নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

কখনো ভেবেছো,মানুষ হতে কেমন লাগে

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮



তুমি নারী, পুরুষ তোমায় এই রুপেই চেনে।
কখনো মেয়ে কখনো মহিলা কিংবা কন্যা
জায়া জননী হরেক নামে রুপে পরিচিত তুমি।

পুরুষতান্ত্রের তান্ত্রিকতায় তোমার নারীত্ব আজ
কামনা বাসনা ভালোবাসা মায়ার মায়াবী জালে
আবৃত এক নাম নারী কিংবা নারীত্ববাদ অথবা নারীতান্ত্রিক।

যেখানে কেবলি পিছিয়ে পরা সম্মুখ সারির যোধ্যার মতো
অকাতরে জীবন বিলিয়ে দেয়া আর দিনের অস্তে
আস্তাকুড়ের আস্তাকুঁড় হয়ে সফল হবার সং সাজা।

তুমি নারী তাই তোমাকে ঝুলে থাকতে হয়
সীমানার বিভেদ চিহ্নের পৌরষ দন্ডের পরে
কারো সামর্থ নেই তা ছুয়ে দেখার
লাশ লিংগোতান্ত্রিক জটিলতায় জট পাকিয়ে
মানবতার ধ্বজা হয়ে আসমানে উড়িয়ে দেয়
কাফনের শতছিন্ন নোংড়া কাপড় খানি।

কখনো জেনে দেখেছো মানুষ হতে কেমন লাগে।
নারী রুপে তো অনেক করেছো
কন্যা জায়া জননী সেজেছো, সাজিয়েছো।
এইবার একবার মানুষ হয়ে দেখ
মানুষ হতে কেমন লাগে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

সোনাগাজী বলেছেন:



বক্তব্য কেমন এলোমেলো লাগছে!

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬

রানার ব্লগ বলেছেন: পুর ব্যাপারটাই এলোমেলো। মানুষ আর নারী এই দুইয়ের মধ্যে পার্থক্য সমাজ আজো বের করতে পারে নাই।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: নারীরা তো ক্ষেপে যাবে। ওনারা কি মানুষ না?! :)

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

রানার ব্লগ বলেছেন: ওটাই ভেবে দেখতে বললাম!!

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: শুধু কি পদ্য লিখবেন??
গদ্য লিখবেন না?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫০

রানার ব্লগ বলেছেন: হুম লিখবো!!

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


নারী মানুষ হতে বহু দেরী লাগবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫২

রানার ব্লগ বলেছেন: একমত না!! নারীর মানুষ হতে দেরি যতটা না লাগবে তার থেকে আমরা পুরুষেরা তাদের মানুষ দেরি লাগবে ভাবতে

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: নারী শুধু কন্যা জায়া জননী নয়, নারী মানব সভ্যতার ধারক ও বাহক। নারীর দু'হাত কঠিন কাজ করে চলে অহোরাত্র, যদিও আমরা নারীর হাতকে শুধু কোমল দুটো হাত হিসেবে দেখতেই ভালবাসি। নারীর গর্ভ এবং গৃহ অনাদিকাল থেকে মানব সভ্যতাকে লালন করে চলেছে এবং এতদূর এগিয়ে নিয়ে এসেছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৫

রানার ব্লগ বলেছেন: উহাই বলার চেষ্টা করেছি। নারীকে মহান বানাতে গয়ে গলা ভাড়ি করে যে বলে নারী তুমি কন্যা জায়া জননী এটাই সব থেকে বড় ধাপ্পাবাজি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.