নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
একটা মানুষ
খুব প্রয়োজন
একটু শ্বাসে
একটু পাশে
একটু আশে
ভালোবেসে
গভির রাতে
আঁধার সাথে
জোনাক জ্বলা
চাঁদের পাতে
দু মুঠো মেঘ
ছড়িয়ে দিলেম
বেহাগ মনের
নীল আকাশে
হাতে হাতে
ঠোঁটে ঘসে
নিবিড় করে
জড়িয়ে ধরা
বুকের কাছে
কেমন করা
একটু খানি
ছট ফটানি
আবার সেই
যেমন তেমন
ছন্নছাড়া
ভ্রান্ত জীবন
হাতের কড়ায়
প্রহর গুনে
কাটায় বেলা
সন্তর্পণে।
আবার আমি
তুমি খেলা।
আনন্তকাল
চলছে যাহা
সংগোপনে
তোমায় আমায়।
২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৩
রানার ব্লগ বলেছেন: আমার ব্লগে আপনাকে শুভেচ্ছা
ধন্যবাদ !!
২| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ৭:৩১
নূর আলম হিরণ বলেছেন: শব্দ গুলো সুন্দর সাজিয়েছেন।
২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৪
রানার ব্লগ বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ !!
৪| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪
রানার ব্লগ বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ !!
৫| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৯
জুল ভার্ন বলেছেন: চমতকার!!!
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৯
নান্দনিক নন্দিনী বলেছেন: ছন্ন ছাড়া
ভ্রান্ত জীবন
হাতের কড়ায়
প্রহর গুনে
কাটায় বেলা
সন্তর্পনে ।
বাহ বাহ ...