
যে আঁখির মায়া আমায়
কাঁদাত, হাসাত, ভাবাত,
যে স্পর্শ, ছুটিয়ে দিত আনন্দের ফল্গুধারা,
আজ তা বড়ই আহেতুক, মূল্যহীন।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

বিজন রয় বলেছেন: দারুন লিখেছেন। অসাম!!

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ বিজন দা !! ভালো থাকবেন !!

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক!! ভালো থাকবেন !!

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: এই যে তুমি বসে আছ পাশে ,
মনে হচ্ছে এই তুমি সেই তুমি নয়
অন্য কেউ, অচেনা কোন জন ।
অচেনা কেউ আমার কাধে মাথা রেখে
আকাশ দেখছে, মৃত আকাশ ।
যে আকাশে কোন এক কালে
তারারা ঝলমল করত
আমার কথাগুলো আপনি লিখলেন। চমৎকার। জীবন টা কেন যে এমন?

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

রানার ব্লগ বলেছেন: আয় হায় আবার না কপি রাইট মামলায় না পরে যাই :| :P

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই !!

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ তনিমা

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মনের কথাগুলোই বলে দিলেন । অাজকাল সবকিছু বিবর্ণ মনে হয় ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

রানার ব্লগ বলেছেন: বিবর্ণতার ফাঁক গলে বেরিয়ে আসুন, চির সুন্দর পৃথিবী অপেক্ষায় আপনার। ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.