নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

রসগোল্লা তোমার জন্য

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩২

কাক ডাকা ভোরে
আমি তাহারে
দেখেছিনু সরবরে
হিম জলে
নাহিবার কালে

কুন্তলে তাহার জলের ধারা
ওষ্ট বাহিয়া ঝরে
গোলাপের ন্যায়
বক্ষ তাহার
কাপছিলো থরথরে

অংগে তাহার
বিদ্যুৎ ছটা
আঁখি তে
মৃত্যু বান

পদ যুগলের
শানিত রুপে
কাপিয়া ওঠে গো প্রান

নুপুর নিক্কন
ঝুমুর ঝুমুর
বাজিয়া ফেরে নৃত্যে

অজানা এক সুখে
তা থৈ তা থৈ
শিহরিত তব চিত্তে

আমি হেথা বসি
তাহারি পথ চাহি
কাটিয়ে দিনু বেলা

হোথা বালিকা
কাদিয়া ফেরে
ভাংগিয়াছে বুঝি মেলা

ককিলের ন্যায়
কুহু কুহু তানে
সারা পাড়া ময় ব্যাস্ত

সারা দিন মান
সুবাসে তাহার
আমারে করেছে ন্যাস্ত।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



কিশোর বেলা

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১১

রানার ব্লগ বলেছেন: জ্বি কৈশোরের ভালোলাগা যা আজ ভালোবাসায় রুপান্তরিত।

২| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর হয়েছে।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৩| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: রসগোল্লা আমার ভালো লাগে না। এর চেয়ে চমচম ভালো।

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৭

রানার ব্লগ বলেছেন: জ্বি কিন্তু আমার রসগোল্লা প্রিয় বিশেষ করে মাওয়া ঘাটের রসগোল্লা।

৪| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ২:২০

নেওয়াজ আলি বলেছেন: রসগোল্লা সাদাটা নাকি কালোটা B-)

২২ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:১০

রানার ব্লগ বলেছেন: সুন্দর সফেদ রসগোল্লা

৫| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

জুন বলেছেন: রসগোল্লা আমার প্রিয় বিশেষ করে খেপু পাড়ার জগার মিষ্টি আর যশোহরের জামতলার :)

২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, রসগোল্লা আমারো প্রিয় বিশেষ করে বিক্রম পুরের রসগোল্লা।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

করুণাধারা বলেছেন: ছিপ খান তিন দাঁড় কবিতার মতো হয়েছে- ভালো লাগল।

আপনি কি দাড়ি কমার সাথে আড়ি দিয়েছেন?

২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২২

রানার ব্লগ বলেছেন: হা হা হা, না আড়ি দেই নাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.