নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

কিছু প্রস্তাব যাহা পুরানো নতুন বোতলে ভরার চেস্টা।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৪৮



১৬ই ডিসেম্বর ২৬শে মার্চ ২১শে ফেব্রুয়ারী আসলেই দেখবেন আলেম সমাজ নামে এক ধরনের বিকারগস্ত গোষ্ঠি রাস্তায় বিভিন্ন উছিলা নিয়ে নেমে যায়, তাদের এই দিন গুলাতেই বা এই মাস গুলাতেই এক ধরনের অসুস্থতা দেখা দেয়। এই যে ভাস্কর্য নিয়া তাদের এত নাচানাচি এটা আর কিছুই না এটা ১৯৭১ এর ধারাবাহিকতা।

এই এরাই ১৯৭১ বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে এখনো করছে। এদের পেছনে পাকিস্তানি গোয়ন্দা সংস্থার সরাসরি মদদ আছে। প্রেসিডেন্ট এরশাদ নিজের আখের গুছাতে এদের ব্যবহার করেছে, বেগম খালেদা তো মাশাল্লাহ পাকিস্তানের খাস দিলের লোক ছিলেন আছেন থাকবেন, ইনি রাজাকারের হাতে দেশের পতাকা তুলে দিয়েছেন।

বাংলাদেশের প্রতিটি নাগরিকদের আয় ব্যায়ের হিসাব দিতে হয় সরকার কে কিন্তু এই মাদ্রাসা কর্তিপক্ষকে কোন রকম হিসাব দিতে হয় না। এই ব্যবস্থা বন্ধ করতে হবে, অন্যন্য প্রতিষ্ঠানের মতো এদেরও আয় ব্যায়ের হিসাব দিতে হবে, এদের আয়ের উৎস কি এটা প্রকাশ করতে হবে, ব্যায়ের খাত দেখাতে হবে। প্রতিবছর মাহাফিলের নামে যে অর্থ এরা পায় তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যরা পারলে এরা কেন পারবে না।

আবাসিক মাদ্রাসা গুলর কার্যক্রম মনিটরিং করতে হবে, এখানকার শিক্ষা ব্যবস্থা কতটা শিক্ষা বান্ধব এটার সুষ্ট মনিটরিং দরকার, বাচ্চাদের সাথে নির্মম অত্যাচার হয় এই ধরনের কার্যক্রম বন্ধের ব্যবস্থা নিতে হবে। আজকাল যে খানে সেখানে ব্যাংগের ছাতার মত কওমি মাদ্রসা হচ্ছে এটা অবশই বন্ধ করতে হবে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এদের কেও সরকার নির্ধারিত বোর্ডের তত্বাবধানে থাকতে হবে।

কোন শিশুই যাতে রাজনৈতিক হাতিয়ার না হয় তা সুনিশ্চিত করতে হবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঠিকই ধরেছেন।মাদ্রাসা শিক্ষায় কিছু পরিবর্তন আনা দরকার।সরকারের নিয়ন্ত্রনে আনতে হবে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০০

রানার ব্লগ বলেছেন: শুধু শিক্ষায় পরিবর্তন আনলে হবে না এদের যথাযথ মনিটরিং এ রাখতে হবে, এরা অনেক টা সাপের মত দাত না ভাংলে আপনার কোলে বসে আপনাকে ছোবল দিবে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


মোল্লাদের এই সমস্যা কি নতুন, ইহা বাড়ছে, নাকি কমছে, শেখ হাসিনা কখনো ইহা সমাধান করার চেষ্টা করেছেন?
শেখ হাসিনা অকারণ পদ দখল করে বসে আছেন, উনার কোন প্ল্যান, প্রোগ্রাম কিছুই নেই; বাবার মতো বকবক করছেন, উনার সরে যাওয়া দরকার।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৬

রানার ব্লগ বলেছেন: দেখুন শেখ হাসিনার সরে যাওয়া দরকার এটা না হয় বুঝলাম, যে তিনি আস্তে আস্তে কর্ম ক্ষমতা হারাচ্ছেন প্রাকৃতিক নিয়মে কিন্তু এক মাত্র উনি আছেন বলেই এর থেকেও ভয়াবহ কিছু সমস্যা মাথা চারা দিতে পারছে না, কারন বর্তমানে রাজনৈতিক নেতা বলতে আমরা পূর্ব বর্তিতে যাদের দেখেছি এদের সমসমান তো নয়ই এদের ছায়ার কাছেও যাওয়ার যগ্যতা রাখে না বর্তমান নেতা নামক আগাছারা। কাদের আপনি আনবেন, দেশ পরিচালনা করার মত ধির বুদ্ধি ও সঠিক স্বিধান্ত নেয়ার মত মস্তিষ্ক কোই?

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৩

রোকনুজ্জামান খান বলেছেন: সরকার খেলে কানা মাছি, চোখে দালাল দেখে না।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৭

রানার ব্লগ বলেছেন: একক ভাবে সরকারকে কেন দোষ দেই। আমরাও কি দেখতে পাই ?

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: সরকারের উপর আস্থা ভরসা রাখা ঠিক না।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১২

রানার ব্লগ বলেছেন: যারা মাথায় তুলেছে তারাই মাটিতে নামিয়ে আনবে !!!

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

নেওয়াজ আলি বলেছেন: হেফাজত কে মাথায় তুলেছে সরকার। মাদ্রাসা শিক্ষা বিজ্ঞানবিত্তিক কর্মময় করতে হবে

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩

রানার ব্লগ বলেছেন: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কোন দিনই বিজ্ঞ্যান ভিত্তিক করা সম্ভব না, কারন এরা চলে পাকিস্থানী নিতিতে।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




উন্মাদনার সিজন আছে। গরমে কারো কারো মাথা বিগড়ে যায় কারো আবার শীতে! আর এদের ২১, ২৬, ১৬ এছাড়া পহেলা বৈশাখ সহ ১৪ই ফেব্রুয়ারী পুরোপুরি উন্মাদ থাকেন।

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১

রানার ব্লগ বলেছেন: ডান্ডা, এটাই সমাধান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.