নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বাজার গরম

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৫

মাথার ভেতর মাথা ঘোড়ে
মনের মধ্যে মন
এতো ভ্যাজালা দুনিয়াতে
ঠিক থাকবে কতক্ষন

বাজার ভাই ভীষণ গরম
যায় না ধরা সবজি
ধরেতে গেলে জ্বলে যায়
হাতের তালু আর কবজি

মাছের বাজার শাস্তি যেন
মগজ ফ্রাইয়ের আস্তনা
ছুতে গেলে বিশাল কারেন্ট
মোটেও বাজার সস্তা না।

গরুর গোসে হাত দিয়ে দাদা
পেলাম আমি অক্কা
পকেট দেখি গড়ের মাঠ
শুন্য এক্কেবারে ফক্কা

কাচামরিচ; বেজায় ঝাল
যায় না পোরা থলিতে
পেয়াজ রসুন থাক পরে থাক
দোকানদারের ডালিতে

চাল কিনবো সেতো ভাই
হরেক রকম বাহারি
কোনটা চিকন কোনটা মোটা
পাকিস্থানী বা বিহারি
চাইতে গেলে দামের খোজ
দোকানদারে যায় চেতে
ওস্তাদ এইবার সাইডে চাপেন
এই চাল আপনার নাই খেতে

কিনবো কি ছাই
ভাবছি বসে
গিন্নির আরো দরকারি
আলু পটল ঝিঙ্গা বেগুন
ইলিশ মাছের তরকারী।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: শিমের দাম কমছে। বাকিগুলায় আগুন।

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৪

রানার ব্লগ বলেছেন: শিম ৮০ টাকা কেজি !!!! কমলো কি করে ?

২| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন ৬০ টাকা।
১৫ দিন আগে ছিলো ১৬০ টাকা।

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৯

রানার ব্লগ বলেছেন: আমার এলাকায় ৮০ টাকা ।

৩| ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৭

জুল ভার্ন বলেছেন: বাজার গরম দেখে আমার মতো গরীবের মাথা গরম হলেও টু শব্দটা করার সাহস নাই।

২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬

রানার ব্লগ বলেছেন: একমত

৪| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: বাজার গরম না। বাজার ভিড়। হাঁটা যায় না। লোকজন পাগলের মতো কেনাকাটা করছে।

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

রানার ব্লগ বলেছেন: তেল গেলে ফুরিয়া বাত্তি যাবে নিভিয়া তখন কি হবে আর কান্দিয়া।

৫| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: শীতের সব্জি আসতে শুরু করেছে দামও কিছুটা কমছে। কবিতায় +++++++

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪২

রানার ব্লগ বলেছেন: কিছুটা !!!

ধন্যবাদ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.