নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
বৃষ্টি এলে ভিজে নিও
জলের সুবাস গায়ে মেখো
বৃষ্টি এলে চিঠি দিও
দুহাত খুলে আকাশ দেখো
জলের ছোয়ায় আদর দিও
কাজল ধোয়া আখির মাঝে
সযতনে জড়িয়ে রেখো
জলে ভেজা ঠোঁটের ভাজে
বৃষ্টি এলে আমায় ডেকো
কাজের ফাঁকে সময় করে
ভিসন রকম কল্পনাতে
মন বাড়িয়ে জলের গানে
ভেজা হাতের ঠান্ডা ছোয়ায়
বৃষ্টি এলে আগলে ধরো
বুকের ভেতর ঠিক গোপনে
বৃষ্টি এলে কাদতে বসো
মন খারাপের মেঘলা দিনে
বৃষ্টি এলে ভিজে নিও
মেঘের সাথে আপন মনে।
২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:২৬
রানার ব্লগ বলেছেন: পৃথিবীর সকল নেয়ামতের সব থেকে বড় নেয়ামত বৃষ্টি। বৃষ্টির ক্ষমতা অনেক।
২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লাগলো। শেষের আগের প্যারাগ্রাফে তিন লাইন না হয়ে চার লাইন হলে ভালো হতো। অন্যান্য প্যারাগ্রাফগুলি যেহেতু চার লাইনের।
২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:১০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!!
৩| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:১০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৪| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:২২
সুদীপ কুমার বলেছেন: মন ছুঁয়ে গেলো।
২৫ শে জুলাই, ২০২১ রাত ১:৩৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৬| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৮
শোভন শামস বলেছেন: সুন্দর কবিতা।
২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৭| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
মিরোরডডল বলেছেন:
জলের ছোয়ায় আদর দিও
কাজল ধোয়া আখির মাঝে
বৃষ্টি এলে আমায় ডেকো
কাজের ফাঁকে সময় করে
কবিতাটা কিউট, ভালো লেগেছে ।
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৭
রানার ব্লগ বলেছেন: গানটা চমৎকার !!
ধন্যবাদ আমার ব্লগে এসে উঁকিঝুঁকি দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
বৃস্টি নিয়ে লক্ষ লক্ষ কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস লেখা হলেও লেখা শেষ হবে না। বৃস্টির কবিতা ভালো হয়েছে। +++