নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
বিচ্ছেদ হলো সেই কারাবাস
যেথায় স্মৃতির পাহারাদার এসে
প্রতিনিয়ত কড়া নেড়ে যায়।
বিচ্ছেদ হলো সেই বধ্যভূমি
যেথায় হররোজ কিছু তাজা প্রানের
ব্যাবচ্ছেদ হয়।
বিচ্ছেদ হলো সেই দুয়ার
যেথায় ভ্রান্তি এসে আমন্ত্রণ জানায়
মরিচিকার ভুবনে
বিচ্ছেদ হলো তোমার আমার
মহা মিলনের চুক্তিপত্র
বিচ্ছেদ হলো ক্ষনিক প্রেমের
ইন্টারভেল মাত্র।
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২০
রানার ব্লগ বলেছেন: চুক্তিভঙ্গ হবে কেনো??
চুক্তিপত্র হতে দোষ কি??
২| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩০
নান্দনিক নন্দিনী বলেছেন: চুক্তিপত্র সম্পর্কের শুরুতে হয়।
বিচ্ছেদ হয় সম্পর্কের মাঝ পথে। এই জন্য চুক্তিভঙ্গ। আর বিচ্ছেদে একসাথে দুজন চান না। একজন বিচ্ছেদ চান অপরজন মেনে নেন।
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০০
রানার ব্লগ বলেছেন: তোমাকে নতুন করে পাব বলে হারাই বারে বারে - রবিকাকা।৷
যদিও কপি মারলাম কিন্তু আমি এটাই বুঝাতে চেয়েছিলাম!!
৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরা কবিতায় বিচ্ছেদ বলতে 'ডিভোর্স' বুঝতেছিলাম, কিন্তু এই লাইন - বিচ্ছেদ হলো তোমার আমার মহামিলনের চুক্তিপত্র - এখানে এসে মনে হলো, বিচ্ছেদ বলতে বিরহের কথা বুঝাইছেন।
তোমাকে নতুন করে পাব বলে হারাই বারে বারে - রবিকাকা।
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫৯
রানার ব্লগ বলেছেন: এইতো বুঝচ্ছেন, নন্দিনী যে কেনো বুঝতেন না কে জানে??
৪| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:১৭
রানার ব্লগ বলেছেন: মিস্টি করে ধন্যবাদ
৫| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:১৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!! সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
৬| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:০২
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
বিচ্ছেদ কখনোই চাইনা সেটা চুক্তিভঙ্গ হোক বা চুক্তিপত্রই হোক।
দারুণ ছন্দময় লেখনি, শুভেচ্ছা জানাই অবিরাম।
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:১৮
রানার ব্লগ বলেছেন: আসলে কিছু কিছু সময় বিচ্ছেদের দরকার আছে, ওটা সাময়িক। বুস্টার হিসেবে কাজ দেয়।
৭| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:২১
নান্দনিক নন্দিনী বলেছেন: রানা, বিচ্ছেদকে ব্যবচ্ছেদ করতে গিয়ে কি একটা অবস্থা বলুন!
ব্লগে সাময়িক লেখা পোস্টগুলো পরে চিরস্থায়ী হয়ে যায় তো, তাই আমি ধরেই নিয়েছিলাম বিচ্ছেদ মানে চির বিদায়। আপনার এই বিচ্ছেদ কাব্য যে সাময়িক দূরত্ব তা বুঝতে খানিকটা সময় লাগলো বৈকি।
সাথে এটাও পরিষ্কার করে বুঝলাম যে 'ফিরে আসতে হলে, চলে যেতে হয়!'
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:২১
রানার ব্লগ বলেছেন: হুম তা ঠিক, চলে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয় নতুন আংগিকে ফিরে আসার প্রতিশ্রুতি। ধন্যবাদ!!
৮| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৩
অনেক কথা বলতে চাই বলেছেন: আপনি তো positive জিনিষ নিয়ে লেখেন। হঠাৎ.... ?
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:২১
রানার ব্লগ বলেছেন: এটাও positive!!
৯| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৫
অনেক কথা বলতে চাই বলেছেন: ও বুঝেছি এবার। অভিমানের সুখানুভূতি। হাহা।
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:২২
রানার ব্লগ বলেছেন: এইতো বুঝতে পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ!!!
১০| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৭
শায়মা বলেছেন: বিচ্ছেদেও ভালোবাসা ফিরে আসে। ইহা আমি মানি ভাইয়া
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!
হ্যা বিচ্ছেদ আসলে একে অপরকে জানার বোঝার সাময়িক সময়, একমাত্র বিচ্ছেদ হলেই মানুষ ভাবতে শুরু করে, বুঝতে শুরু করে, এর মাধ্যমেই পরবর্তি পরিনতি নির্ভর করে। ইহা যন্ত্রনার ও কষ্টদায়ক ও বটে।
১১| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪১
জুল ভার্ন বলেছেন: বিচ্ছেদের সুখ উপলব্ধির, প্রকাশের নয়!
২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫২
রানার ব্লগ বলেছেন: জ্বি। ধন্যবাদ
১২| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: বিচ্ছেদের পর মহামিলন। +++
২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
১৩| ১০ ই মে, ২০২১ রাত ১১:০১
নির্জন অঙ্কন বলেছেন: বিচ্ছেদ আসলে এমনই
দারুণ বলেছেন।
১৩ ই মে, ২০২১ বিকাল ৫:১৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৭
নান্দনিক নন্দিনী বলেছেন: বিচ্ছেদ হলো দুজনের মহামিলনের চুক্তিভঙ্গ!
কাব্য চর্চা ভালো হয়েছে।