নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছা!! বসন্তের !!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬




সব্বাই কে বসন্তের শুভেচ্ছা । ভ্যালেন্টাইনের শুভেচ্ছা দিচ্ছি না কারন এই দেশে কিছু কপাল পোড়া আছে যারা আজীবনে নিজে সুখের মুখ দেখে নাই এবং অন্যের সুখ দেখলে এদের শরীরে আগুন জ্বলে । তাই অহেতুক গালমন্দের সামনা সামনি হতে চাই না। তাই বসন্তের শুভেচ্ছা ।

আসুন এই দিনে একটা করে দেশীয় গাছ লাগাই । আমার আপনার বাড়ির ঊঠনে । কারন দেশীয় গাছেই আমাদের পাখিরা তাদের জন্য আহার বাসস্থান খুজে পাবে। বিদেশী গাছ লাগালে সৌন্দর্য বাড়বে কিন্তু পাখি তার নীড় হারাবে ।

আসুন আজকের এই দিনে আমার আপনার মা বাবা কে ফুল দেই । প্রেমিকা কে দিতে একদম মানা নাই , দিন মন খুলে হাত ভরে ফুল দিন , চকলেট দিন যা খুশি তাই দিন, আমরা চোখ বন্ধ করে রাখবো। দিনশেষে মায়ের জন্য এক গুচ্ছ নিয়ে যাই ফুল সাথে ছোট্ট একটা কেক । যা তাকে আনন্দ দেবে । এটাই ভালোবাসা।

বসন্ত আমার জানালায় টোঁকা দিয়ে বলে
এসে গেছি জানালা খুলে দাও
উত্তরের হাওয়া পালিয়েছে
দেখো দখীনা দোল কেমন করে দুলছে হেতা কুঞ্জবনে ।

জানালা খুলে বেড়িয়ে এলাম
কচি পাতার সুঘ্রান দুর্বল হৃদয়ের শিরা উপশিরায়
এক আন্দলন গড়ে তোলে , ধমনীর বাঁকে বাঁকে
জমে থাকা ব্যারিকেড ছুড়ে ফেলে
দিক্বিদিক ছুটে চলে বন্য ঘোড়ার উল্লাসে
আর আমি শির্ন দু হাত শুন্যে ছুড়ে
উচ্ছাসিত এক চিৎকারে জানাই
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে !!

বসন্ত আমার পায়ে লোটায়
কচি দুব্বা ঘাসের শিশির জলে ভেজা পায়ে
চুমু খেয়ে বলে এসে গেছি বন্ধু
সকল জরা রোগ ভুলে যাও
ভুলে যাও তুমি কখনো বন্দী ছিলে
এসে গেছি এসে গেছি বন্ধু ।

বসন্ত এসে গেছে !! আসুন বসন্ত কে স্বাগত জানাই !!

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন। গাছ লাগানো সবচেয়ে ভালো কাজ।
আমি শহরে থাকি। গাছ লাগানোর জায়গা নাই।
আর গ্রামে আমার জমি নাই। চাচারা সব দখল করে নিয়েছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

রানার ব্লগ বলেছেন: চাচাদের যোগ্য কাজ করেছে !! অন্যের জমি দখল তাদের শেষ ভরসা !!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

চারাগাছ বলেছেন:
মন্তব্য করতে এসে দেখি আপনি কবিতা জুড়ে দিয়েছেন।


১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০

রানার ব্লগ বলেছেন: হা হা হা ,মন্দ কাজ করেছি ?

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

চারাগাছ বলেছেন:
লেখক বলেছেন: হা হা হা ,মন্দ কাজ করেছি ?
অবশ্যই নয় !


আগের পোস্টটা অসুম্পূর্ন মনে হয়েছিল। সেটাই বলতে এসেছিলাম।

ইদানিংকালে স্বপ্নবাজ সৌরভ আর আপনার কবিতার বিশেষ ভক্ত বলতে পারেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৬

রানার ব্লগ বলেছেন: আহা ! সত্যি বলছি ইহা আমার বসন্তের উপহার। এই হার আমি গলায় পরে নিলাম । আমার লেখার ভক্ত ! ইহাই আমার জন্য যথেষ্ঠ !!!

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৩

চারাগাছ বলেছেন:
আমার লেখার ভক্ত ! ইহাই আমার জন্য যথেষ্ঠ !!!

হা হা হা।
আমি বিশেষ কেউ না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৮

রানার ব্লগ বলেছেন: বিশেষ অবিশেষ বুঝি না ভক্ত এটাই অনেক বেশি !!

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫২

অনামিকাসুলতানা বলেছেন: ভাল লেগেছে প্রস্তাবগুলি ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৮

রানার ব্লগ বলেছেন: ভালো লাগলে কাজে নেমে পরুন !!

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২

শাওন আহমাদ বলেছেন: ভীষণ ভালো বলেছেন ভাইয়া।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০১

শেরজা তপন বলেছেন: প্রস্তাবগুলো উত্তম।
বসন্ত ও ভ্যালেন্টাইন ডে'র শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

রানার ব্লগ বলেছেন: প্রস্তাব অনুযায়ী কাজ শুরু করে দিন। ধন্যবাদ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:


আমাদের মানুষের ভালোবাসার আনন্দ প্রকাশের জন্য আমাদের নিজস্ব কালচার ছিলো; সেটা কি যথেষ্ট ছিলো না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

রানার ব্লগ বলেছেন: হ্যা অবশ্যই কিন্তু সেই সাথে অন্য একটি দিবস যোগ হলে ক্ষতি নাই।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চাচাদের যোগ্য কাজ করেছে !! অন্যের জমি দখল তাদের শেষ ভরসা !!

এজন্য আমার কোনো আফসোশ নাই।
জমিজমা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৬

রানার ব্লগ বলেছেন: স্বাভাবিক।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩

নীল আকাশ বলেছেন: সারা বছর রেখে একদিন কোনো কিছুর জন্য পালন করার আমি পছন্দ করি না। এইসব কাজ শুধু বানিজ্যের জন্য করা হয়।
আপনি কেমন আছেন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৩

রানার ব্লগ বলেছেন: আমি ভালো আছি । আপনার বই প্রকাশ হয়েছে শুনলাম। শুভেচ্ছা নিবেন ! হাজার বানিজ্যের আড়ালে এখনো হৃদয় আছে বলেই বানিজ্যটা আমাদের মন ও চোখ কে এখনো ঢেকে দিতে পারে নাই । ভালো থাকুন !! ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.