নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এসো ভিজি কুয়াশায়

০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২











ভেজা জানালার ওপারে
কুয়াশায় ভেজা রাজপথ
মৃত শহরটা ঘুমিয়ে আছে
নিশ্চুপ সবি চুপচাপ
আংগুলের তুলিতে এঁকে যাই
জানালার কাচের শরীরে
ঘুম ঘুম চোখে মায়া আদরে
আমায় কি গো জড়ালে ।
ভেজা চুল গলায় মাফলার
চোখে সানগ্লাস পথ হাটছি
দুহাত বাড়িয়ে সুবাস তোমার
হাতে গায়ে মুখে মাখছি ।
কতো পথ একা হেটে যাই
কালো পিঁচ ঢালা ওই রাস্তায়
চায়ের কাপের ধোয়া শুকি
ফুটপাত হোটেলে সস্তায় ।
মন সুনসান চাপা নিশ্বাস
নিকটিন হয়ে উড়ছে
শূন্যতায় আজ তুমি আমি
হৃদয় দুজনার পুড়ছে।






মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: শীত উষ্ণ শুভেচ্ছা রইল

০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

২| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫১

জুল ভার্ন বলেছেন: কবিতায় বর্তমান সময় তুলে ধরেছেন। ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮

রোকসানা লেইস বলেছেন: লেখাটা সুন্দর হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮

অপু তানভীর বলেছেন: এই শীতে কোন ভেজাভেজি নাই । কেবল লেপের নিচে আরাম করে শুয়ে থাকা !

০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

রানার ব্লগ বলেছেন: :) আমিও লেপের মধ্যে থেকে উঁকি মেরে কমেন্ট পড়ছি !

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: শহরে থাকি। কুয়াশা পাই না। তাছাড়া ঘুম থেকে উঠি দেরীতে।

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫

রানার ব্লগ বলেছেন: :)

৬| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা বেশ ভালো হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১০

জ্যাক স্মিথ বলেছেন: বাহ! দারুণ কবিতা।
অনেক ইচ্ছে ছিল একদিন কুয়াশায় ভিজবো, কিন্তু তা আর হলো না। :(

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

রানার ব্লগ বলেছেন: একদিন ভোর বেলা নেমে পরুন। তবে আমার মনে হয় উচিৎ হবে না। ঠান্ডা লেগে যেতে পারে।

৮| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২০

নেওয়াজ আলি বলেছেন: । সত্যিই সুন্দর +

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৯| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:


সুর্য ডুবার আগে, পশ্চিমের গ্রামগুলোর দিকে তাকালে এক ধরণের মিষ্টি কুয়াসা চোখে পড়তো আমাদের সময়ে।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩

রানার ব্লগ বলেছেন: আমরাও পেয়েছি সেই কুয়াশার দেখা। এখনকার প্রজন্মের এমন সৌভাগ্য হবে না। তারা সন্ধ্যা ভোর কিছুই দেখে না।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শিশির ভেজা সকালে থাকে সবাই কম্বলের তলে
অপরূপ দৃশ্য টার তাই পায়না দেখা সকলে



সুন্দর।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: ঠিক তাই। ধন্যবাদ।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। ফিরে আসার জন্য!

১২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: গতকাল ভিজেছি কুয়াশা জলে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯

রানার ব্লগ বলেছেন: ঠান্ডা লাগাবেন না !!!

১৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য সুন্দর।

অনেক দিন পারে কবিতা পড়া হয়না।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! মাঝে মাঝে কবিতা পড়া উচিৎ এতে মনের গ্লানী কিছুটা পরিষ্কার হয় !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.