|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
ঈদের পরের দিন গিয়েছিলাম পদ্মার পাড়। ঠিক সন্ধ্যার পর পর পৌছালাম বিস্তার জ্যাম ঠেলে। সেই দুই তিন মাইলের লম্বা জ্যাম।  সন্ধায় নদীর পারে বসে একটা জিনিসই মনে হলো জীবন ভয়াবহ সুন্দর এবং আমাকে।এই জীবন ছেড়ে যেতে হবে আজ যেখানে বসে পদ্মার রুপ দেখছি হয়তো কিছুদিন পরে অন্য কেউ বসে দেখবে কিন্তু আমি দেখতে পাবো না।   
ছবি নং ১  
 
ছবি নং ২ 
  
   
ছবি নং ৩ 
  
  
ছবি নং ৪
  
 ২৪ টি
    	২৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:২২
০৭ ই মে, ২০২২  সকাল ১০:২২
রানার ব্লগ বলেছেন: পদ্মা !!! পদ্মা সেতুর কাছে !!!
২|  ০৬ ই মে, ২০২২  রাত ২:০৮
০৬ ই মে, ২০২২  রাত ২:০৮
সোনাগাজী বলেছেন: 
আপনি যেই এলাকা থেকে পদ্মা দেখেছেন, সেখানে কোথায়ও চর আছে, নাকি অনেক পানি? নাকি শীতকালে চর দেখা যায়?
  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৪
০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৪
রানার ব্লগ বলেছেন: যেখান থেকে পদ্মার ছবি তুলেছি ওখানে এখন পানি সাধারণত দুই থেকে তিন কিলোমিটার দূরে থাকে পানি এই দুই কিলোমিটার পুড়টাই চর থাকে । জোয়ার এর সময় এবং বৃষ্টির কারনে পানি বেড়েছে ।
৩|  ০৬ ই মে, ২০২২  রাত ২:৫৭
০৬ ই মে, ২০২২  রাত ২:৫৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভয়ংকর সুন্দর।
  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৫
০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৫
রানার ব্লগ বলেছেন: জ্বি আমি মোটামুটি স্তব্ধ ছিলাম । একবার তো আত্মহত্যা করার ইচ্ছাও জেগে ছিলো ।
৪|  ০৬ ই মে, ২০২২  সকাল ৮:৫৬
০৬ ই মে, ২০২২  সকাল ৮:৫৬
শায়মা বলেছেন: আহারে জীবন! এই সুন্দর জীবনের একদিন অবসান হবে।
চলে যেতে হবে সব ফেলে..... 
  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৬
০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৬
রানার ব্লগ বলেছেন: জ্বী জনাবা । আপনার সব সাধের থালাবাটি বাসন কোসন সব ফেলে যেতে হবে , মেকাপ বক্সটাও কিন্তু !!!
৫|  ০৬ ই মে, ২০২২  সকাল ১০:০০
০৬ ই মে, ২০২২  সকাল ১০:০০
বিজন রয় বলেছেন: মহাকাল ডাকছে। রেখে যাও কিছু স্মৃতি।
আরো কিছু ছবি দিতে পারতেন।
  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৭
০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৭
রানার ব্লগ বলেছেন: আমি সত্যি বলতে এই তিন ছবি তুলেই নিজেকে শান্ত করেছি !!! এটকেই আমার ধৃষ্টতা মনে হয়েছে !!!
৬|  ০৬ ই মে, ২০২২  সকাল ১০:৫৭
০৬ ই মে, ২০২২  সকাল ১০:৫৭
জাহিদ  হাসান বলেছেন: মোবাইলে ক্যাপচার করা 
  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৮
০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৮
রানার ব্লগ বলেছেন: জ্বি ভাই !!! গরীব মানুষ ডি এস এল আর কোথায় পাবো ???
৭|  ০৬ ই মে, ২০২২  সকাল ১১:০৬
০৬ ই মে, ২০২২  সকাল ১১:০৬
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর!
  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৮
০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৮
রানার ব্লগ বলেছেন: আমি বিমহিত !!!
৮|  ০৬ ই মে, ২০২২  রাত ১১:৫৫
০৬ ই মে, ২০২২  রাত ১১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবির আকার বড় হলে দেখে তৃপ্তি পাওয়া যেতো।
  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৯
০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৯
রানার ব্লগ বলেছেন: উপায়টা জানা নাই !! দয়া করে যদি জানাতেন !!!
৯|  ০৭ ই মে, ২০২২  রাত ১২:১৩
০৭ ই মে, ২০২২  রাত ১২:১৩
ঢুকিচেপা বলেছেন: আরো কিছু ছবি দিতেন।
এটা রাজশাহীর পদ্মা, এই শীতে তোলা ছবি।
  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৯
০৭ ই মে, ২০২২  সকাল ১০:২৯
রানার ব্লগ বলেছেন: নদী সবসময়ের জন্য সুন্দর !!!
১০|  ০৭ ই মে, ২০২২  রাত ১:৫৫
০৭ ই মে, ২০২২  রাত ১:৫৫
গরল বলেছেন: ছবি গুলো আরও সুন্দর হত যদি লং এক্সপোজারে তোলা হত। তার পরেও ভালো লাগলো।
  ০৭ ই মে, ২০২২  সকাল ১০:৩০
০৭ ই মে, ২০২২  সকাল ১০:৩০
রানার ব্লগ বলেছেন: আমি পাকা ক্যামেরা শিল্পি নই !!!
১১|  ০৭ ই মে, ২০২২  দুপুর ১২:১৭
০৭ ই মে, ২০২২  দুপুর ১২:১৭
শায়মা বলেছেন: যেতে হলে কি হবে? সেই দুঃখে এখন বসে বসে কাঁদবো নাকি!!!!  
  ০৭ ই মে, ২০২২  দুপুর ১২:২৫
০৭ ই মে, ২০২২  দুপুর ১২:২৫
রানার ব্লগ বলেছেন: 
১২|  ১৬ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:৫৭
১৬ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:৫৭
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো তোলার সময় কখন ছিল? আরও কয়েকটা ছবি দিলে ভাল হতো, সেই সাথে কিছু আরও বর্ণনা।
  ১৭ ই মে, ২০২২  সকাল ১০:৩৮
১৭ ই মে, ২০২২  সকাল ১০:৩৮
রানার ব্লগ বলেছেন: গোধুলী লগ্ন !!!! এর পর আবার গেলে আরো ছবি দেয়ার চেষ্টা করবো । আমি ভালো ছবি তুলতে পারি না তাই ইচ্ছাও হয় না ।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২২  রাত ২:০৮
০৬ ই মে, ২০২২  রাত ২:০৮
প্রতিদিন বাংলা বলেছেন: কোথায় ?