নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্যারডিঃ আমার স্বপ্নে দেখা ভুত কন্যা থাকে

০২ রা জুন, ২০২১ দুপুর ১:০৩



আমার স্বপ্নে দেখা ভুত কন্যা থাকে
স্যাতস্যতে আর এঁদো গলির ধারে
গরুর গাড়ি ভিড়িয়ে আমি সেথা
দেখে এলেম তারে
স্যাতস্যাতে আর এঁদো গলির ধারে
আমার স্বপ্নে দেখা ভুত কন্যা থাকে

সে এক ময়লা কাদার দেশ
বর্ষা সেথা হয় না কভু শেষ
ময়লা কাদার দেশ
বর্ষা সেথা হয় না কভু শেষ
কাদারই জল বৃষ্টি ঝরায়
যেথায় পথের ধারে
দেখে এলেম তারে
আমার স্বপ্নে দেখা ভুত কন্যা থাকে
স্যাতস্যতে আর এঁদো গলির ধারে
গরুর গাড়ি ভিড়িয়ে আমি সেথা
দেখে এলেম তারে
স্যাতস্যাতে আর এঁদো গলির ধারে

সেই ভুত পেত্নীর দেশে
কি ভয় আমি পেলেম অবশেষে
কি ভয় আমি পেলেম অবশেষে
ভুত কন্যা কাঁদায় হেসে হেসে
তাই ভয়ের সিমা নাই
বুক ধড়ফড় করছে ভীষণ ভাই
ভয়ের সিমা নাই
দাঁত কপাটি লাগছে সদাই তাই
জানি না আজ লুকাই কোথায়
কোন সে গাছের ধারে
এঁদো গলির ধারে
আমার স্বপ্নে দেখা ভুত কন্যা থাকে
স্যাতস্যতে আর এঁদো গলির ধারে
গরুর গাড়ি ভিড়িয়ে আমি সেথা
দেখে এলেম তারে
স্যাতস্যাতে আর এঁদো গলির ধারে
আমার স্বপ্নে দেখা ভুত কন্যা থাকে

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২১ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।
ভালো লেগেছে।

০২ রা জুন, ২০২১ দুপুর ১:১৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ B-)

২| ০২ রা জুন, ২০২১ দুপুর ২:০৩

বৃষ্টি'র জল বলেছেন: হাহাহা
চমৎকার হয়েছে। লিখে যান.....

০২ রা জুন, ২০২১ দুপুর ২:৩৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ :D

৩| ০২ রা জুন, ২০২১ দুপুর ২:১৬

চাঁদগাজী বলেছেন:


আসল গানটি কি শ্যামল মিত্রের?

০২ রা জুন, ২০২১ দুপুর ২:৩৯

রানার ব্লগ বলেছেন: জ্বি শ্যামল মিত্রের

৪| ০২ রা জুন, ২০২১ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুত কন্যা বাপরে ভয় পাইছি

০২ রা জুন, ২০২১ দুপুর ২:৪০

রানার ব্লগ বলেছেন: B-)

৫| ০২ রা জুন, ২০২১ বিকাল ৪:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সুর দিয়ে, নাকি সুরে কেউ গাইলে বেশ হতো!!

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৫

রানার ব্লগ বলেছেন: B-)

৬| ০২ রা জুন, ২০২১ বিকাল ৪:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী বলবো, আমি কোথায় যেন হারিয়ে গেছিলাম। নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখি আমি বিছানায় ঘুমিয়ে আছি, পাশে বাজছে এই গান



সাবলীল লেখায় মুগ্ধ

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

৭| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

শেরজা তপন বলেছেন: গানটা গেয়ে একটা ভিডিও শেয়ার করুন না ভ্রাতা

০৩ রা জুন, ২০২১ রাত ১:১০

রানার ব্লগ বলেছেন: আমি গাইতে পারি না ভাই

৮| ০২ রা জুন, ২০২১ রাত ৮:০৬

শেরজা তপন বলেছেন: গানটা গেয়ে একটা ভিডিও শেয়ার করুন না ভ্রাতা

০৩ রা জুন, ২০২১ রাত ১:১১

রানার ব্লগ বলেছেন: আপনি চেস্টা করে দেখতে পারেন

৯| ০২ রা জুন, ২০২১ রাত ৮:০৯

কামাল১৮ বলেছেন: ভুত কন্যার রূপের বর্ননা কৈ?

০৩ রা জুন, ২০২১ রাত ১:১০

রানার ব্লগ বলেছেন: রাজকন্যার রুপের বর্ননা ছিলো??

১০| ০৩ রা জুন, ২০২১ রাত ১০:০৪

কল্পদ্রুম বলেছেন: খুব ভালো হয়েছে। প্যারোডি হিসেবে চমৎকার।

০৫ ই জুন, ২০২১ সকাল ৮:৫৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.