নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আকাশে আজ এক ফোটা মেঘ নাই। বাতাস পরে গেছে, পুর্ব আকাশে সুর্য ভয়ানকভাবে তেতে আছে, কাস্তে দিয়ে পিঠ চুলকিয়ে মধু ধাধায় পরে যায়, বুক সমান পানি ঠেলে পাট কাটতে যাবে না পশ্চিম পাড়ায় নতুন যাত্রার দল আসছে উজান থেকে সেখানে যাবে, যাত্রা দলে কাঞ্চি নামে এক নর্তকি নাকি বেশ কোমর দুলিয়ে নাচে। মধুর বুকের ভেতর টা শন শন করে উঠে, কাস্তি খানা ক্ষেতের আলে গুজে রওনা দেয় পশ্চিম পাড়ায়। গত রাতে বৌ টা অনেক নখরা করছে এর একটা হ্যাস্ত ন্যাস্ত করা লাগবে, হাটতে হাটতে কখন যে পশ্চিম পাড়ায় চলে এসেছে বুঝতে পারে নাই করিম ওঝার গলা খাকরি শুনে থামলো মধু। কি পঞ্চায়েতের পো জাও কই, করিম ওঝা চোখে ভালো দেখে না তারপরেও ঠিক ঠিক চিনে নেয়, খ্যাক করে জবাব দেয় মধু, কই আর যামু, আর তা দিয়া তোমার কাম কি বুইরা। ফ্যাক ফ্যাক করে কফ মেশানো এক দলা থুথু ছিটিয়ে হেসে বলে করিম ওঝা, শরিলের মধ্যে কি লরে চরে, রক্তে বেশি জোয়ার লাগছে? কাঞ্চি কিন্তুক যারে তারে ভাও দেয় না। কৌতহলি হয়ে ওঠে মধু, ওই বুরা তুমি চক্ষে দেখ না তোয় এত কিছু জান কেমনে? শির্ন মাথা খানা নেরে বলে করিম ওঝা পঞ্চায়েত এর পো বাতাস, বাতাস শুইকা কই। তোমার গায়ে মেয়ে ছেলের গন্ধ, যাও- সামনে থেকে যাও, বমি লাগে।
২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, এত কিছু ভেবে দেখি নাই , প্লট টা মাথায় এলো ভাবলাম তার পর লিখলাম।
২| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
সামিয়া বলেছেন: বেশ ভালো লিখেছেন
২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ সামিয়া !!!
৩| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছোট গল্প নয় মাইক্রো গল্প!
ভালোই লাগলো।
২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! ঠিক মাইক্রো না একে বাড়ানো হবে।
৪| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: অতি চমৎকার।
অল্প কথায় অনেকখানি প্রকাশ ।
২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
৫| ২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৯
নেওয়াজ আলি বলেছেন: মনোরম লিখনি।
২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অল্প কথায় অনেক কিছু বলা হল।অনু গল্পটি বেশ চমৎকার ।