নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ একজন

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০১





আমারি পাড়ার কোন এক বাড়িতে আসছো তুমি
প্রায় প্রতদিনি নানা বাহানায় ফিরে ঘুরে আসছ
জানতে পাই আমি, হয়তো মাঝে মাঝে তোমার পদধ্বনি
কানে বড্ড খটখটিয়ে বাজে, স্বাভাবিক উত্তেজনায় পিঠের
কোল ঘেঁসে দড়দড়িয়ে ঘামের ধাড়া নেমে ভিজিয়ে দেয়
নিঃভাজ বিছানার চাদর বালিশ কোলবালিশ ।
আরষ্ঠ শরীর অপ্রত্যাশিত আচরন করে, কুঁকড়ে ওঠে তীক্ষ্ণ ব্যাথায় বুকের অলিন্দ।

দুই পা বাড়ালেই যে বাড়ি সেই ঘড় সেই বিছানা
যার ছায়ায় নিজেকে সমপর্ন করার উন্মাদনায় ছুটে আসতে
হাজার মানা নিষেধ বাধা উপেক্ষা করে ছুটে আসতে
ভালোবাসতে ভালোবাসা দিতে, নিতে ।
আজ সেই দু হাতের দুরত্বের বাড়ি খানা কি মহাশুন্যের আলোকবর্ষের
দুরত্বে কোন ক্ষয়ে যাওয়া তারা মতো ব্লাকহোলের গর্তে নিপাতিত ।

ভেবো না আমি ছুটে যাবো , মিনতি করবো , আকুতি করবো ।
ফিরে এসো বলে চিৎকার করে পাড়াময় পাগলা কুকুরের মতো
ছুটে বেড়াবো অযাচিত কাম ক্ষুধায় । একদম না ।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৮

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এক উপলব্ধিকর প্রকাশ কবি দা ভাল থাকবেন

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকুন।

২| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: চমৎকার কবিতা।

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, ভালোবাসাহীন আকর্ষণ!

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

রানার ব্লগ বলেছেন: কোনটা মুখ্য ভালোবাসা না আকর্ষণ?

৪| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

কামাল৮০ বলেছেন: ভালবাসাহীন আকর্ষণের একটা উদ্দেশ্য থাকে।যেটা আজকালকার অনেক ছেলে মেয়েই করছে।ভালো কি মন্ধ এখনো বুঝা যাচ্ছে না।আরেক প্রজন্ম পরে স্পষ্ট হবে।

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

রানার ব্লগ বলেছেন: এমন পরিস্থিতি আগেও ছিলো এখন প্রকাশের মাত্রা বেশি।

৫| ২০ শে জুলাই, ২০২২ রাত ৯:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ, চমৎকার হয়েছে।

২০ শে জুলাই, ২০২২ রাত ১০:০৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৬| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।

২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

৭| ২২ শে জুলাই, ২০২২ রাত ১২:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ১৩ নং লাইনে ক্ষয়ে যাওয়া তারার মতো হবে কি ?

অযাচিত হবে কি ?


দারুণ কবিতা।

২৩ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৩

রানার ব্লগ বলেছেন: জ্বি ঠিকি আছে !!

- অযাচিত এর অর্থ যা চাওয়া হয় নাই কিন্তু হচ্ছে অন্যভাবে বলা যায় চাপিয়ে দেয়া !!!

- তারা যখন মৃতপ্রায় হয়ে যায় তখন তা ক্ষয়ে যায় নিজে নিজেকেই পুড়িয়ে ফেলে !!!

কবিতায় অনেক শব্দ ভাবর্থে ব্যাবহার হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.