নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রতিক্ষায় কাটে প্রহর

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৫



সন্ধ্যার শেষ প্রহরে গলির মুখে দাঁড়িয়ে থাকা বুড়ো কুকুরটা যেমন অপেক্ষা করা
আমিও ঠিক তেমনি অপেক্ষমান,
দৃষ্টির চাদর বিছিয়ে রাখেছি এবরো খেবড়ো ক্ষয়ে যাওয়া পথের উপর।

আজকাল চোখে ভালো দেখি না,
দুরের চলমান আলো গুল এক একটা উল্কা তারার মত ছুটে যায়
কান পেতে রই পরিচিত পায়ের আওয়াজের প্রতিক্ষায়।
অতি অভস্ত্য সুরভিত পারফিউমের সুবাসিত হওয়ার তারনায় নাক কে করছি অতন্দ্র প্রহরী।

তুমি আসবে তাই অনন্তকাল ধরে ল্যাম্পপোস্ট টা মিটমিটে আলোয় ভাসিয়ে দিচ্ছে
এঁদো গলির এই দুর্গন্ধময় শহর

একটা দুইটা পায়ের আওয়াজ বুকের হৃদপিন্ডে
রক্ত চলাচল বাড়িয়ে দেয় রেসের ঘোড়ার মত
কালের অত্যাচারে বধির কর্ন যুগল বৃথা চেস্টায় উদগ্রীব থাকে
দ্রুত ধাবমান ধ্বনি পস্ট হতে হতে নিমিষেই হারায়
অজানা কোন এক শুন্যতায়।

ভোরের সূর্যের প্রকাশের মত তুমিও একদিন প্রকাশিত হবে
তোমার অংগ চুয়ে ছড়াবে আলো শুধুই আলো
যেখানে হবে না কোন আধারের ঠাই
জরা জির্নতা মুক্ত এক ভোরের আশায় প্রতিক্ষিত আমি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৯

রানার ব্লগ বলেছেন: আপনাকে ধন্যবাদ!!!

২| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৪

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ প্রকাশ I মুগ্ধ হলাম

১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


কবিতা ভালো লেগেছে।

১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৪| ১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২য় প্যারার ২য় লাইন দূরের চলমান আলো যেন এক একটা....লাইনটা এরকম হলে ভাল হতো। আলো গুলো শব্দটা বেমানান।

বানান ভুল ছাড়া অভার অল ভাল হয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৫| ১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩১

কালো যাদুকর বলেছেন: সে রকম ভোরের অপেক্ষায়
মুছে যাক অন্ধকার নীরবতায় ৷


সুন্দর।

১৩ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৬| ১৩ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ!!!

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৩ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮

রানার ব্লগ বলেছেন: আপনিও ভালো থাকবেন, আপনার নাবজাতক কেমন আছেন !!! ???

৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:২৫

অনল চৌধুরী বলেছেন: দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে আদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।- ২৭ টা সোজা বাংলা শব্দে ৭ টা বানান ভুল!!
এই বিরাট ব্লগার নিজের বানান ঠিক না করে অন্যদের পিছনে লেগে বেড়ায় !!
আদর্শ বাঙ্গালী বৈশিষ্ট !!!!

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৪

রানার ব্লগ বলেছেন: জ্বী ধন্যবাদ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.