নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তোমার শহরে আমি অনাহুত
বারংবার পরিচয় পত্রের চাহিদায়
জর্জরিত এক অতৃপ্ত আত্মা
তোমার শহর আজ দুর্বিত্তদের দখলে
রক্তলাল চোখের অপ্রত্যাশিত ধমকে
কুকড়ে থাকি বিতারিত হওয়ার সংশয়।
জল পাহাড়ের দেশে রঙধনু দেখবো বলে
কাটিয়ে দিয়েছি অগনীত অসংখ্য সকাল
বিনিময়ে হিংস্র নেকড়ের ছায়া
ধামকি দিয়ে যায় আযাচিত অবস্থানের দায়ে।
এই শহরে আমি অনাহুত
কিছুই দেবার নেই আমার
সেই কবে ঘোর বরষার কালে
খুয়েছি নিজের পরিচয় আত্মবিশ্বাস
এখন কেবল হতাসা ছুয়ে যায় আমাকে
২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৭
রানার ব্লগ বলেছেন: আজকাল মুসাফিরখানা পাওয়া যায় না, তবে মসজিদ আছে তাও তালা মারা থাকে।
২| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২০
মনিরা সুলতানা বলেছেন: ছুঁয়ে যাওয়া হতাশায় ও তুমি তুমি সুর!
ভালোবাসার পর আত্ম পরিচয়ের একটা নতুন মাত্রা পায়, তখন আমি শুধু আমি নয় তুমি তুমি আমি অথবা আমি আমি তুমি।
২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮
রানার ব্লগ বলেছেন: সকল আশা হতাশা নিরাশার মধ্য মনি তুমি!
৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব। সেরা জীব কেন অবাঞ্চিত হবে?
২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪০
রানার ব্লগ বলেছেন: হা হা হা, আপনি আসলেই আজকাল লেখা বানান করে পড়ছেন, ভাবের দুনিয়ায় আসেন, দুই জন মিলা ভাব বিনিময় করি। ধন্যবাদ!!
** আপনার নতুন বাবু কেমন আছে??
৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর অনুভব
২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২
কল্পদ্রুম বলেছেন: এই হতাসা কাটাবার সমাধান কি? ধামকি দেওয়া নেকড়েদের ছায়া সরাতে হবে।
২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫
রানার ব্লগ বলেছেন: নেকড়েদের ধরে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে ,
ধন্যবাদ !!!
৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৭
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ।
শুভ কামনা
২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
কারো প্রাসাদ থেকে আমন্ত্রণ না এলে, মুসাফিরখানা তো খোলা আছে