নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

কিশলয় প্রেম

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৬



শৈশবে যে প্রেম অংকুরিত হয়ে দু বাহু প্রসরিত করেছিলো বিশ্ব জয়ের আশায়
কৈশরে তা ডানা মেলে
মুক্ত আকাশে ভেসে বেড়ানর অভিপ্রায়।

সবুজ ঘাসের ডগায় জমে থাকা
এক টুকরো রবির কিরনের
আভায় তুমি যখন স্বর্গের উর্বসির ন্যায়
প্রকট হও আমার দৃষ্টি সিমায়
আমি নির্বাক চরিত্রহীন আজন্ম মূক
তোমা পানে চেয়ে রই চাতকের পিপাষায়।

চন্দ্র তাহার রুপ হারিয়ে
তোমার কপালে আশ্রয় নেয়
হরেক রঙের ঝলকে
ঘন কালো মেঘ ধরা দেয়
তোমার চোখের পালকে।
আমি ছুয়ে দিলে মেঘ
বৃষ্টি হয়ে ঝরে
আমারই হাতের তালুতে।

হে প্রেম, কৈশোরের উচ্ছাস, তারুন্যের উন্মাদনা
তুমি বহতা নদীর মত প্রবাহিত
বিষাক্ত ভাইরাস সম জর্জরিত
আমার হৃদয় নামক মাংস পিন্ডে
বাসা বেধে আছো।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ভাবনার রং মিশিয়ে অনন্য কাব্যিক অনুভূতির বহিঃপ্রকাশ।
শুভেচ্ছা জানাই অবিরাম হে সুপ্রিয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা কি করোনার মতো চোঁয়াছে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৩

রানার ব্লগ বলেছেন: শুধু ছোয়াচে বললে ভুল হবে

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.