নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অসমপুর্ন চেষ্টা

০৬ ই জুন, ২০২১ দুপুর ১:১৭

এক নম্বর।

দূরে গেলেও দূরে নও
কাছে থেকো সদা
ঝরে যদি যাও জেনো
স্মৃতি ফুলে আছ গাথা
ভুলেও যাইবা যদি
জেনো তুমি নিরবধি
আছো সদা হৃদ কোনে
মুকুল সমো আম্রবনে
সুবাসে সুবাসিত
ভ্রমরের গুঞ্জরনে

দুই নম্বর

শুধু শুনে যাই
দিন গুনে যাই
ক্যালেন্ডারের পাতায়

রোমান হরফে
মনের তরফে
প্রতিক্ষা আঁকি
অংকের খাতায়
তিন নম্বর

লাল টুক টুক শাড়ির ভাজে
আবীর রাঙা মেহদী সাজে

থিরি থিরি কাঁপছে অধর
আঁখি ঝোঁকা লাজের চাদর

মেঘ বরন কুন্তলে তারে
উদ্ভাসিত চাঁদ যেন ঘোর আধারে

রাশি রাশি ফুলে দলিত পদতল
আলতা ধোয়া রঙ্গিন জল

ধুকু ধুকু বুক কেঁপে যায়
নতুন শাড়ির ভাজের ছোঁয়ায়

লজ্জা রাঙ্গা আধোর ছুয়ে
রক্ত জবা লুটায় নুয়ে

কাজলটানা আঁখির ছায়ায়
হৃদয় খানি নির্বাক হারায়

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: এই কবিতা লেখার সময় কে ছিল আপনার মাথায়?

০৬ ই জুন, ২০২১ দুপুর ২:৫৪

রানার ব্লগ বলেছেন: কেউই না !!!

২| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



জীবন যখন সুন্দর

০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৪

রানার ব্লগ বলেছেন: হুম !!

৩| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:২৮

মিরোরডডল বলেছেন:



দুই নম্বর শুনতে যেনো একটু কেমন কেমন লাগে :)

প্রথমটার সাথে এই গানটা যায় ।





০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৫

রানার ব্লগ বলেছেন: আমি নিরবেই আছি, সরব হওয়ার চান্স পাচ্ছি না ।

৪| ০৬ ই জুন, ২০২১ রাত ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


৪ নাম্বার - ষমপুর্ন চেস্টা

তুমি চলে গেছ, কই চলে গেছ?
জলপথে, নাকি আসমানে?
কেন চলে গেছ, যদি জানতেম
পায়ে বেড়ি দিয়ে বেঁধে রাখতেম

থাক সে-কথা, ভালো আছো তো?
রাতে নিয়মিত ঘুম আসো তো?
যেখানেই থাকো, সুস্থ থাকিও
এবং থাকিও সাবধানে?


০৬ ই জুন, ২০২১ রাত ১০:১৬

রানার ব্লগ বলেছেন: নম্বরটা শুন্য হবে, নিচ থেকে পড়ুন, আসলে তিন নম্বরই শুরু।

৫| ০৭ ই জুন, ২০২১ রাত ২:৩১

রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।

০৭ ই জুন, ২০২১ ভোর ৫:৪৩

রানার ব্লগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.