নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আমি একটা ভোর চাই
নতুন চকচকে সুর্য ওঠা ভোর
এই সময়ের ভোর গুলকে
কিছুতেই ভোর বলা যায় না
হলদে ঘোলাটে ট্যাল ট্যালা
ভাতের ফ্যানের মত ভোর
এখানে নতুনের সুবাস নেই
ভালোবাসার আবেগ নেই
নতুন দিনের আগমনী ধ্বনী নেই
ক্লান্তিকর শতছিন্ন ঘোলাটে কুয়াসার
আবারনে ঘেরা ঝিমিয়ে পড়া ভোর
আমি একটা ভোর চাই
যেখানে কিশোরীর উচ্ছলতা থাকবে
তুরুনের আবেগ মাখা কামনা থাকবে
যুবকের স্বপ্ননীল উচ্ছাস থাকবে
ডিমের কুসুমের মত লাল টকটকে
সুর্যের আগমনী ধ্বনি
পাখির কুঞ্জনে কুঞ্জনে মুখরিত হবে
আমি একটা ভোর চাই
যে আমাকে নতুন এক উদ্দমী
সকালের প্রতিশ্রুতি দেবে
এক কাপ ব্রাজিলিয়ান কফির
ধোয়া উঠা সম্ভাসন জানাবে
কালা সাবানের ফেরিওয়ালার নয়
ককিলের কুহু তান শোনাবে
ঘাসের বুকে ঝরে পড়া শিউলির
সুবাসিত সবুজ গালিচার আহবান করবে।
মাস্কের আবরনে আবরিত মুখের প্রতিচ্ছবি নয়
স্নিগ্ধ লাবণ্যময়ী এক খানা মুখের
ভালোবাসার কাজল টানা আঁখি যুগল
স্নানে ভেজা এক গোছা চুলের
সুরভিত এক উষ্ণ আলিঙ্গনের
নিশ্চয়তা দেবে।
ছবিঃ গুগোল
২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬
রানার ব্লগ বলেছেন: সহজেরে আমি ভালোবাসিলাম কঠিনেরে দিলাম ছুটি !!
২| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ছবি!!! ভালো থাকুন সুস্থ থাকুন
৩| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে নির্মল আকুতি সুখানুভূতি এনে দিক হৃদ মাঝারে।
শুভেচ্ছা প্রিয় কবিবরকে।
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৫
রানার ব্লগ বলেছেন: শুভেচ্ছা আপনাকেও, আমি ভাই মুর্খ মানুষ, আমার লেখা আপনাদের যে ভালো লাগে এতেই আমি তৃপ্ত।
৪| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
একই সুর্য, একই ভোর আসছে প্রতিদিন; জীবন তাকে যেভাবে পাচ্ছে, সে সেভাবেই সাজছে।
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৬
রানার ব্লগ বলেছেন: তারপরেও নতুন কিছুর প্রত্যাশা থেকেই জায়।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।