নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বৈশাখ মাসের প্রেম

০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৫



জ্বলছে আগুন
মনে ফাগুন
বৈশাখেরই কালে

ডাকছে কোকিল
দগ্ধ দুপুর
ন্যাড়া হিজল ডালে

মনের গাড়ি
লক্কর ঝক্কর
মেরামতের আশায়

পার্ক করেছি
পার্ক স্ট্রিটের
চক্রবর্তীর বাসায়

মাস ধরেই
চলছে ভিসন
প্রেমের লূড খেলা

সন্ধ্যা হলেই
গড়িয়া হাটে
হচ্ছে ফুচকা গেলা

লেবুর জলে
হয় না শান্তি
বুকে মরুভূমি

৫০১ এ
জমবে খেলা
কেবল আমি তুমি

বুকের পশম
গুনে গুনে
ছিরবে নখের ঘায়ে

ঝড় টর্নেডো
জমে যাবে
নরম বিছানায়

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



ঋতুচক্র মানুষের মনের উপর প্রভাব ফেলে; বৈশাখে হিজল কেন ন্যাড়া হয়?

০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৭

রানার ব্লগ বলেছেন: ঋতুচক্র মানুষের মনের উপর অবেক বেশি প্রভাব ফেলে

এক বর্ষাকাল নিয়ে কবিরা দিস্তার পর দিস্তা লিখে গেছে।

বৈশাখে হিজল ন্যাড়া হয় কি না জানি না। এটা প্রতিক হিসেবে বলা হয়েছে, বৈশাখের তাপদহের তিব্রতা বোঝানোর জন্য।

হিজল খুবি কোমল রেইনফরেস্ট টাইপ বৃক্ষ।

২| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঋতুচক্রের সাথে সাথে মাবুষের
মনও পরিবর্তন হয় জানি। এর
সাথে প্রেমেরও সম্পর্ক আছে নাকি?
বৈশাখের ঝড়ঝঞ্ঝায় প্রেম উড়িয়ে
নিবনাতে । তবে কার্তিক মাসের
প্রেম ডেন্জারাস !!

০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৩

রানার ব্লগ বলেছেন: ভাদ্র মাসের প্রেম ও ডেঞ্জারাস।

মনের সাথে প্রেমের সম্পর্ক সবসময় অটুট।

৩| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫২

আখেনাটেন বলেছেন: ৫০১ এ
জমবে খেলা
কেবল আমি তুমি
----------- আপনি কামেল আদমী মাইরি........। দ্যাখেন এর জন্য আবার আপনাকে ৩০১ এর ধারায় পড়তে হয় কিনা। :P

চমৎকার.......গড়িয়াহাটের দক্ষিণাপণ মার্কেটের বাইরের ফুচকা খেয়েছেন মনে হচ্ছে.... :D

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৮

রানার ব্লগ বলেছেন: :)

৪| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: আমি বারো মাস ভালোবাসি। তাই বৈশাখ নিয়ে আমার মাথা নেই।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৮

রানার ব্লগ বলেছেন: বাসুন না!! কে করেছে মানা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.