নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি কেবল ভিজতে শেখায়

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬



না ভিজলে বুঝবে কি করে বৃষ্টি কেমন
অংগো ছুয়ে জল না গড়ালে
জলের আদর দেয় না ধরা
চক্ষু ছুয়ে যে জল গড়ায়
সেই জলেরই আঝর ধারায়
ভিজল যখন আঁখির পালক
তা কি আর তোমায় ভেজায়
ভিজতে হলে এক পা বাড়াও
হাত বাড়িয়ে খানিক দাড়াও
হৃদয় মুদে বক্ষ জুরে
নাও গো টেনে জলের সুবাস
বৃষ্টি এসে তোমায় নেবে
আপন করে এক পলকে
বৃষ্টি কেবল ভিজতে শেখায়
লবন জলের কষ্ট লুকায়

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪১

কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ! আপনি কবিতা তো খুব সুন্দর লিখেন। আমি তো আপনাকে আনরোমান্টিক কেউ ভেবেছিলাম।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৬

রানার ব্লগ বলেছেন: ভুলে ভাবেন নাই

২| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫০

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫১

কবীর হুমায়ূন বলেছেন: হাত বাড়ালেই বৃষ্টি নামে
ভালোবাসার মিষ্টি খামে।

ভালো লিখেছেন কবি রানার ব্লগ। শুভ কামনা সব সময়।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪০

রানার ব্লগ বলেছেন: বৃষ্টি মানে এক ফোটা জল
ভিষণ রকম তেষ্টাতে
বৃষ্টি হলো রসোগল্লা কালোজামা
ভুড়ি ভোজের শেষ পাতে।

৫| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫২

সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার কবিতা। বাহিরে প্রচন্ড রোদ পরছে। বৃষ্টির কবিতাও সুন্দর হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪১

রানার ব্লগ বলেছেন: বৃষ্টির খুব দরকার!!

৬| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৭| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: আপনার কি অবস্থা?
সম্পূর্ন বিশ্রাম এবং প্রচুর খাওয়া দাওয়া করুন।

১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

রানার ব্লগ বলেছেন: অবস্থা কিছুটা ভালো, হুম তাই করছি।

৮| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর প্রকাশ+

১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৯| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট টু লাইন্স অসাধারণ। পুরোটাই ভালো লাগলো।

১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

রানার ব্লগ বলেছেন: যাক আমার করনা ৮০ ভাগ কমে গেলো, ধন্যবাদ!

১০| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:



শরীর কেমন?

১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

রানার ব্লগ বলেছেন: জ্বি ভালোই, খাওয়া দাওয়া আর বিশ্রামের উপর আছি।

১১| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫১

রিফাত হোসেন বলেছেন: ছবিটা ভাল লেগেছে।

১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ খানা গুগলের জন্য তুলে রাখলাম।

১২| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অবস্থা কিছুটা ভালো, হুম তাই করছি।
সব ভাত, স্যুপ আর চা গরম খাবেন। ঠান্ডা পানি ভুলেও খাবেন না।

ডাক্তার কি গরম পানির ভাব নিতে বলেছেন?

১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৩

রানার ব্লগ বলেছেন: জ্বি বলেছেন, ব্যাপারটা যদিও অসস্তিকর, তার পরেও নিচ্ছি। ঠান্ডা না কেবল নরমাল পানিও খাচ্ছি না। সব গরম গরম,

i m now too.hot babay!!! B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.