নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুমি নাই তাই মন ভালো নাই

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:১৪

পুর শহরটা দাপিয়ে বেরাচ্ছে এক ধরনের এক শূন্যতা
তোমর উপস্থিতি বিনা পরিত্যক্ত নগরির মত
একা বোবার মাত দাড়িয়ে আছে ঝিমিয়ে পরা ইমারত গুল
দুই একটা শুকন পাতা তপ্ত লূ হাওয়ায়
ভেসে বেরাচ্ছে নগর ময়,

তুমি নেই তাই কোন রিক্সা বাড়ির সামনে এসে
ক্রিং ক্রিং বেল বাজায় না
আটা নয়টার কোন ঝামেলা নাই,
মিল গেটের সাইরেনটাও আর পো করে বেজে ওঠে না।
তুমি নেই তাই সুর্যটাও সময় মতো জাগে না
আমরো ঘুম ভাংগে না তোমার ভেজা চুলের ঠান্ডা ছোয়ায়।

তুমি নাই তাই বড্ড আলসে লাগে,
চাদরে বালিশে ঝর ওঠে না।
টান টান বিছানায় মৃত বৃক্ষ্যের ন্যায় নিস্প্রান ছন্দপতন আমার ।
স্বপ্ন গুলো এখন আর বেড়াতে আসে না।
আকাশ ভেংগে ঝর আসে না, মেঘের গর্জন ও হয় না।
চাদের জোছনা হলুদ আভায় ভাতের মাড়ের মত টল টল করে।

তুমি নাই তাই মন ভালো নাই
মেঘেরা আর ছায়া দেয় না
পাখিদের গলা ভালো নেই।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:২১

অধীতি বলেছেন: কবিতাটি অনবদ্য। অনেক ভালো লেগেছে।কিছু বানানে ভুল আছে,ঠিক করে নেবেন।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। ভুল বানান লেখা আমার একটা রোগ, অবশ্যই ঠিক করে নিব।

২| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: অতি ম নো র ম।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতায় একটা 'নেই নেই' হাহাকার প্রকাশ পেয়েছে।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৯

রানার ব্লগ বলেছেন: হাহাকারের মধ্য থেকেই জন্ম নেয় বেচে থাকার শক্তি।

৪| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪

মনিরা সুলতানা বলেছেন: শুধু তুমি নেই তাই !!
অনেক কিছুই প্রায় সব ই থমকে থাকে।
ভালোলাগা লেখায়।

০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম, ধন্যবাদ !!!!

৫| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কবিতা অসাধারন হয়েছে।ভালো লাগলো।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৫১

রানার ব্লগ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৯

আমি সাজিদ বলেছেন: বেশ

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৫১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৭| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার শব্দশৈলী

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৫২

রানার ব্লগ বলেছেন: কষ্ট করে পড়েছেন এটাই অনেক। ধন্যবাদ।

৮| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



আকাশের মতো সীমাহীন শুন্যতা

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৫৩

রানার ব্লগ বলেছেন: শুন্যতাই এক সময় সংগি হয়ে থাকে।

৯| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০১

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: পাখিদের গলা ভালো হোক, সব 'নাই' স্পর্শের ছোঁয়ায় প্রাণ ফিরে প্রাণবন্ত হোক। কবিতাটি দারুণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনাকেও, আপনিও ভালো থাকুন সব সময়।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৫

মিরোরডডল বলেছেন:



না পাওয়া, শূন্যতা, কষ্টবোধ এসবকিছুর মধ্যেও একটা অন্যরকম ভাললাগা থাকে যেটা কখনোই প্রাপ্তির মাঝে থাকে না । লেখাটা খুবই ভালো লেগেছে আর পড়ার সাথে সাথে যে গানটা মনে পড়লো ওটা শেয়ার করি ?







১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! গান টাও সুন্দর !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.